![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
প্রথম কবে কাগজের সাদা পাতায় প্রথম কলম ছুঁয়েছিলাম কেবল কবিতা -গল্প লেখবার জন্য আজ তা স্পষ্ট মনে নেই ।তবে ক্লাশ নাইনে ,আগ্রাবাদ স্কুলে পড়ার সময় দেওয়াল পত্রিকায় খুব লিখতাম ।পত্রিকাতে লেখার শুরুটা গল্প দিয়েই যদিও সবাই আমার নামের সামনে কবি শব্দটা ব্যবহার করেন ।কেন করেন আমি জানিনা ।আমি গল্প লিখতেই বেশী ভালোবাসি ।বেতার বাংলাতে প্রথম গল্পটা ছিল-নীলশাড়ি ।এরপর থেকে দৈনিক প্রথম আলো ,দৈনিক যায় যায় দিন,নয়া দিগন্ত , মানব কন্ঠ ,বাংলাদেশ প্রতিদিন -এমন অনেক পত্রিকার সাহিত্য পাতায় এবং লাইফস্টাইলে লেখা আরম্ভ করলাম ।গল্পের পাশাপাশি মুভি রিভিউ ,ভ্রমণ ,ফিচার এইসব নিয়ে লেখাটা অনেকটা প্রফেশনাল হয়ে গেছে এখন। টেলিভিশন-চলচ্চিত্র ইনস্টিটিউট ,পাক্ষিক অনন্যা ,ক্লাসিক ম্যাগাজিন,পর্যটন বিচিত্রা ,ফুলকুড়ি পত্রিকা ,অন্যধারা ম্যাগাজিন ,জয়তী পত্রিকা এদের সাথে প্রফেশনাল ভাবেই এখন লেখার জায়গাটা তৈরি হয়ে গেছে যদিও আমি যথেষ্ট অলস পকৃতির লেখক ।
গণিত নিয়ে অনেকটা পড়তে বাধ্য হয়েছি ,তবে তা পছন্দের বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর হতেই।আমার কেবলি মনে হয়, ওখানে না পড়তে গেলে আমি প্রকৃতির কাছ থেকে শিখতে পারতাম না ।জানতে পারতাম না-প্রকৃতিই মানুষের আসল বন্ধু ।কবিতা লেখার শুরু কিন্তু জাবিতে পড়ার সময়ই।প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেছিল ভাষাচিত্র প্রকাশনী -"ফাগুন ঝরা রোদ্দুর "।প্রচ্ছদ করেছিলেন তৌহিন হাসান ।সেটা ২০১১ সালের কথা ।
প্রতি একুশে বই মেলায় হেঁটে হেঁটে বই পড়ার অভ্যসে আমার অনেক পুরনো ,তখন থেকেই মাথায় পোঁকা ঘুরছিল বই বের করতে হবে ।আর বিভিন্ন ব্লগে লেখার কারনে উৎসাহ আরো দ্বিগুন হয়ে গেল । প্রথম আলো ব্লগ এখন ভ্যানিস হয়ে গেলেও,সামহোয়ার- ইন ব্লগ ,বিডিনিউজ২৪ ব্লগ আর বাংলা মুভি ডাটাবেজ ঠিকই আ্মার লেখাগুলোকে জীবন্ত করে রেখেছে।
পরের বার দ্বৈত কবিতা এবং ছোট গল্প গুচ্ছ নিয়ে বই মেলায় এলো যমুনা প্রকাশনী ।কবিতার বইয়ের নামঃ "নীলপদ্ব " এবং গল্পগুচ্ছ-"রোদ্দুরের গল্প "।এখানে যে কয়টি গল্প আছে তার কেন্দ্রিয় চরিত্র একজন নারী ।এই নারীকে ঘিরেই আবর্তিত হয় এক একটি ঘটনা ।আর সেটাই লিপিবদ্ধ করতে চেয়েছি রোদ্দুরের গল্পে।মেয়েরা কিন্তু ভালোই পড়েছে বইটা যেটা আমি চাচ্ছিলাম ।
তবে বিদ্যা প্রকাশ থেকে ২০১৬ তে প্রকাশিত হয় " চলতি পথের গপ্পো ।" এখানে শহুরে জীবিনের নানা জটিলতা তুলে আনার চেষ্টা করেছি।অনেক জায়গায় লিখেছি -সমাজে পুরুষরাও যে নির্যাতিত হয় স্ত্রী দ্বারা সে কথাও।
মোটের ওপর মানব জীবনের প্রায় সব অধ্যায় ছুঁয়ে যাবার চেষ্টা ছিল শুধু ।
"নিমগ্ন গোধুলি" পুরোদমে প্রেমের কবিতায় ঠাসা ।ইংরেজী অনুবাদ করেছেন প্রফেসর আহমেদ রেজা (জাবি) এবং কবি হাসান কামরুল ।এই বইটি পাওয়া যাচ্ছে অন্যধারা প্রকাশনীতে । প্রচ্ছদ করে দিয়েছেন ধ্রুব এষ ।
