![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ ভালো যার সব ভালো তার।শেষ দেখার অপেক্ষায়........
আমি যদি নিজেকে দুঃখী বলি,
তাহলে ওরা বলবে কি,
আমার দুঃখ তো আকাশের মেঘ,
ওদের দুঃখগুলো তো বৃষ্টি,
শুধু ঝরতে থাকে অবিরত।
আমি সমুদ্রের তীরে ঘর বানাই,
তা জলে ভেসে যায়,
ওদের ঘর তো সমুদ্রের মধ্য খানে,
স্বপ্নগুলো ডুব দেয় যেখানে।
আমি তো কাকের শব্দ শুনি,
শুনে তাড়িয়ে দেই দূরে,
ওদের তো কাকের সাথে বসবাস,
আজ আবর্জনা, তো কাল উপবাস।
আমি তো পাথরের গায়ে স্বপ্ন আঁকি,
তারপর চোখে স্বপ্ন দেখি,
ওদের চোখটাই তো পাথর,'
ওরা স্বপ্ন দেখবে কি আর।
আমার আঙ্গুলে বিঁধে গোলাপের কাঁটা,
সহ্য করে সুবাস নেই তার,
ওদের রক্তে মিশে আছে নীল বিষ,
ওরা বুঝে না সুগন্ধ কি জিনিস।
পিঠে পথ কুড়ানো বস্তার ভার,
দুমড়ানো মোচড়ানো কাগজের সম্ভার,
উলঙ্গ দেহে যন্ত্রনা এক যুগ ক্ষুধার,
মুখের অম্লিন হাসিতে চাহনি বিধাতার।
পিতৃহীন এ জগত তাদের করেছে ছিন্নমূল,
পথের ধারের এ জীবন,'
ধূলোয় ভরা বিনিদ্র শিহরণ,
কখনও বা তারা কারও চক্ষুশূল।
নগ্ন পায়ে কংক্রিটের দহন,
চারদেয়ালে প্লাস্টিকে মোড়ানো জীবন ধূসর।
কখনো বা জীবনের আহবানে বৃষ্টি উল্লাস,
এত কান্নার মাঝেও,
এ যেন দুঃখ সুখের পাশাপাশি বসবাস।
চাদের আলোয় জ্যোৎস্না মেখে,
যখন তাদের শরীর নেয় চেখে,
মায়ার পৃথিবীর মায়ারা সব ভর করে যেন তাদের দু চোখে।
০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৫
রোজেল০০৭ বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা।
২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩
হাসান মাহবুব বলেছেন: +
০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৫
রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭
ঊদাসপথিক বলেছেন: ভাল লাগল
+++++++++++++++
আমার ব্লগটাতে অনেক দিন ধুক্তে পারিনি। আজ পারছি তাই
অনেক দিন পর কমেন্টস করলাম।
০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৬
রোজেল০০৭ বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো।
ভালো থাকুন।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮
জোবায়ের নিয়ন বলেছেন: ভাল লাগা রইলো।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৫
রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ নিয়ন।
মন্তব্যে কৃতজ্ঞতা।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯
shfikul বলেছেন: +++
০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৬
রোজেল০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ shfikul ।
ভালো থাকুন সবসময়।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
আরজু পনি বলেছেন:
রোজেল, কবিতাটা পড়ে মনটা দ্রবীভুত হয়ে গেল!
আরো অনেক কিছু বলতে পারলে ভালো লাগতো।
ভালো থাকুন।।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫
রোজেল০০৭ বলেছেন: আক্ষেপ কিছুটা আমারও আছে।
তবুও কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭
সেলিম আনোয়ার বলেছেন: ৪ র্থ ভাললাগা...সুন্দর কবিতাআমার মনও দ্রবীভূত হয়েছে
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৪
রোজেল০০৭ বলেছেন: কবিতা পাঠে অশেষ ধন্যবাদ।
৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ফিনিশিংটা অদ্ভূত সুন্দর।
দীর্ঘ কবিতাটাই সুন্দর।।
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০
রোজেল০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার কবিতাও গুলো ভালো লাগে।
৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অসাধারণ কবিতা!!! কেমন আছেন?
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০০
রোজেল০০৭ বলেছেন: কবিতা পাঠে অশেষ ধন্যবাদ।
১০| ২০ শে মে, ২০১৩ দুপুর ১:০৯
বোকামন বলেছেন:
খুব ভালো লিখেছেন ভাইজান
শুভকামনা !
২০ শে মে, ২০১৩ দুপুর ২:০৪
রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ ভাইজান।
১১| ২৪ শে মে, ২০১৩ সকাল ১১:৩২
কান্টি টুটুল বলেছেন:
এ পর্যন্ত পড়া রোজেল ভাইয়ের কবিতাগুলোর মধ্যে নিঃসন্দেহে শ্রেষ্ঠ একটা কবিতা। বেশ কিছু লাইন আছে যেগুলো পড়ার সময় চোখ জল আসতে চায় সেরকম একটা লাইন....
"আজ আবর্জনা, তো কাল উপবাস"
২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৩
রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ টুটুল ভাই।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল:++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!