নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

লেখা-লেখি করিবার চাইতে দেহ ব্যবসা করিয়া জীবিকা নির্বাহ করা অধিক উত্তম //

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯


১।কোন বিশেষ দিবস আসিলেই প্রকাশক অনর্গল লেখা পাইবার জন্যে চাপ দিতে আরম্ভ করিবে ,সেই মোক্ষম সময়ে লেখা ছাপা হইবার পর সৌজন্য কপি যাওবা চাইয়া পাওয়া যায় ,সম্মানী আর পাওয়াই যায় না।লেখক হইয়া নিজেই অনর্গল ফোনের পর ফোন করিয়া প্রকাশকের ব্যস্ততা দেখিতে হয়।
শারীরিক ক্রিয়া সাধনের পর ভদ্র লোকেরা কখনোই টাকা পয়সা লইয়া দর কষাকষি করে না,সুবোধ বালকের মতোন দালালের হাতে পুরো সন্মানী দিতে বাধ্য থাকে।সুতরাং ক্লায়েন্টের সাথে দেনা পাওনা লইয়া বাগ বিদন্ডা হওয়ার কোন প্রশ্নই ওঠে না।
২।আগের লেখার মূল্য পরিশোধ হইবার আগেই পরের লেখার জন্য অনর্গল অনুরোধ আসিতে থাকে।লেখা যার নেশা এবং পেশা -তাকে পুনরায় রাত জাগিয়া একটা আর্টিকেল দাঁড় করাইতে সময়ের পর সময় খরচ করিতে হয়।
প্রশ্ন যখন শরীর তন্ত্রের তখন তেমন কোন প্রাথমিক প্রস্তুতি না থাকিলেও চলে,কারো সাথে পূর্ব পরিচয় থাকিবার কোন প্রয়োজন এখানে মূখ্য নয় ; কেবল ভূমধ্য লোহিত সাগর হইতে গলন্ত লাভার আবির্ভাব -কয়েক সেকেন্ডের ব্যপার মাত্র।
৩।বছরে যাও বা দু’এক খানা বই প্রকাশের ইচ্ছা জাগ্রত হয় মনে তাও আবার বিফলে যায় কিছু প্রকাশকের উচ্চতর চাহিদার কারণে ,খাস জমির মূল্যের মতোন কাগজের দাম আচমকাই বাড়িয়া যায় তখন।
সময় যতো গড়াইবে, অভিজ্ঞতাও ততো বাড়িবে যতো দিন দেহে বয়সের টান না ধরিয়াছে এই চামরা নিশ্চিন্তে ব্যবহার করা সম্ভব।কেবল কিছু বিজ্ঞাপনী সতর্কীকরনের দিকে খেয়াল রাখিলেই চলিবে।
কেবল মাত্র লেখক হইবার স্বপ্ন যেইদিন হইতে আমার কুলাঙ্গার দুই চোখে আসিয়া আসন পাতিয়াছে সেই দিন হইতে টের পাইতেছি-এ পথে হাঁটা এতো সহজ নারে ময়না।কাগজে বড় বড় অক্ষরে নিজের নাম দেখিয়া কি আর এই পেটের জ্বালা মিটে??
লেখক মানেই এই দেশে রাষ্ট্র-দ্রোহী,লেখক মানেই ভবঘুরে ,লেখক মানেই যার আসলেই আর কোন কাজ কাম নাই।

মন্তব্য ১৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৫

রায়হানুল এফ রাজ বলেছেন: সকল লেখকের জন্য সমবেদনা।

২| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:



পরিচিত লেখকদের নিয়ে একটা কোম্পানী গঠন করেন।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩১

পূবাল হাওয়া বলেছেন: শহীদের রক্তের চেয়ে কলমের কালির মূল্য অধিক এবং উত্তম।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ২:০৯

রাফা বলেছেন: বৈষম্য করে ফেললেন'তো লেখকরা কোথায় যাবে ! পদ্ধতি পরিবর্তন ব্যাতিত এর কোন সমাধান নেই।লেখক/লেখিকাদের একটু নির্লজ্জ হয়ে বলতেই হবে বকেয়া পরিশোধ না করিয়া লেখা চাহিয়া লজ্জা দিবেন-না।

বুঝতে পেরেছি খুব তিক্ত অভিজ্ঞতা থেকেই আপনার এই আক্ষেপ।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৪

