![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
.
মোবাইলে অনবরত রিং বেজেই চলেছে।একটু আলসেই এই বন্ধের দিনটা,কিছুতেই যেন কোন কাজ করতে ইচ্ছে করে না।এমন কি মোবাইলে কথা বলাটাও এখন অসহ্য মনে হয় মিতার কাছে ।তবু খুব আনমনে যন্ত্রটাকে কানে ধরে হ্যালো বললো।নামটা সেইভ করাই ছিল ,গেল পাঁচ বছরে ওপ্রান্তের মানুষটা বদলালেও নম্বর ঠিক আগেরটাই আছে।চেনা কন্ঠস্বর বলে উঠলো-কেমন আছো মিতা?
মিতা নির্বিকার,কারো সাথে কথার শুরুতেই শুনতে হয় -কেমন আছো।আদৌ কি বলা সম্ভব -ভালো নেই নয়তো বলা যেতে পারে -ভালো থাকার চেষ্টা করছি।মিতার আর তেমন কিছুই বলতে ইচ্ছে করে না ,কেবল বলে চলে-চলে যাচ্ছে,তুমি হঠাত শুক্রবারে ফোন দিলে,বৌ কোথায়?
-ও তার বাবার বাড়িতে ,আস্তে দেরী হবে।তুমি কি আজ ফ্রী আছো?
এই ফ্রী শব্দটার মধ্যে কেমন অন্যরকম একটা কিছুর আভাস পায় মিতা।এই ফ্রী দিনটার জন্যে একটা সময় মিতা উন্মুখ হয়ে থেকেছে।এই ফ্রী দিনটায় মিতা ফুয়াদের দরজায় কড়া নেড়েছে।ভেতর থেকে দরজা খুলেই ফুয়াদ বলে দিয়েছে-ভেতরে হবু বৌ আছে।তার মানে এই ফ্রী দিনে ফুয়াদের জীবন মোটেও ফ্রী নেই।কিন্তু মিতা এখন পর্যন্ত ফ্রীই আছে,হয়তো ফুয়াদের জন্য হয়তোবা না।
কিন্তু এতো বছর পর হঠাত মিতার ফ্রী থাকা নিয়ে এতো আগ্রহী কেন মানুষটা ,খুব জানতে ইচ্ছে করে মিতার ।তাই প্রশ্নটা সরাসরিই করে-কি ব্যাপার তোমাদের জীবন কেমন চলছে?
-এইতো কেটে যাচ্ছে।
-কি কোন সুখবর আছে নিশ্চই?
-হুম,তা বলতে পারো ।সীমা কন্সিভ করেছে।
-কয় দিন হলো?
-প্রায় দু”মাস।
-ও ,তাহলে তো ওর কাছাকাছিই থাকা উচিৎ তোমার।
প্রসংগ পাল্টায় ফুয়াদ।
-তোমার সময় কিভাবে কাটে?
-এইতো কেটে যায় ।
-কোথায় কাজ করছো এখন?
-কোথাও না।
-আগের জব ছেড়ে দিয়েছো ,তাহলে কি করে চলে ?
-চলে ,মাঝে মাঝে কলে যাই।এতে যা আয় হয় একলা মানুষ দিব্যি কেটে যায়।
এমন কথা মিতার মুখে শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না ফুয়াদ।মনে হচ্ছে মোবাইলের মধ্য দিয়েই তার কন্ঠ বের হয়ে আসবে।
-তুমি কি বলছো?
