নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহাম্মদ নাহিদুল আলম নাহিদ

সাদা কুয়াশা জ্যোস্না রাত, দেয়ালে তোমার ছায়া,আমি আঁধারে একা হেটে যাই,বুঝি না কোনটা ভালোবাসা আর কোনটা মায়া ।

রোজেল০০৭

শেষ ভালো যার সব ভালো তার।শেষ দেখার অপেক্ষায়........

রোজেল০০৭ › বিস্তারিত পোস্টঃ

প্রসন্ন সকাল

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৮





অনেকদিন পর দেখলাম কুয়াশা ভেজা ভোরের আকাশ

প্রান জুড়িয়ে দিলো হিমেল জারু বাতাস

অনেকদিন পর শুনলাম পাখির কিচির মিচির

চোখ জুড়ালো ঘাসের উপর এক বিন্দু শিশির

আঁধারের নীরবতা ভেঙ্গেছে একটু আগে,

নাগরিক জীবনের কোলাহল এখনও থমকে আছে।



ভোরের এই স্নিগ্ধতার মাঝে,

আমি ফিরে পাই আমার হারানো প্রেয়সীকে;

মাঝে মাঝে রোমন্থন করি অতীত,

ফিরে পেতে ইচ্ছে হয় দুরন্ত ৈশশব।



রাতের তারাগুলো হয়ত এখন নেই,

ফিরে আসা শুরু করবে সন্ধ্যা হলেই;

জীবন থেকে হারিয়ে যাওয়া চেনা সব মুখ,

হয়ত পাশে নেই এখন,

তারা ফিরে আসবে এমনি কোন এক সকালের স্মৃতিতে।



দিগন্ত জোড়া ধান ক্ষেত এখন আর দেখা হয় না,

দেখা হয় না লাঊয়ের লতানো ডগা,

খাওয়া হয় না এখন আর চিতল পিঠা;

কিংবা নারিকেল, গুড়,মুড়ি, বা চিড়া।

অনেকদিন দেই না ডুব সাতার,

গোল্লাছুট,দাড়িয়াবান্ধা কিংবা কানামাছি ভো-দৌড়।

অনেকদিন দেখি না,

গ্রাম্য বধূর মলিন মুখ,

গামছা কাঁধে কৃষকের চিবুক।



অনেকদিন কাটানো হয়নি এমন একটি সকাল,

জীবন এখন ইট পাথর আর ব্যস্তাতার দালাল।







মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: শিতল হাওয়ায়
ভোরের আলোয়
মন ছুয়ে যায়
আমার বাংলায়

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৪

রোজেল০০৭ বলেছেন: শুভ সকাল।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। প্রথম লাইনে ভোরকে ভর লিখেছেন।

১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

ভালো থাকুন।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

শায়মা বলেছেন: +++ :)

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ শায়মা আপু।

ভালো থাকুন।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

নেক্সাস বলেছেন: সুন্দর রোজেল ভাই। এমন কবিতা ভালো লাগে।

প্রেয়সী ঠিক করে দেন

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ নেক্সাস।

ঠিক করে দিলাম।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: সুন্দর হয়েছে।+

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

রোজেল০০৭ বলেছেন: চেয়ারম্যান সাহেব আপনাকে ধন্যবাদ ।

ভালো থাকুন।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

লোনলিফাইটার বলেছেন: ভালো লাগা রইলো ব্রো B-)

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ ব্রো ।

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

বৃষ্টিধারা বলেছেন: ভালো লাগলো ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ বৃষ্টি ।

ভালো থাকুন।

৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

শিপু ভাই বলেছেন:
অনেকদিন কাটানো হয়নি এমন একটি সকাল,
জীবন এখন ইট পাথর আর ব্যস্তাতার দালাল।


:( :(


+++++++++++++++++++


কেমন আছেন রোজেল ভাই???

২২ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১

রোজেল০০৭ বলেছেন: শিপু ভাই আপনি কেমন আছেন?

আপনারা এই শীতে গরীব মানুষের পাশে দাড়িয়ে,যে মহৎ কাজ করেছেন, তার জন্য সাধুবাদ জানাই।


ভালো থাকুন সবসময়।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩০

ফারিয়া বলেছেন: এটা অনেক ভালোই লেগেছে। বাস্তবের সাথে সামঞ্জস্য আছে! কিপ ইট আপ!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৭

রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ ফারিয়া।

ভালো থাকুন।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

কান্টি টুটুল বলেছেন:

আঁধারের নীরবতা ভেঙ্গেছে একটু আগে,
নাগরিক জীবনের কোলাহল এখনও থমকে আছে।

+++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ টুটুল ভাই।

আপনি কেমন আছেন?

১১| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

মহামহোপাধ্যায় বলেছেন: মনে হল ছুয়ে ছুয়ে দেখলাম শব্দগুলো। অনেক ভালো লাগা থাকল।

২০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৫৮

রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ মহামহোপাধ্যায় ।

ভালো থাকুন সবসময়।

১২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬

কালোপরী বলেছেন: :)

০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৮

রোজেল০০৭ বলেছেন: ধইন্যা :)

১৩| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৮:০৪

ইমরাজ কবির মুন বলেছেন:
কবিতাটায় শীতল একটা ভাব আসে, বেশ ভাল্লাগসে ||

১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

রোজেল০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ ।

১৪| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৪

বোকামন বলেছেন:
অ সা ধা র ণ !!

চমৎকার ভাবে ছুঁয়ে দিলেন এই সকালকে। আগামী সকালে ভোরের আলোয় কবিতাখানি আবৃতি করবো .....।
[৯+]

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৯

রোজেল০০৭ বলেছেন: বেশ পুরানো একটি কবিতা।

পাঠ করলেন, তাতেই আমার স্বার্থকতা।

আর আপনার অনাগত প্রতিটি সকাল হয়ে উঠুক প্রানোজ্জল আর আনন্দঘন এই কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.