রানার ব্লগ বলেছেন: নজরুল সারা জীবন পান খেয়েই লেখার দাম বুঝে নিয়েছেন। রবি বাবু আদৌ মুল্য পেয়েছিল কিনা জানা নাই, যদিও তাহার আবশ্যক ছিল না। লেখক যারা তাদের বিশ্বসংসার একনাতই ব্যক্তিগত সম্পদ বলে মনে করে, লেখকের ও যে ক্ষুধা পায়া তা এদের ধারনাতেই নেই। তাদের কাছে লেখক মানে দিন ভর কাগজ কলমের মধ্যে ডুবে থাকা এক প্রকার কীট। তাঁহাকে মুল্য দিতে হবে এটা ভাবতেই বিশ্বসংসারের গায় কাটা দিয়া ওঠে। ছি!! কি বলেন লেখক তো মনের তাগিতে লেখে, তাকে অর্থ দিয়া অসম্মানিত করার মত পাপ কেহই করতে চায় না।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পোস্টের বক্তব্যের সাথে দ্বিমত করছি না। তবে শিরোনামটি আর একটু মার্জিত হওয়া উচিৎ ছিল।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২২

রোদেলা বলেছেন: অমার্জিত শব্দ কোনটা,ঠিক বুঝতে পারলাম না।দেহ ব্যবসা একটি সম্পূর্ন প্রতিষ্ঠিত পেশা ,এটা অশালীন শব্দ হবে কেন?
অশালীন যেটা তা হচ্ছে এই কাজে লিপ্ত কিছু দূর্ভাগা নারীর কাছে যারা যায়।ভাগ্যহত নারীদের জন্য বেশ্যা শব্দটি সমাজ আবিষ্কার করেছে ,কিন্তু ওই সব ভদ্দননোকদের জন্য বিশেষন আজো খুঁজে পেলাম না।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৯

কালনী নদী বলেছেন: সমব্যথি বোন :(

৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সমবেদনা জানানো ছাড়া আর কিছুই বলিবার নাই বোন যেহেতু আপনি ভাল লাগার একজন লিখিকা। টাকা না পেলেও ভক্ত পাবেন সেই প্রত্যাশাটুকুকে মরতে দিয়েন না। ভাল থাকেন সবসময়।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৪

রোদেলা বলেছেন: ভক্তদের জন্যেই আজো বুঝি আম্মার কলম হাঁটে।আর যে সমস্ত ফিচার লিখে দু পয়সা জোগার হয় তা কেবলি টিকে থাকার জন্য।আমার লেখা মূলত-কবিতা ,ভ্রমন আর গল্প।বাকীটা পেটের দায়,মন সেখানে টানেনা।

৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৭

প্রীতম বলেছেন: যে দেশে লেখক নিজে টাকা খরচ করে বই ছাপানোর জন্য ছাপাখানা ভাড়া নেয় সে দেশে এর চাইতে বেশি ভালো কিই হতে পারে?
আসলে মন না টানলেও পেটের দায়টা খুব টা-নে-র।
আর এক শ্রেণীর লোক সে দায়টাকে ব্যবহার করে খুব নোংরা ভাবে।

তবে আশা করি এ ক্ষুদ্র পেটের চাহিদার চাইতে আপনার মনের আকুলতা অনেক বিশাল।
হৃদয়ের চাহিদা প্রকাশ, বাধা দিবে কোন জন?

ভালো থাকবেন।

১০| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪২

মায়াবী রূপকথা বলেছেন: না লিখে দেখছি অনেক ভাল আছি আপু :)

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭

রোদেলা বলেছেন: না লিখতে পারাই ভালো,লেখার মধ্যে হাজার যন্ত্রণা ।

১১| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৪

রানার ব্লগ বলেছেন: তাও তো বলতে পারছেন লেখা-লেখি করিবার চাইতে দেহ ব্যবসা করিয়া জীবিকা নির্বাহ করা অধিক উত্তম, কিন্তু ছেলেরা কি বলিবে এক বার ভাবুন ।

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭

রোদেলা বলেছেন: ্ছেলেরা দালালি করিবে,কাগজ কেনার পয়সা অন্তত জুটিবে।

১২| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১১

রানার ব্লগ বলেছেন: ভালো বলেছেন , এখন এই বাকি আছে ।

১৩| ০২ রা মে, ২০১৬ দুপুর ২:২৮

রাঙা মীয়া বলেছেন: দুঃখজনক :(

১৪| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৩:০৩

এখওয়ানআখী বলেছেন: সব মিলিয়ে সুন্দর একটা পোস্ট---ধন্যবাদ

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ..............
. .... আশায় আশায় তবু এই আমি থাকি...
যদি আসে কোনদিন সেই
সুখ পাখি....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.