![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ ভালো যার সব ভালো তার।শেষ দেখার অপেক্ষায়........
চোখ খুলে দেখি বিষাদ অহমিকার তপ্ত কুণ্ডলী,
কড়া নাড়ে শীতল দরজায়,
জল সে ভাসে নাকো,
ভাসিয়ে দেয় প্রেমের গীতাঞ্জলী,
তরী সে ডুবে নাকো,
ভাসিয়ে দেয় প্রেম কুঠরীর নীরব মিতালী।
ঘুম ঘোর মৃত্যুর বিচ্যুত এক পদ যাত্রা,
নীলিমার দিগন্তে গোলক ধাঁধার বিবর্ণ রেখাপাত,
আর সপ্ত সিন্ধুর তের নদীর আদর্শ লিপির বর্ণপাত,
পিপীলিকার বয়ে চলা জীবন,
যেন এক পাথর খন্ডের ঘূর্ণায়মান শব্দহীন আক্রোশের জয় গান।
সেই সব, ব্যস্ত নগরীর,
প্রতিটি রাস্তার,প্রতিটি গলির,
সিক্ত রোদের লুকোচুরী খেলা বাতায়নের লোহার শিক,
দুধের বাটিতে বিষধর সাপের তৃপ্তিময় শেষ চুমুক।
টঙ ঘরের চায়ের দোকানে,
চামচের টুং টাং নিরানন্দ শব্দেরা,
কিংবা তামাকের নিকষ ধোঁয়ারা,
বিবর্ণ বৃক্ষের পাতা জোড়া,
আজ কুহকের ডাকের অপেক্ষায়,
কেটে যায় মহাকালের মহাক্ষন।
দীর্ঘশ্বাস নিয়ে মিছিলে নামার ছলে,
আবার ফিরে আসে শালিকের দলে,
ফিরে আসে নীল জলের ভীড়ে,
এত টুকু ক্ষোভ আবার চাপা পড়ে রয়,
সিক্ত কুয়াশা ভেজা,
মাটির বিছানা পাতা,
সবুজের রং মাখানো,
নীল সমুদ্রের নীল জলরাশির,
তাদেরই গড়া এক জলসায়,
আমাদের এই গাঁয়।
১৬ ই জুন, ২০১৩ ভোর ৬:৫০
রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
২| ১৬ ই জুন, ২০১৩ ভোর ৫:২৭
বোকামন বলেছেন:
বেশ ভালো লাগলো !! চমৎকার লিখেছেন...
টঙ ঘরের চায়ের দোকানে,
চামচের টুং টাং নিরানন্দ শব্দেরা
ভালো থাকবেন।
১৬ ই জুন, ২০১৩ ভোর ৬:৫৩
রোজেল০০৭ বলেছেন: কবিতা পাঠে অশেষ ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
৩| ১৬ ই জুন, ২০১৩ ভোর ৬:১৬
মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো ।ভালো থাকুন ।।
১৬ ই জুন, ২০১৩ ভোর ৬:৫২
রোজেল০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনিও ভালো থাকুন।
৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩২
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগলো
১৭ ই জুন, ২০১৩ রাত ১:০৯
রোজেল০০৭ বলেছেন: ভালো লাগলো জেনে পুলকিত হলাম।
ভালো থাকুন।
৫| ১৭ ই জুন, ২০১৩ রাত ২:০৯
ঘুড্ডির পাইলট বলেছেন: মোবাইলে একবার পড়ছিলাম , পরে আবারও ল্যাপ্পি দিয়া পড়লাম ।
১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:২৫
রোজেল০০৭ বলেছেন: আপনাকে দেখে ভালো লাগলো।
আর কবিতা পাঠে অশেষ ধন্যবাদ।
৬| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।
আপনি ভালো কবিতা লিখেন।
১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
রোজেল০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ দুর্জয় ভাই।
ভালো থাকুন ।
৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৫৬
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো। সুন্দর কবিতা।
১৯ শে জুন, ২০১৩ রাত ৯:৩২
রোজেল০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা পাঠের জন্য।
৮| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৬
অপর্ণা মম্ময় বলেছেন: কিছু স্মৃতি নিয়ে প্রত্যাবর্তন করার একটা ইচ্ছে যেন ছুঁয়ে আছে মনের ভেতর আর এরকম একটা কবিতা পাঠে আনন্দ পেলাম।
আজ কুহুকের ডাকের অপেক্ষায়
--- কুহকের ডাকের অপেক্ষায়
হাসান ভাই শিরোনাম ঠিক করতে বলেছিল। কিন্তু অলক্ষ্যে বোধ হয় এই বানান টা ঠিক করা হয়নি।
পিপীলিকা - হবার কথা।
শুভেচ্ছা রইলো রোজেল ।
২০ শে জুন, ২০১৩ রাত ৮:০০
রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ এত মনোযোগ দিয়ে কবিতা পাঠের জন্য।
আপনাকেও অগণিত শুভেচ্ছা।
৯| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:৩২
আরজু পনি বলেছেন:
দীর্ঘশ্বাস নিয়ে মিছিলে নামার ছলে,
আবার ফিরে আসে শালিকের দলে
জানি না এই লাইনদুটো কেন এতো টানলো।
২১ শে জুন, ২০১৩ সকাল ৮:১৫
রোজেল০০৭ বলেছেন:
কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
আপনাকে দেখে অনেক ভালো লাগলো।
১০| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:১৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুখপাঠ!