-কি আবার বললাম,অবশ্য আমি আবার সবার সাথে যাই না,ক্লায়েন্টের স্ট্যাটাস বুঝে যাই।যারা তোমার মতোন ভালো আর্ন করে,দামী গাড়ি চালায় তাদের কাছেই যাই।
ফুয়াদ বুঝতে পারে না -তার কি এখন কথা চালিয়ে যাওয়া উচিৎ নাকি রেখে দেওয়া উচিৎ ।কিন্তু মিতার মতোন একটি উচ্চ শিক্ষিত-সুন্দরী মেয়ে এমন একটা কাজে কিভাবে নিজেকে জড়ালো সেটা ভেবেই কুল পাচ্ছে না।আবার মিতার সাথে কাটানো সময়গুলোকেও উপেক্ষা করতে পারছেনা।মিতা একটা সময় ফুয়াদকে ভীষনভাবে চাইতো,ফুয়াদের বাড়িতে যখন তখন আস্তো সে।অফিস থেকে দু’জন একসাথেই বাড়ি ফিরতো ,তারপর আদরে আদরে কতো রাত কেটে গেছে তার হিসেব রাখা মুশকিল।কিন্তু সীমাকে বিয়ে করাতে তীব্রভাবে দূরে চলে যায় মিতা।
কিছুক্ষন সময় নিয়ে ফুয়াদ সাহস করে বলে-আজ কি তুমি বাড়িতে একা?
মিতা খুব করে হাসে,তারপর হাসি থামিয়ে স্পষ্ট করে বলে-হুম একাই,আমি কিন্তু পাঁচের নীচে নেই না।
কথাটা শোনা মাত্র অসম্ভব ক্ষেপে যায় ফুয়াদ-কি ব্যাপার ,তুমি আমার সাথে বার্গেনিং করছো কেন প্রস্টিটিউটদের মতোন?
-বেশ্যারা বেশ্যাদের মতোনই বার্গেনিং করবে ,কিন্তু তুমি কোন জায়গার প্রস ? বৌকে প্রেগনেন্ট করে প্রাক্তন প্রেমিকার এক্সক্লুসিভ ফ্রী টাইম চাও?
ফুয়াদ দ্রুত মোবাইল রেখে দেয়।মিতা যন্ত্রটা কানে ধরেই থাকে,যন্ত্রের যন্ত্রণার সাথে নিজের যন্ত্রনাটা কেমন মিলেমিশে একাকার হয়ে যায়।
২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৭
রোদেলা বলেছেন: ভালো থেকো রাজপুত্র।
২| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই এক্সক্লুসিভ!!!
২০ শে মার্চ, ২০১৬ রাত ১:৫৩
রোদেলা বলেছেন: ্ধন্যবাদ সুজন।
৩| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১:১৪
আরণ্যক রাখাল বলেছেন: আমার আকাশ মেঘে ঢাকা
জমতে থাকা আগুন ;
হঠাত আলোর পরশ পেলেই
ঝরবে রোদের ফাগুণ
চরম কয়েকটা লাইন।
গল্প ভাল লেগেছে
২০ শে মার্চ, ২০১৬ রাত ১:৫৩
রোদেলা বলেছেন: ্কোন এক কালে লিখেছিলাম,দশ বছর কেটে গেল এভাবেই.।.।
ধন্যবাদ।
৪| ২০ শে মার্চ, ২০১৬ ভোর ৫:২৩
অর্বাচীন পথিক বলেছেন: হয়তো কারো জীবনে এমন কিছু ঘটে চলেছে নিত্যদিন।
ভাল লাগলো আপু
২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:২২
রোদেলা বলেছেন: হুম,এমন কিছু ঘটনা জমে থাকে জীবন ডায়রীতে।ধন্যবাদ অনিমেষ।
৫| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১২
হাসান মাহবুব বলেছেন: সেই ফুলের দল...
২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৩
রোদেলা বলেছেন: ্পড়ে আসছি.।.।
২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৮
রোদেলা বলেছেন: ্হুম ,এটাতো গান।আপনে কেমনে জানলেন গান শুনলে আমার মন ভালো হবে?
৬| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬
জেন রসি বলেছেন: মানুষ নিজেও জানেনা- সে কি চায়! কিভাবে চায়!
গল্প ভালো লেগেছে।
২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৭
রোদেলা বলেছেন: ্মানুষ অনেক সময় আবেগের বশে এমন কিছু করে যে ঠিক পর মুহূর্তেই মনে হয় এটা অপ্র্যোজনীয় ছিল।মিতাও ফুয়াদের লাইফে একটা প্রয়োজনহীন টাইমপাস যাকে ভুল করে ভালোবাসা বলা হয়।ধন্যবাদ জন রসি।জন রেসি হইলে কি হইতো ???
