নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহাম্মদ নাহিদুল আলম নাহিদ

সাদা কুয়াশা জ্যোস্না রাত, দেয়ালে তোমার ছায়া,আমি আঁধারে একা হেটে যাই,বুঝি না কোনটা ভালোবাসা আর কোনটা মায়া ।

রোজেল০০৭

শেষ ভালো যার সব ভালো তার।শেষ দেখার অপেক্ষায়........

রোজেল০০৭ › বিস্তারিত পোস্টঃ

মরীচিকা-২

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১



দেখেছিলাম তারে

এক রোদেলা মিষ্টি দুপুরে

চলন যেন তার নৃত্য

চোখ যেন মায়ার ভৃত্য

বৃষ্টির শব্দ শুনি তার পায়ের নুপূরে

কথা কয় সে পাপিয়ার সুরে

হাসিতে তার লুটায়ে পড়িবে চাঁদ

কেশে তার ভর করে মেঘ রানীর বিষাদ

নাকের নোলক,কানের দুলে

বাতাসে মৃদু ছন্দ তুলে

হারিয়ে গেলো অজানাতে

খুজেছি তারে,পাইনি দেখা

ভুলিনি সেই দুপুরের কথা

তাহলে কি ছিল সে মরীচিকা।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

শায়মা বলেছেন: চমকে চমকে ধীর ভীরু পায়
পল্লীর বালিকা বনপথে যায় .....:)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

রোজেল০০৭ বলেছেন: ভালোই লিখেছেন !!

ধন্যবাদ।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

আরজু পনি বলেছেন:

হয়তো সে মরিচীকাই ছিল !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

রোজেল০০৭ বলেছেন: হুমম হয়ত, মরীচিকা।

ধন্যবাদ।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

জলঝিরি বলেছেন: সুন্দর :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ :)

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

লোনলিফাইটার বলেছেন: +++ :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

রোজেল০০৭ বলেছেন: ধইন্না :)

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৮

ফারিয়া বলেছেন: মোটামুটি ভালো লেগেছে, কিছু যায়গায় আরেকটু বেটার হতে পারত। তবে বেশ, চেষ্টা ভালো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০

রোজেল০০৭ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু।

চেষ্টা অব্যাহত থাকবে।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লেগেছে। এত গুণ!!

শুভ সকাল। ভাল থাকবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ।

আপনিও ভালো থাকবেন।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

শিপু ভাই বলেছেন:
জীবনটাই মরিচিকা!!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

রোজেল০০৭ বলেছেন: ঠিক কইছেন?

মরীচিকা !!!

আছেণ কেমন?

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

যাযাবর৮১ বলেছেন:





গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১০

রোজেল০০৭ বলেছেন: সুন্দর লিখেছেন।

একসাথে আছি।

৯| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৪১

বৃষ্টিধারা বলেছেন: /:)

০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৫৭

রোজেল০০৭ বলেছেন: অনেক পুরানো একটি কবিতা।

পাঠের জন্য ধন্যবাদ !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.