নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহাম্মদ নাহিদুল আলম নাহিদ

সাদা কুয়াশা জ্যোস্না রাত, দেয়ালে তোমার ছায়া,আমি আঁধারে একা হেটে যাই,বুঝি না কোনটা ভালোবাসা আর কোনটা মায়া ।

রোজেল০০৭

শেষ ভালো যার সব ভালো তার।শেষ দেখার অপেক্ষায়........

রোজেল০০৭ › বিস্তারিত পোস্টঃ

গন্ধম

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০

সে শব্দময় পাথর আজ নবজন্মে সিদ্ধহস্ত

বৃহ্ননলায় পুড়ে ক্ষয়ে যাওয়া অস্তিত্ব বোধ

আর ধমনিতে প্রবাহিত ক্ষণজন্মা দীক্ষা

শিকারীর অনুসন্ধিতসু চোখের পিপাসা

উল্কাবেগে ছুটে আসা পাপের আজন্ম তৃষ্ণা।



রক্ত জবার প্রতিটি শিরার মত

অনির্বান কথক টিয়ার নিরাশাপাত

শীঘ্রম মনঃপুত অতিমানবীয় অগ্নি নিরুত্তাপ

ধোয়া বিহীন প্রতিটি চায়ের বাষ্মময়ি কাপ

ব্যঞ্জন বর্ণের শেষ অক্ষরের শব্দহীন আনন্দ

ইতিহাসের ধুলো জমা প্রতিটি পাতার ধূল

আজ বালুকাবেলার এক্কাদোক্কার বালূছাপ

এক প্রাসাদ সম গণিকালয়

যার সম দ্বারে বয়ে যায় মিসিসিপির ঘূর্ণিপ্রলয়

অণুচক্রিকা দিয়ে ঘেরা সীমানার শেষ প্রাচীর

সিঁধেল ঘেরা বন্দীর আত্ন চিৎকার।



মায়াময়ীর নাড়ীর বাঁধনির বন্ধন শিরা

মুক্ত বাতাসে এলো চুলে গন্ধম বিষে ছদ্ম নামের যুবতী মিরা।

সবুজ ঘাসে শুকিয়ে যাওয়া কালো দাগ

আর ধবল আকাশে গোধূলির জলময়ী বিরাগ।









মন্তব্য ২৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগল
+++++++++

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৮

রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ !

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

ফারিয়া বলেছেন: খারাপ নয়!

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৯

রোজেল০০৭ বলেছেন: কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা !

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

ইখতামিন বলেছেন:
৩য় ভালো লাগা.
+++++++++++++++

এতো সুন্দর কবিতা এতোদিন চোখে পড়েনি.

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩০

রোজেল০০৭ বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা !

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

কান্টি টুটুল বলেছেন:

ভাল লাগা রইল

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩২

রোজেল০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ টুটুল ভাই !

আশা করি ভালো আছেন।

৫| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:৩৪

শায়মা বলেছেন: অনেক ভালোলাগা ভাইয়া!

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩১

রোজেল০০৭ বলেছেন: একরাশ ধন্যবাদ আপু !

৬| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭

আদম_ বলেছেন: যেখানে গন্ধম
সেখানে আদম_

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৪

রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ !

৭| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শব্দ ভান্ডার দেখে হিংসে হচ্ছে।
কত সুন্দর সব শব্দে লিখেন।
ভালো লাগা।।

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৫

রোজেল০০৭ বলেছেন: কবিতা পাঠে একরাশ কৃতজ্ঞতা !

৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯

নীল-দর্পণ বলেছেন: ভাল লাগা

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৫

রোজেল০০৭ বলেছেন: অসংখ্য ধন্যবাদ !

৯| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০

সেলিম আনোয়ার বলেছেন: মায়াময়ীর নাড়ীর বাঁধনির বন্ধন শিরা
মুক্ত বাতাসে এলো চুলে গন্ধম বিষে ছদ্ম নামের যুবতী মিরা।

ভালো লাগলো কবি।

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৬

রোজেল০০৭ বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন সেলিম ভাই !

১০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৪

আরজু পনি বলেছেন:

আপনাদের সুন্দর সুন্দর লেখা দেখে ইদানিং মনে হয় একটু কবিতা লিখতে পারলে বেশ হতো।

কিন্তু আমার মতো কাঠখোট্টা মানুষ দ্বারা তা তো হবার নয় :(

লেখায় ভালো লাগা রইল রোজেল।।

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৬

রোজেল০০৭ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।

আর আপনার জন্য শুভ কামনা রইল !

১১| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: এই লাইনগুলো অনেক সুন্দর !

ব্যঞ্জন বর্ণের শেষ অক্ষরের শব্দহীন আনন্দ
ইতিহাসের ধুলো জমা প্রতিটি পাতার ধূল
আজ বালুকাবেলার এক্কাদোক্কার বালূছাপ

---- তবে বানানের প্রতি মনোযোগ দেয়া জরুরী । কেননা বানান বিভ্রাটে অনেক সুন্দর লেখাও মনোযোগ নষ্ট করে দেয় ।

শুকামনা রইলো

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

রোজেল০০৭ বলেছেন: অশেষ ধন্যবাদ !

ভালো থাকুন সবসময় !

১২| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩০

বোকামন বলেছেন:
ধোয়া বিহীন প্রতিটি চায়ের বাষ্মময়ি কাপ
ব্যঞ্জন বর্ণের শেষ অক্ষরের শব্দহীন আনন্দ


দারুণ !!

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৫

রোজেল০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.