৭| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৯
প্রীতম বলেছেন: আপনার সময়োপযোগি লেখাগুলোতে চমৎকৃত হই। সময়টাকে চোখের সামনে দেখতে পাই। বিষয়গুলো এখন এতো বেশি ফেইস করি যে অনুভুতিগুলো ভোতা হয়ে গেছে। ভালো লেগেছে খুব। ধন্যবাদ আপু।
২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩০
রোদেলা বলেছেন: বিষয় গুলোর সম্মুখীন হতে হতে আসলেও অনুভূতি ভোঁতা হয়ে গেছে।মাঝে মধ্যে একটু ধার দেওয়া আর কি।।
৮| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৫
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো আপা।
২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩১
রোদেলা বলেছেন: ধন্যবাদ উলটা দূরবীন।
৯| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:১০
তৌফিক মাসুদ বলেছেন: এখানেই বাস করে জীবনের খেলা, কেউ সময় দিতে চায়, আর কেউ নিতে চায়না। কারন তার সময় নেই। সুযোগ সন্ধানীদের জীবন সব সময় সুখি হয়না।
শুভকামনা আপু।
২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৭
রোদেলা বলেছেন: সুযোগ সন্ধানী নিজেও সুখী হয় না,অন্যকেও হতে দেয় না।শুভেচ্ছা নিরন্তর।
১০| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২০
অগ্নি সারথি বলেছেন: আসলে ঠিক কি বলব বুঝতে পারছি না। কতকটা নির্বাক হয়ে ভাবছি তাদের ব্রেক আপের গল্পটা নিয়ে। আমি ভাবছি প্রত্যেক পুরুষই কি তার ছেড়ে আসা প্রেমিকার কাছে একটা সময় পরে পুনঃ সেক্স আশা করে।
গল্পটা আসলেই এক্সক্লুসিভ। ভালোলাগা।
২৩ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৭
রোদেলা বলেছেন: আমিও ঠিক জানিনা,তবে এইটুকু আঁচ করতে পারি বেশীর ভাগ পুরুষ নারীকে কাছে পাবার পর আগ্রহ হারায়।আর যে নারী যতো দূরে সড়ে যায় তার প্রতি ততো আকর্ষন বোধ করে।আমার ভুলো হতে পারে।অনেক ধন্যবাদ।
১১| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
রাশেদ রাহাত বলেছেন: অঙ্কুরেই বিনাশ...
২৩ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৭
রোদেলা বলেছেন: ুঝতে পারলাম না।
১২| ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১১
মায়াবী রূপকথা বলেছেন: একদম অন্যরকম গল্প। মেয়েদের বেলাতেও এটা হতে পারে আপু। সম্পর্ক চুকে যাবার পরও ষ্পর্শ পেতে ইচ্ছে করে। ভাল লেগেছে পড়ে
২৬ শে মার্চ, ২০১৬ রাত ১:০৭
রোদেলা বলেছেন: সম্পর্ক কিভাবে শেষ হয়ে যাচ্ছে সেটার উপর নির্ভর করে স্পর্শ চাওয়াটা।তবে বেশির ভাগ পুরুষের স্পর্শ পাবার জন্য মনে হয় কোন সম্পর্ক লাগে না।
১৩| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫
কালীদাস বলেছেন: লেখাটা ভাল লাগছে
২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:২১
রোদেলা বলেছেন: ধন্যবাদ কালীদাস।
১৪| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪
রানার ব্লগ বলেছেন: জাস্ট একটা ঢোক গিল্লাম । গলা শুকিয়ে গিয়েছিল, তাই।
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৩
রোদেলা বলেছেন: কে আছো,রানার ব্লগে পানি ঢাল।
১৫| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১১
রানার ব্লগ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:

দীর্ঘশ্বাস বের হলো না ভেতরেই রয়ে গেল।