নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহাম্মদ নাহিদুল আলম নাহিদ

সাদা কুয়াশা জ্যোস্না রাত, দেয়ালে তোমার ছায়া,আমি আঁধারে একা হেটে যাই,বুঝি না কোনটা ভালোবাসা আর কোনটা মায়া ।

রোজেল০০৭

শেষ ভালো যার সব ভালো তার।শেষ দেখার অপেক্ষায়........

রোজেল০০৭ › বিস্তারিত পোস্টঃ

শব্দ

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৪

শতাব্দীর বহু পুরানো আক্রোশ এখনো ডাকে

আলোর বিচ্ছুরিত উল্লাস,

মৃত্তিকায় একেছিলো লাল কিছু নৃত্যময় দাগ,

ক্রমান্বয়ে সে দাগের প্রবাহ গড়িয়েছে প্রতিটি নদীর বাঁকে।

ক্লান্ত স্রোতধারা,বড় ক্লান্ত নদীর জল,

বুলেট আর বেয়োনেটের ক্ষত,

কিংবা পোড়া গন্ধের সে বাতাস,

আর কত সইবে তোরা বল?

সান্ধ্য পাখির সেই ভীত চোখ,

আজও উঁকি দেয় চৌরাস্তার মোড়ে,

একা হেটে যাওয়া যুবকের পথ রোধ করে ট্যাংকের সেই গর্জন,

ঘরের কোনে বসে থাকা গৃহবধূর কানে আজও বাজে,

মৃত্যু ছন্দময় জোড়া জোড়া বুটের নিকষ শব্দ।

ডোবার পুকুরে ভাসমান এলোচুলের নারী,

দিগন্ত জোড়া ধান ক্ষেত আর তার মাঝ বরাবর,

ছুটে যাওয়া কিশোর-কিশোরীর নির্মল হাসি,

মুহূর্তেই লাশের মিছিলে,

গুমরো বাতাস হয়ে উঠে ভারী।

এই সব শব্দরা আজও খেলা করে,

বেজে উঠতে চায় আরো একবার,

বুনো শেয়ালের ভীড়ে আজও হাহাকার,

ভয় শুধু,

মেশিনগন হাতে ছায়াময়,

নগ্ন পায়ের নিঃশব্দ অকুতোভয় হুংকার,

আর,

ঘুমিয়ে থাকা চির জাগ্রত সেই সব আত্নার।

মন্তব্য ৫৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুধু শব্দ ! চমৎকার !

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৩

রোজেল০০৭ বলেছেন: কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা।
ভালো থাকুন অভি ভাই।

২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুন কবিতা।

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩২

রোজেল০০৭ বলেছেন: একরাশ ধন্যবাদ।

ভালো থাকুন এই কামনা করি সবসময়।

৩| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে রোজেল।
শুভসকাল ||

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৫

রোজেল০০৭ বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা।

শুভ সকাল।

৪| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপাঠ্য। ভাল লাগা জানবেন।

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৭

রোজেল০০৭ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন সেলিম ভাই।

ভালো থাকুন সবসময়।

৫| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ++++++++ :)

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৯

রোজেল০০৭ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।

৬| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৭

নাজিম-উদ-দৌলা বলেছেন:
শব্দগুলো যাদের ছিল তারা বেলা শেষে ঘুমিয়ে পড়েছেন বা ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু শব্দ গুলো কেউ ভুলে যায়নি। আবার প্রয়োজনে জেগে উঠবে শব্দরা হয়ত অন্য কোনও রুপে অন্য কোনও অবয়বের হাত ধরে।

চমৎকার লিখেছেন।

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১

রোজেল০০৭ বলেছেন: আবার প্রয়োজনে জেগে উঠবে শব্দরা হয়ত অন্য কোনও রুপে অন্য কোনও অবয়বের হাত ধরে।

