![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যত আশা রয়েছে থাকনা কোন কাগজে নয়তো কোথাও লুকোনো ৷ fb.com/RomjanAhmad28
ব্লগে মডু'রা কোথায় আছে কেউ কি বলতে পারবেন? তারা কি এগুলো দেখেনা? নাকি মডু'রা ব্লগ রেখে অনলাইনে আয়নাবাজি মুভি দেখতাছে!
প্রশ্নঃ মডু'রা লিংক পাবে কোথায়?
উত্তরঃ নিচের পিকচার গুলো দেখেন ওই খানেই কতিপয় ব্লগার লিংকসহ পোষ্ট দিয়ে দিছে ৷
আয়নাবাজি একটি পাইরেসি মুভি ৷
তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ওয়েব সাইটে আয়নাবাজি মুভি ফ্রিতে দেখতে দিচ্ছে যা পাইরেসি ৷
উপরের স্ক্রিনশট গুলো দেখেন ৷ ১ম স্ক্রিনশট টাঃ আয়নানাজি এখন অনলাইনে ৷
লিখেছেন: মাথা নষ্ট একজন . ২৮শে অক্টোবর ২০১৬ বিকাল ৩টা ৫৩ মিনিটে উনি পোষ্ট করেন ৷
মাথা নষ্ট একজন এর ব্লগ লিংকটি হচ্ছেঃ somewhereinblog.net/blog/samiabd007 .
স্ক্রিনশট ২ ও ৩: Aynabaji Full Movie Download Link .
লিখেছেন: সাধারণ জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক) . ২৮ শে অক্টোবর,২০১৬ দুপুর ১টা ৫১ মিনিটে পোষ্ট করা হয় ৷
সাধারণ জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক) এর ব্লগ লিংকটি হচ্ছেঃ somewhereinblog.net/blog/Gknowledge . উনার আরো পোষ্ট রয়েছে মুভি ডাউনলোড লিংক দিয়েছেন সেখানে ৷
ব্লগে পাইরেসিযুক্ত মুভি লিংক ছড়িয়ে দেয়া হচ্ছে কিন্তু সামুর মডু'দের কোন খবর নেই!
খুবই আশ্চার্য লাগে বিষয় গুলো ৷ অনেক্ষন হয়ে গেলো তারপরেও মডু'দের খবর নেই! মডু'রা কি ওই ব্লগারদের দেয়া লিংক থেকে পাইরেসি যুক্ত মুভি আয়নাবাজি দেখতেছে নাকি?
বিষয়টা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি [মডু'দের কেই বলছি] ৷
আমার সহব্লগারদের বলছি
যারাপাইরেসি যুক্ত মুভির লিংক শেয়ার করে আপনি বিপাকে পরতে পারেন যারা লিংক ওপেন করে
পাইরেসি কোন কিছু দেখবে তারা বিপাকে পরতে পারে এবং ব্লগ কর্তৃপক্ষ বিপাকে পরতে পারে ৷
সুতরাং পাইরেসি যুক্ত কোন কিছু শেয়ার না করা শ্রেয় ৷
২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৩০
রমজান আহমেদ সিয়াম বলেছেন: সামুতেই সব পাওয়া যাবে খালি দরকার অপেক্ষার
২| ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০৬
সাহসী সন্তান বলেছেন: আজ ছুটির দিন জানেন না? আর 'আয়নাবাজির' বর্তমানে কি কোন পাইরেসি আছে নাকি? থাকলেও তারা কয়টা বন্ধ করবে? আমার মনে হয় আয়নাবাজি টিমের লোভ আর নির্বুদ্ধিতার জন্যই প্রথমে তাদেরকেই শাস্তি পাওয়া উচিত!
অজানায় ভুল করলে সেটা ক্ষমা করা যায়, কিন্তু যারা জেনে বুঝে ভুল করে তাদের উপযুক্ত পানিশমেন্টই হলো এটা! যত্তসব পাঁজির পা'ঝাড়া.....
২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৮
রমজান আহমেদ সিয়াম বলেছেন: ছুটির দিন তার জন্যইতো মডুরা ঘুরতে গেছে
আপনাররমার সাথে আমি একমত তাদের লোভ আর নির্বুদ্ধিতার কারণে তাদের শাস্তি হওয়া দরকার কিন্তু যারা পাইরেসি জিনিষগুলো ছড়িয়ে দিচ্ছে তারা তো জেনে শুনে তা ছড়িয়ে দিচ্ছে ৷
৩| ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫১
কালীদাস বলেছেন: পেপারে দেখেছিলাম মুভিটা লোকসান গুণছে অনলাইনে ডাউনলোড লিংকের ছড়াছড়ি হওয়ার জন্য। যতদূর জানতাম ব্লগে ডাউনলোড লিংক দেয়া নিষিদ্ধ বছর খানেক হয়।
২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:০১
রমজান আহমেদ সিয়াম বলেছেন: নিষিদ্ধ কিন্তু এখনতো দেখি লিংক দিতে কোন বাধা নেই ৷ স্ক্রিনশট ২ এর এই ব্লগ পোষ্টটি এখন আলোচিত ব্লগে জায়গা করে নিয়েছে ৷
ফ্রিতে পেলে কি ছাড়তে মনচায়! আয়নাবাজি তো লোকসান গুনবেই তাদের লোভ আর নির্বুদ্ধিতার জন্য ৷
মন্তব্যের জন্য ধন্যবাদ ৷
৪| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:০৫
রক্তিম দিগন্ত বলেছেন:
ব্লগে ডাউনলোড লিঙ্ক দেওয়া তো নিষিদ্ধ। হোক সেইটা যে দেশীয় মুভিরই।
আর, ইদানিং তো ব্লগেই আসা দায় - সেখানে মডুরা এসে ব্যবস্থা নিবে - সেইটা ভাবা আর অমাবস্যার রাতে উজ্জল চাঁদ দেখার আশা করা একই ব্যাপার।
২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৭
রমজান আহমেদ সিয়াম বলেছেন: :-D আপনার সাথে সহমত পোষণ করছি ৷
মডুরা এই বিষয়গুলো এড়িয়ে চলে (মনে হয়) ৷
৫| ২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৪
বাকশিয়াল বলেছেন: মডুদেড় পেছনে কেন ?
২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৯
রমজান আহমেদ সিয়াম বলেছেন: এটা মডুদের কাজ পাইরেসি কোন কিছু দেখেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ৷ আমার মতে তাদের দায়িত্বের অবহেলা
৬| ২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৭
আলগা কপাল বলেছেন: জঘন্যমানের মুভি। আমি আগেই দেখে নিয়েছিলাম। আর এই মরা ছবির এত রেটিং পাওয়া কিভাবে সম্ভব কে জানে। নির্বাচিত পাতায় দুইদিন ধরে কোন আপডেট চোখে পড়ছে না। মডুরা আসলেই ঘুমাচ্ছে। ব্লগটা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২২
রমজান আহমেদ সিয়াম বলেছেন: মুভিটা পাইরেসি, এভাবে ডাউনলোড লিংক ছড়ানো আর মডুরা কোন ব্যবস্থা নিচ্ছে না ভাবতেও অবাক লাগে ৷
মুভিটা জঘন্যতম নাকি কি তা সম্পর্কে কিছু বলতে চাইনা ৷
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: এখন যে কোন গান দেখতে গেলেই সিরিয়ালে চলে আসছে আয়নাবাজি, আজ কিছুটা দেখেছি, বাকীটা কাল পরশু দেখবো