২২ শে জুন, ২০১৩ ভোর ৫:৪৪
রোজেল০০৭ বলেছেন: একরাশ কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন।
১১| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:১৮
রহস্যময়ী কন্যা বলেছেন: খুব সুন্দর লিখেন ভাইয়া
২৩ শে জুন, ২০১৩ ভোর ৫:৫৩
রোজেল০০৭ বলেছেন: অনেক ধইন্না রহস্যময়ী
১২| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৩
মামুন রশিদ বলেছেন: চমৎকার লিখেছেন । কবিতায় ভালোলাগা++
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:০৯
রোজেল০০৭ বলেছেন: কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা।
ভালো থাকুন।
১৩| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৪
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: দীর্ঘশ্বাস নিয়ে মিছিলে নামার ছলে,
আবার ফিরে আসে শালিকের দলে,
ফিরে আসে নীল জলের ভীড়ে,
এত টুকু ক্ষোভ আবার চাপা পড়ে রয়,
চমৎকার
ভাল থাকবেন
২৬ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৬
রোজেল০০৭ বলেছেন: ধইন্না লন
১৪| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:০০
~মাইনাচ~ বলেছেন: সুন্দর কবিতা
২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:০২
রোজেল০০৭ বলেছেন: মন্তব্যর জন্য অসংখ্য কৃতজ্ঞতা
১৫| ২৮ শে জুন, ২০১৩ সকাল ৮:৩১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কুহক কি কোন পাখির নাম? ভাল লাগল।
২৮ শে জুন, ২০১৩ সকাল ১০:২১
রোজেল০০৭ বলেছেন: হুম,ঠিক ধরেছেন।
ভালো থাকুন।
১৬| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:১২
নাজিম-উদ-দৌলা বলেছেন: কবিতা ভাবাল কিছুক্ষন।
শুভকামনা থাকল।
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৫
রোজেল০০৭ বলেছেন: প্রথমেই ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম।
আপনার লিখা পড়ার সৌভগ্য হয়েছে। আপনি খুবই ভালো এবং শক্তিশালী একজন গল্পকার।
আপনার জন্য শুভকামনা থাকল।
১৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৩৪
কালোপরী বলেছেন:
৩০ শে জুন, ২০১৩ ভোর ৫:৫৭
রোজেল০০৭ বলেছেন: ধইন্না
১৮| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৪৬
অরুদ্ধ সকাল বলেছেন:
কবিতার কুহক
৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৫৩
রোজেল০০৭ বলেছেন: প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাকে আমার ব্লগে স্বাগতম।
ভালো থাকুন সবসময়।
১৯| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৩৩
আল-মামুন-কৌশিক বলেছেন:
০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৫৪
রোজেল০০৭ বলেছেন: ধইন্না লন।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
২০| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৩৫
আল-মামুন-কৌশিক বলেছেন: আপনার ব্লগে প্রথম।
সাদা কুয়াশা জ্যোস্না রাত, দেয়ালে তোমার ছায়া,আমি আঁধারে একা হেটে যাই,বুঝি না কোনটা ভালোবাসা আর কোনটা মায়া ।
কথাগুলো চমৎকার।
০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৫৫
রোজেল০০৭ বলেছেন: এক বিলিয়ন ধইন্না
২১| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৪৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++
০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৫৬
রোজেল০০৭ বলেছেন: কবিতা পাঠে অনেক অনেক কৃতজ্ঞতা।
২২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১:০২
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার লেখা রে !
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪১
রোজেল০০৭ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।
ভালো থাকুন ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ রাত ১২:১২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। তবে শিরোনামটা কুহুক না কুহক হবে।