অনেক ধন্যবাদ নাজিম ভাই।

৭| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৭

সায়েম মুন বলেছেন: শব্দ কবিতা বিষণ্ণ ভাল হয়েছে। কয়েকটা টাইপো চোখে পড়লো। আশা রাখি ঠিক করে নিবেন।

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২

রোজেল০০৭ বলেছেন: একরাশ কৃতজ্ঞতা রইল।

৮| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৯

বোকামন বলেছেন:
এই সব শব্দরা আজও খেলা করে,
বেজে উঠতে চায় আরো একবার,


বুকের ভিতরটা নাড়িয়ে দিলো !! শব্দের দ্রোহী শক্তি দেখালেন কবি ......।

কবিতাখানা সংগ্রহে রাখলাম।। ভালো থাকুন, জেগে থাকুন।।

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯

রোজেল০০৭ বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন।

৯| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! শব্দের কবিতায় অনেক ভালো লাগা!

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২

রোজেল০০৭ বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।

ভালো থাকুন সবসময়।

১০| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:১১

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর লিখেছেন।

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩

রোজেল০০৭ বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

১১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৯

ফারিয়া বলেছেন: খুবি ভালো লাগলো লেখাটা। কষ্টও দিলো মনে!

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৫

রোজেল০০৭ বলেছেন: আপনি আমার লিখার সবচেয়ে নিয়মিত একজন পাঠক।

আপনার জন্য একরাশ শুভকামনা রইল।

১২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


একা হেটে যাওয়া যুবকের পথ রোধ করে ট্যাংকের সেই গর্জন,
ঘরের কোনে বসে থাকা গৃহবধূর কানে আজও বাজে,
মৃত্যু ছন্দময় জোড়া জোড়া বুটের নিকষ শব্দ।


অসাধারন ++++++++++

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৭

রোজেল০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই।

আপনাকে দেখে ভাল লাগলো।

ভালো থাকুন এই কামনা করি।

১৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৫

সুপান্থ সুরাহী বলেছেন:

অসাম...

শব্দগতি
আর ভাবগতির দারুণ সমন্বয়...

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯

রোজেল০০৭ বলেছেন: প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি।

আপনার ব্লগ আমি আগেও পড়েছি। খুব শক্ত মাপের লেখক আপনি।

শুভেচ্ছা জানবেন।

১৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতা পড়ে ভাল লাগলো

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১

রোজেল০০৭ বলেছেন: কবিতা পাঠে অশেষ ধন্যবাদ মাসুম ভাই।

১৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:১১

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো।
+++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২

রোজেল০০৭ বলেছেন: আপনিও দেখছি,আমার একজন নিয়মিত পাঠক।

আন্তরিক ধন্যবাদ জানবেন।

১৬| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে কবিতা।

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪

রোজেল০০৭ বলেছেন: একরাশ ধন্যবাদ রইল আপনার প্রতি।

১৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৩

লেখোয়াড় বলেছেন:
কবিতার প্রথম লাইনটিই দারুন লাগল।
কবিতার নাম শব্দ হলো কেন? বুটের শব্দের কথা বলেছেন তাই কি?
লাল কিছু নৃত্যময় দাগ, এটাকি উন্মাদ নৃত্য না কোমল কিছু বলতে চেয়েছেন?

তারপরই কিন্তু যুদ্ধের আবহ এনেছেন কবিতায়, সেজন্য নৃত্যময় শব্দটি ব্যবহারের কারণ জানালে উপকৃত হবো।

শেষ করেছেন চির জাগ্রত সেই সব আত্মাদের কথা বলে, তারা কারা, আমাদের বীর শহীদেরা?

সার্বিক কবিতাটায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একটি গভীর আচ্ছন্নভাব তৈরী করার জন্য।

ধন্যবাদ রোজেল, ভাল থাকুন।।

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫

রোজেল০০৭ বলেছেন: হুম প্রতিটি চরণ আপনি ঠিক ধরেছেন।

অতি যত্ন করে, কবিতা পাঠে আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আর আপনিও ভালো থাকুন।

১৮| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:০৮

রোমেন রুমি বলেছেন: ভাল লাগল ।

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮

রোজেল০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন সবসময় এই কামনা করি।

১৯| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪০

অদৃশ্য বলেছেন:





সেইসব দৃশ্য যা কিনা আমরা ভুলে যেতে পারিনা... আপনার কবিতা পড়ে সেইসব দৃশ্যই ঘুরছে চোখের সামনে...

