![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের মেল-গাড়ির অনিশ্চিত-নিশ্চিত অপেক্ষায়..
কোন একটি দীর্ঘদিনের অসমাপ্ত গল্পের
আস্তাচল ভেঙ্গে নতুন কোন গল্প-কবিতা সৃষ্টির ইঙ্গিত বা প্রত্যয় ঘোষণার একটা মুক্তমঞ্চ খুজছে লেখার বাক্যগুলো।।।
অসমাপ্ত গল্পদের সংখ্যা দিনে দিনে বেড়েই চলে
তবুও আমি লিখে চলি অসমাপ্ত গল্প।
অসমাপ্ত গল্পের সমাপ্তি নেই বলে,
অসমাপ্তির যন্ত্রণা ভীষন।
অসমাপ্ত গল্পদের সাথে রাস্তায় দেখা হলে
লক্ষ্য করি যে, তারা এই অসমাপ্ত অবস্থাতেই
বুড়ো হয়েছে।
কাঁচা পাকা চুলে উদভ্রান্ত হয়ে ঘুরছে অসমাপ্তির যন্ত্রণায় ধুকতে ধুকতে পথের ধারে হঠাৎ করে আমাকে দেখলেই চিনে ফেলে।
খুঁজে ফিরি...
অসমাপ্ত সেসব গল্পদের।
যারা জোনাকিদের ঝাঁক, অস্তাচলকে বিদায় দিয়ে আলোকে স্বাগতম জানিয়ে মেতে উঠে অদ্ভুত প্লাবনের বন্যায়।
কিছু কিছু গল্প না হয় অসমাপ্ত হয়েই থাক।
তবে অতৃপ্তি নিয়ে নয়,আলোকে ভালোবেসে...
১৯ শে জুন, ২০১৯ রাত ১:১২
রহস্যময় পৃথিবী বলেছেন: আমি পারি না কিভাবে করতে হয়।
২| ১৯ শে জুন, ২০১৯ রাত ১:২৮
চাঁদগাজী বলেছেন:
আজকের পোষ্টগুলো থেকে যাক; পরে এতগুলো একই দিন দেবেন না। যদি ১টা'কে ড্রাফট করতে চান, নীচের ষ্টেপগুলো নিতে হবে:
আপনি আপনার নিকের উপর ( রহস্যময় পৃথিবী শব্দটির উপর) ক্লিক করেন; আপনাকে ' রহস্যময় পৃথিবী'র ব্লগ এলাকায় নিয়ে যাবে। আপনি আপনার সব পোষ্ট দেখতে পাবেন; সব পোষ্টের নীচে 'এডিট' করার অপশন থাকবে, ১টিতে ক্লিক করেন; সেখানে 'ড্রাফট' করার অপশন থাকবে; ক্লিক করেন; পরে এটাকে আবারো প্রকাশ করতে পারবেন।
১৯ শে জুন, ২০১৯ রাত ১:৫৯
রহস্যময় পৃথিবী বলেছেন: ধন্যবাদ
৩| ১৯ শে জুন, ২০১৯ রাত ২:১৩
চাঁদগাজী বলেছেন:
আপনার পোষ্টে কেহ মন্তব্য করলে, কেহ কিছু জানতে চাইলে উত্তর দেবেন।
৪| ১৯ শে জুন, ২০১৯ রাত ৩:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুঁজে ফিরি...
অসমাপ্ত সেসব গল্পদের।
....................................................................
স্বাগতম অসমাপ্ত রহস্যময় পৃথিবী
গভীরের গভীরতম স্হলে,
তুলে আনো মুক্তাসম
অমৃতের তরে ।
...........................................................................
৫| ১৯ শে জুন, ২০১৯ সকাল ৭:৩২
রাজীব নুর বলেছেন: ব্লগের নিয়ম মেনে চলুন।
অন্যের লেখা পড়ুন। মন্তব্য করুন।
৬| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ১:১২
মেঘ প্রিয় বালক বলেছেন: রহস্যময় পৃথিবীর অসাপ্ত গল্পে মুগ্ধ হলাম। আপনারা এতোদিন কোথায় ছিলেন?? ব্লগে স্বাগতম। চিরকুট পড়ার দাওয়াত দিয়ে গেলাম। ভালো থাকবেন। আশা রাখছি আমাদের দেখা হবে চিরকুটে।
৭| ২০ শে জুন, ২০১৯ রাত ৯:৫১
মাহমুদুর রহমান বলেছেন: বাহ!
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৯ রাত ১২:৫৭
চাঁদগাজী বলেছেন:
ব্লগের সামনের পাতায়, এই মহুর্তে আপনার ৩টি পোষ্ট; নিয়ম হলো, সামনের পাতায় ১টি পোষ্ট দেয়া; ১টা রেখে, অনয় ২টি সরায়ে ফেলেন।