এবার যে বইটির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তা হচ্ছে ভ্রমণের গল্প।এটা কোন গাইট নয় ,যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন তাদের জন্যই লেখা ।অনেকের ধারণা এ দেশে দেখার মতোন কোন জায়গাই নেই ।কিন্তু আমার বিশ্বাস ,'পিয়াইন নদীর স্রোতে " বইটি পড়লে বাংলাদেশীদের সেই ধারণা একদম পালটে যাবে ।বইটি মেলায় আনছে জয়তী প্রকাশনী ।
সবার সুবিধার জন্য আমি স্টল নম্বরগুলো দিয়ে দিচ্ছি ।এর বাইরে রকমারিতে অর্ডার করলে সব বই পাওয়া যাবে ।
ভাষাচিত্র প্রকাশনী ঃ ৬১০ ,৬১১ ,চত্বর-১২
বিদ্যা প্রকাশ ঃ ৩৭০ ,৩৭২ চত্বর -৭
জয়তী প্রকাশনী ঃ ৫৭৩,৫৭৪ ,চত্বর -১১
অন্যধারা প্রকাশনী ঃ ৪২৬ ,র্যাব ৩ টাওয়ার
একদিন আমি থাকবো না ,কিন্তু বেঁচে থাকুক আমার লেখা ,আমার প্রকাশনী ,আমার বইগুলো ।তাইতো ইথার পাতায় বানিয়ে ফেললাম রোদেলা নীলার লাইব্রেরী ।আমার বই সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন প্লিজ-
view this link
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২১
রোদেলা বলেছেন: বইটা হাতে না পাওয়া অব্দি আমার কেমন অস্থির লাগছে .।১৭ তারিখ শুক্রবার হাতে পাব।শুভেচ্ছা নিবেন প্লিজ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন, লেখাগুলো পাঠকের মনে দাগ কাটুক।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২১
রোদেলা বলেছেন: সাথে থাকুন সব সময়।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন আর শুভকামনা ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২২
রোদেলা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৪
আহমেদ জী এস বলেছেন: রোদেলা ,
বেঁচে থাকুক আপনার লেখারা ..........................
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৩
রোদেলা বলেছেন: বাহ ! মুগ্ধ হলাম।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৮
জেন রসি বলেছেন: শুভকামনা রইলো আপু।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৩
রোদেলা বলেছেন: শুভেচ্ছা জেন রসি
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪
কালীদাস বলেছেন: ম্যাথের লোকজন এত ঝরঝরে ভাষায় লেখে কেমনে? তব্দা খাইলাম
(টেনশন নিয়েন না, আমি স্ট্যাটের )
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৫
রোদেলা বলেছেন: পরিসংখ্যান পইড়া যে বিশ্লেষন করেন,আপ্নের লেখা পড়তে আমার ভয় করে।
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'পিয়াইন নদীর স্রোতে " সংগ্রহের আশা করছি। সাথে রোদেলা নীলা'র সাফল্য কামনা করছি ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৬
রোদেলা বলেছেন: এভাবেই উতসাহ না দিলে কি আর রোদেলার হাতে লেখা হয়,শুভেচ্ছা শতত .।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৫
রানার ব্লগ বলেছেন: অটোগ্রাফ এর সহিত বই কিনতে চাই, পাওয়া যাবে ?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪২
রোদেলা বলেছেন: ভাষা দিবসে সারাদিন আছি বই মেলায়।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০০
অন্ধবিন্দু বলেছেন:
'পিয়াইন নদীর স্রোতে' বাহ্! খুব সুন্দর নাম। এবং ধারণা একদম পালটে যাওয়াতে আগ্রহ পাচ্ছি। আপনার সৃষ্টিশীল কর্মকাণ্ডলোকে সাধুবাদ জানাই। অনেক শুভ কামনা।