![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ ভালো যার সব ভালো তার।শেষ দেখার অপেক্ষায়........
চিবুকে ছিলো বহু জনমের দ্রোহের আগুন
পুড়িয়ে মাটি করল বিগত হওয়া সেই সব বিকেলে,
গোধূলী বেলার সেই সব ফাগুন।
জ্যোৎস্নায় ভেসে গেছে অনেক আঁধার ছায়ায়,
আর স্বপ্নেরা খুজে ফিরত আপন ঠিকানা
প্রতীক্ষা ছিলো বহুদিনের মশাল জ্বালার।
রক্তর কালিতে নাকি দেনা ছিলো
সেই দেনায় নাকি এই জন্ম
এই বেদনায় সেই সব আত্নারা করেছিলো নিঃশব্দ মিছিল।
তবু নাকি আমরা গাইছি মিথ্যের গান,
আমারা নাকি র্য়ে যাব এমন বহুকাল ।
বিনিদ্র রাতের পরিশ্রান্ত কিছু চোখ
আর নব প্রজন্মের প্রতিজ্ঞায় ভেঙ্গে যায়,
সেই সব অহমিকার বাঁধ
তবু শুকায় না ক্ষত ,
আছে আরও দেনা বাকি
অপক্ষায় থাক,
গুনে গুনে শুধিব,
উঠিবি তোরা চমকি।
আজ মিছিল হবে, উৎসব হবে
এই তোদের নিয়ে,
জাগ্রত আর ঘুমন্ত সব আত্নারা মিশে যাবে
আজ এই লাল-সবুজে মিছিলে।
(উৎসর্গ বাংলাদেশ ক্রিকেট দলের সকল টাইগারদের)
২৩ শে জুন, ২০১৫ বিকাল ৪:২৭
রোজেল০০৭ বলেছেন: ধইন্যা !!
২| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ১:৪৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:১১
রোজেল০০৭ বলেছেন: একরাশ কৃতজ্ঞতা হাসান ভাই।
ভালো থাকুন নিরন্তর ।
৩| ২৫ শে জুন, ২০১৫ রাত ৮:২৮
কাবিল বলেছেন:
২৫ শে জুন, ২০১৫ রাত ৮:৪২
রোজেল০০৭ বলেছেন: ধইন্যা লন !!
৪| ২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১১
চাঁদগাজী বলেছেন:
সুন্দর
২৮ শে জুন, ২০১৫ ভোর ৬:৪৭
রোজেল০০৭ বলেছেন: একরাশ কৃতজ্ঞতা রইল।
৫| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:০৬
উদাসী স্বপ্ন বলেছেন: এক রাশ ভালো লাগা!
২৯ শে জুন, ২০১৫ সকাল ৭:০৭
রোজেল০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ !
৬| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: মিছিল হবে মিছিল!
০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৭
রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর সাহেব ।
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার চমৎকার
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮
রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই !!
অনেক পুরানো একটা কবিতা, আপনার মন্তব্যে পুনরুজ্জীবিত হলো
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
রোজেল০০৭ বলেছেন: ধন্যবাদ বিজন দা।
অপেক্ষায় থাকুন..........
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৫ বিকাল ৪:১০
বাংলার দামাল সন্তান বলেছেন: পিলাচ, পিলাচ