আমার মনে হয় কবিতাটির নাম ''শব্দ'' খুবই দারুনভাবে ছাপ রেখেছে পুরো কবিতায়... তাই নামকরন স্বার্থক...

সামনে আপনার আরো লিখা পড়বার সুযোগ হবে আশাকরি
শুভকামনা...

২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬

রোজেল০০৭ বলেছেন: প্রথমে আমার ব্লগে স্বাগত জানাচ্ছি।

আর সুন্দর মন্তব্যের জন্য রইল একরাশ আন্তরিক কৃতজ্ঞতা ।

আপানার জন্যও রইল শুভেচ্ছা..........।

২০| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৫

প্রত্যাবর্তন@ বলেছেন: ++++

২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৭

রোজেল০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ।

২১| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কি দারুন।
শব্দের অভূতপূর্ব খেল পুরো কবিতায়।
কবিদের শব্দজ্ঞান কে বরাবরই ঈর্ষা আমার :)

শুভকামনা।

২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:১১

রোজেল০০৭ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন দূর্জয় ভাই।

ভালো থাকুন সবসময়।

২২| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২০

শিপু ভাই বলেছেন:
চমৎকার!!!
খুব ভালো লাগলো পাঠ করে!!! +++++++++++++

২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

রোজেল০০৭ বলেছেন: অনেক দিন পর, কেমন আছেন শিপু ভাই?

কবিতা পাঠে অনেক ধন্যবাদ।

২৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

অ্যানোনিমাস বলেছেন: ভালোলাগা দিলাম। কেমন আছিস? হারিয়েই কি থাকবি সব সময়?

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৫

রোজেল০০৭ বলেছেন: অনেক কৃতজ্ঞতা রইল।

হারিয়ে থাকব কিনা জানি না তবে এতটুকু বলব হারানো খুব কঠিন কোনো কাজ নয় তবে খুঁজে পাওয়া খুব কঠিন।

সে খুঁজে পাওয়া নিজেকে হো্ক বা অন্য কাউকে হোক কিংবা অন্য কোনো প্রিয় জিনিস হোক।

ভালো থাকিস অনেক অনেক।

২৪| ২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

আরজু পনি বলেছেন:

ঘুমিয়ে থাকা চির জাগ্রত সেই সব আত্নার। ...বেশ লাগলো রোজেল ।।

২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

রোজেল০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

ভালো থাকুন আপু।

২৫| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৯

ইখতামিন বলেছেন:
খুব ভালো :)

২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১০

রোজেল০০৭ বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন !!

অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো :)

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২৭

রোজেল০০৭ বলেছেন: বিনম্র কৃতজ্ঞতা জানবেন।

ভালো থাকা হোক সবসময়।

২৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৮

নেক্সাস বলেছেন: রোজেল মেলাদিন পর। এখন দেখিনা কেন ভাই?

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৩

রোজেল০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ নেক্সাস ভাই।

জীবনের ভার সইতে বেশ ভারী সময় কাটাতে হচ্ছে।

তা আছেন কেমন?

২৮| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৩

আরজু পনি বলেছেন:

রোজেল ...অনেকদিন নতুন পোস্টে নেই যে ?

ঈদের শুভেচ্ছা রইল ।।

২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

রোজেল০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

আপনাকেও ঈদের অনেক অনেক শুভ কামনা জানাচ্ছি।

ভালো থাকুন সবসময়।

২৯| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৯

সপন সআথই বলেছেন: ভালো থাকুন

৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৩

রোজেল০০৭ বলেছেন: আপনিও শুভ কামনা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.