![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যত আশা রয়েছে থাকনা কোন কাগজে নয়তো কোথাও লুকোনো ৷ fb.com/RomjanAhmad28
বন্ধুত্ব, তুমি একলা
পথের সঙ্গী ৷
বন্ধুত্ব, তুমি আনন্দে
কাটানো সময়ের ভঙ্গী ৷
বন্ধুত্ব, তুমি সাহস
জোগাও প্রাণে ৷
বন্ধুত্ব, তুমি মিশে
আছো আমার কল্পনাতে ৷
বন্ধুত্ব, তুমি করিয়াছ
একাকী পথ দূর ৷
বন্ধুত্ব, আমি চিনিয়াছি
সেই পরিচিত সুর ৷
বন্ধুত্ব, তুমি বুকের মাঝে
লুকিয়ে রাখা আবেগ ৷
বন্ধুত্ব, তুমি হাসির মাঝে
লুকানো সেই আবেগ ৷
বন্ধুত্ব, তুমি লুকিয়ে রাখা
চোখের কোনের পানি ৷
বন্ধুত্ব, তুমি-ই সাহস
সর্বদা পাশে পাবি ৷
০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০১
রমজান আহমেদ সিয়াম বলেছেন: ধন্যবাদ আপনাকে :-)
২| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৬
চাঁদগাজী বলেছেন:
বিষয়টি খুবই বড়, কিন্তু প্রকাশ জোরালো হয়নি তেমন।
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২১
রমজান আহমেদ সিয়াম বলেছেন: হুম বুঝতে পেরেছি ৷
বন্ধুত্ব অনেক চেষ্টা করলেও পুরোপুরি প্রকাশ করতে পারা যায় না ৷ কিছুটা আবেগই প্রকাশ করা যায় ৷
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই ৷
আসতে আসতে শিখছি সব ৷ ধন্যবাদ ভাই :-)
৩| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৯
Ahmad R. Siaam বলেছেন: ভালো
০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪১
রমজান আহমেদ সিয়াম বলেছেন: তাই নাকি !
মন্তব্যের জন্য ধন্যবাদ ৷
৪| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
লিখতে লিখতে সাহিত্যিক
১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৭
রমজান আহমেদ সিয়াম বলেছেন: না ভাই ৷ এই লেখা লেখিটা শখের ৷
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার লেখনি।