![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউ জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে, পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়, যাব এক অচিন গাঁয়ে, বিলিয়ে দেব ভালবাসা অকাতরে , যাবে আমার সাথে? তিমির এখন কাটেনি , তবুও ধরেছি বৈঠা, আজ খেলবো নদীর ঢেউয়ের সাথে, থাকবে আমার পাশে? ঝড় এলে করনা ভয় , আমার কাছে বেঁচে থাকার মন্ত্র আছে। এই দেখ, কত সব কচুরিপানা এসেছে, আমাদের সঙ্গ দেবে বলে। তুমি ভয় করনা , আমার কাছে মন্ত্র আছে...
বেকারত্ব বলতে কি বুঝায়?
আমরা কম , বেশি সবাই বুঝি । কিন্তু আমাদের দেশে বেকারত্ব হার এমন ভাবে বাড়ছে কিছুদিন পর তা জ্যামিতিক হারে জনসংখ্যা বৃদ্ধির হারকেও হার মানাবে। মূলত জনসংখ্যার বৃদ্ধির পিছনে অনেক কারন রয়েছে । কেন আজ আমাদের দেশ স্বাধীন হয়ে আমাদের দেশের ছেলে মেয়েরা বেকার হয়ে ঘুরছে ?। আমরা যদি একটু গভীরে যাই তাহলে এর কারন সম্পর্কে কিছুটা ধারনা পাবো। আমাদের দেশে তিন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে ...
1) General Education or Non- technical Education.
2) vocational Education or technical Education.
3) Arabic or Madrasha level Education.
আমাদের দেশে ৭০ ভাগ শিক্ষার্থী সাধারণ শিক্ষা ব্যবস্থার অধীনে,কিন্তু সে অনুযায়ী চাকরির তেমন ক্ষেত্র নেই । যা আছে সেগুলো নানা কোটায় বণ্টন হয়ে যায় বিদায় ,সাধারন শিক্ষার্থীরা চাকরির পায় না তাই তাঁদের বেকারত্ব বোঝা বহন করতে হয়। সরকারের , অনেক নীতি নিধারক রয়েছেন তাঁরা এসব নিয়ে ভাবেন কি না, আমার জানা নেই। কোটার উপর নির্ভর করে যারা সরকারী চাকরির গুলি পান, তাঁরা প্রশাসনিক কাজ করতে কতটুকু যোগ্যতা সম্পূর্ণ তা নিয়ে অনেক সন্দেহ আছে। কোটা নির্ভর মানুষ গুলাকে অন্য সব সুবিধা দেওয়া হোক কিন্তু চাকরি ক্ষেত্রে না । কারন কোন দেশের প্রশাসনিক কাঠামো যদি দুর্বল হয় তাহলে সেই দেশের কোন উন্নতি সম্ভব নয়।
আমাদের দেশের শিক্ষা ক্ষেত্রে মেয়েদের পিছনে অনেক টাকা বিনিয়োগ করা হয় ,কিন্তু এর কতটুকু আমাদের দেশে মেয়েদের কাছে থেকে দেশ ফেরত পাচ্ছে ?
আমি মেয়েদের শিক্ষার বিরুদ্ধে কথা বলছি না। আমি বলছি যে আমাদের গ্রামে গঞ্জে কত ছেলে টাকার অভাবে পড়াশুনা করতে পারছে না। আমরা নারী বান্ধব বা সম অধিকার চাই না , আমরা চাই শিক্ষা ব্যবস্থা সবার জন্য সমান থাকুক। কি ছেলে , কি মেয়ে শিক্ষার ক্ষেত্রে সবাই সমান। আমাদের মধ্যে অনেক শিক্ষিত মানুষ আছেন , আমাদের দেশের শিক্ষার হার ৫৭% , কিন্তু আজও আমাদের দেশের ২৮% ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে , তার মানে ২৮% ভাগ মানুষ প্রতিদিন ১০২৬ ক্যালরি গ্রহণ করতে পারেন না মানে সোজা কথা এক বেলা ভাত খেতে পারেন না। তাহলে এই ৫৭ % ভাগ শিক্ষিত মানুষ দিয়ে কি হবে ? যে দেশে ২৮% ভাগ মানুষ খেতে পারে না। যদি খাবার যোগান ঠিক থাকে তাহলে শিক্ষার হার এমনি বেড়ে যাবে।
বর্তমান সরকার , দেশে অনেক উন্নয়ন মূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে যে সব উন্নয়ন গ্রহণ করছে সেই সব আগে থেকে করলে বা পরিকল্পনা মাফিক করলে আমা্দের দেশের প্রবৃদ্ধির হার অনেক বেশি হত। যেহেতু , আমাদের বিশাল জনসংখ্যা দেশ , আমাদের দেশে , সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে হবে শুধু তা নয় , কারিগরি শিক্ষার পর তাঁদের কাজের জন্য পর্যায় সৃষ্টি করতে হবে । আমাদের দেশের সরকার ক্ষমতা পরিবর্তন হবার সাথে সাথে উন্নয়ন পরিকল্পনা পরিবর্তন হয় যার ফলে আমাদের দেশের দীর্ঘ স্থায়ী উন্নয়ন হয় না।
আসা করি , আমার বক্তব্য শুধু মাত্র দেশের উন্নয়ন কামী এক জন সাধারণ মানুষের বক্তব্য হিসাবে গ্রহন করবেন।
©somewhere in net ltd.