নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

কবিতারা বেঁচে থাক //

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫২


তাদের ওভাবে দেখা হয়নি কোন দিন ;
মুখ ফুটে কোন দিন বলিনি-আপনার লেখা কিন্তু ভীষন ভালো লেগেছে ,
বইমেলায় ভীড় ঠেলে এগিয়ে গিয়ে বলিনি-একটা অটোগ্রাফ প্লিজ।
নক্ষত্র নক্ষত্র সময় কেটে গেছে কনকর্ডের নীচের শারিতে ,
বেশি ঘুরঘুর করতাম মধ্যমায় ;
কখনো ক্লান্ত হয়ে গেলে চৈতি আপার সাথে রাজ্যের গল্প জুরে দিতাম।
মহাদেব সাহার কবিতা পড়তেই বেশি পছন্দ করতাম তখন -
“তোমার চোখে চাঁদের সরোবর
আকাশ এসে বেঁধেছে তার ঘর ,
মেঘের সাথে মিলেছে বুঝি নদী
বিদায় জানায় শস্য নিরবধি ।
আমার চোখে তপ্ত মরুভূমি
তবুও এসে দাঁড়াও যদি তুমি
হঠাত যেন কেমন করে হয় ,
মরুর বুকে শান্ত জলাশয়।“
নাহ, শান্ত জলাশয় রচনা করতে জীবনে কেউ আসেনি,
তবে ঝড় হয়ে ওলোট পা্লোট করে দেবার লোকের সংখ্যা নেহায়েত কম ছিল না।
সৈয়দ শামসুল হকের “পরণের গহীন ভিতর” আবৃত্তি করতে করতে চোখ জলে ভেসে যেত-
“আমি কার কাছে গিয়া জিগামু,
হেয় দুঃখ দেয় কেন ?
কেন এতো তপ্ত কথা কয় ,
কেন পাশ ফিরা সয় ?”
হক ভাইয়ের মতোন আমারো এখনো সেই একই অনুভূতি রয়ে গেছে-
“মানুষ এমন , তয় একবার পাইবার পর
নিতান্ত মাটির মনে হয়, তার সোনার মোহর।“
প্রিয় কবির কবিতা বুকের মধ্যে লালন করে বড় হয়েছি আমি।
কনকর্ড এম্পোরিয়াম থেকে আজিজ -এমন কোন জায়গা নেই যেখানে কবিতার হাত ধরে হাঁটিনি।
কবি কাজি সালাহউদ্দীনের কাছ থেকে শিখেছিলাম প্রেমের কবিতা কতোটা আকুল হয়-
“আজ নয় ,কাল পরশুও নয়, তারপর দিন এসো ;
অপরাহ্নের সোনালী রোদের শেষ ছায়া গায়ে মেখে ,
হরিয়াল আর বন ঘুঘুদের সুনিপুণ গান শুনে;
আমরা দু’জন বন থেকে বনে হাত ধরাধরি করে ;
একটি ধানের শীষের উপর একটি শিশির গুনবো ;
তারপর রাত ক্রমশ গভীর হলে-
তারাদের সনে আমাদের প্রাণ মিশিয়ে সহসা স্বপ্নের কথা বলবো ।”
আমার সাথে এতো বড় মাপের কবিদের খুব একটা আড্ডা হয়নি,
খোলা আকাশের নীচে দাঁড়িয়ে ধোঁয়া ওঠা লেবু চা পান করা হয়নি।
কিন্তু তারা আছেন আমার শোবার ঘরের বিছানার ওপর ;
পুরনো বইয়ের সেলফে ,কখনোবা এলোমেলো টেবিলে।
তাদের জন্যে ঠিক জায়গা আসলে যে কোনটা তা জানা হয়নি আজ অব্দি ।
কবি আল-মাহমুদ কিংবা নির্মলেন্দ গুণ -তারা নিজেদের রঙেই সাজিয়েছেন নিজেদের ,
সবার কাছ থেকে একটু একটু করে নিয়েই আজকের এই আমি।
কবির মৃত্যূ হয় নিশ্চিত ,কিন্তু বেঁচে থাকে তার কবিতা।




মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২১

মেহেদী রবিন বলেছেন: অনবদ্য ছিলো প্রথম থেকে শেষ।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৩

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বেঁচে থাক। সুন্দর থাক। ঠিক এমনটি।
ঈদের শুভেচ্ছা।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪২

সুমন কর বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৯

রোদেলা বলেছেন: বৃষ্টি স্নাত ঈদ শুভেচ্ছা সবাইকে।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬

খায়রুল আহসান বলেছেন: মনের কথাগুলো যখন খুব সাবলীলভাবে মন থেকে বেরিয়ে আসে, প্রজাপতি যেমন উড়ে উড়ে ফুলে ফুলে তার রেণু রেখে যায়, মনের অনুভূতিগুলোও যখন ঠিক তেমনি চরণে চরণে কথা হয়ে রয়ে যায়, তখন সেটাই হয় কবিতা। আপনার অনুভূতিগুলোও তেমনভাবে কথা হয়ে চরণে চরণে বসে গেছে, একটি সুন্দর কবিতা হয়ে। আর কবিতার শেষাংশটুকু তো অতি চমৎকার হয়েছে।
কবির মৃত্যূ হলেও তার কবিতা বেঁচে থাকে- চরম সত্য কথা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৫

রোদেলা বলেছেন: বাহ,খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন খায়রুল ভাই।খুব অনুপ্রাণিত হলাম।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৩

ভ্রমরের ডানা বলেছেন: কবিতাই লিখেছেন মনে হল! খুব সাবলীল ভাষায় মনের অনেক কথা প্রিয় কবি সাহিত্যিকদের নিয়ে! আসলে এমন অনুভূতির তুলনা হয় না।

খুব ভাল লাগা!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৯

রোদেলা বলেছেন: কবিতা হয়েছে কীনা জানি না,তবে মনে যা এসেছে তাই লিখে গেলাম।
শুভেচ্ছা নিরন্তর।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১২

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০

রানার ব্লগ বলেছেন: কবির মৃত্যূ হয় নিশ্চিত ,কিন্তু বেঁচে থাকে তার কবিতা।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হৃদয়ের প্রত্যেকটি স্পন্দন - দগ্ধ থাকে কবি সদা, নিঃসঙ্গতায় কাটে সারাবেলা। পথের ধারে বসে আছে কবি একলা,
সেযে এক সাথি হারা ব্যাথা।

১১| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হৃদয়ের প্রত্যেকটি স্পন্দন - দগ্ধ থাকে কবি সদা, নিঃসঙ্গতায় কাটে সারাবেলা। পথের ধারে বসে আছে কবি একলা,
সেযে এক সাথি হারা ব্যাথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.