![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউ জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে, পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়, যাব এক অচিন গাঁয়ে, বিলিয়ে দেব ভালবাসা অকাতরে , যাবে আমার সাথে? তিমির এখন কাটেনি , তবুও ধরেছি বৈঠা, আজ খেলবো নদীর ঢেউয়ের সাথে, থাকবে আমার পাশে? ঝড় এলে করনা ভয় , আমার কাছে বেঁচে থাকার মন্ত্র আছে। এই দেখ, কত সব কচুরিপানা এসেছে, আমাদের সঙ্গ দেবে বলে। তুমি ভয় করনা , আমার কাছে মন্ত্র আছে...
আজ অনেকের মুখে এক কথা এখনকার ভালবাসা নাকি দেওয়া আর নেওয়াতে সীমাবদ্ধ । আমি মানতে নারাজ , কারণ আমি মনে করি , ভালবাসার সৃষ্টি মন থেকে আর তাই এটা মানসিক ব্যাপার হয়ত জৈবিক চাহিদা ভালবাসার একটা অংশ মাত্র , ভালবাসা যদি শারীরিক বিষয়ের উপর নির্ভর করে তাহলে বৃদ্ধ বয়সে , যখন শারীরিক শক্তি বা আকর্ষণ থাকবেনা ,একে অন্যকে দেবার জন্য কিছু থাকবে না তখন কি বৃদ্ধ দম্পতিরা এক খাটে ঘুমাবেন না ? বা একজন আরেকজনকে মানসিক ভাবে সমর্থন দেবেন না ?
ভালবাসা কি শরীর বা মনকে কেন্দ্র করে হবে তা নির্ভর করবে প্রতিটি মানুষের নিজ নিজ চিন্তা চেতনার উপর, তবে এটা বলা যায় শরীরকে কেন্দ্র যে ভাল লাগা বা ভালবাসা তা কিছুদিন পর থাকে না , কারণ মানুষের মন হচ্ছে পরিবর্তনশীল আজ যা আমার কাছে একজনকে ভাল লাগছে ; তা কাল হয়থবা আমার কাছে আর একজনকে ভাল লাগতে পারে। নিজের এই ভাললাগার উপর নিজের শাসন থাকতে হয় সে কি নারী হোক বা কি পুরুষ হোক । মন দিয়ে শরীরে শাসন হয়, শরীর দিয়ে মন শাসন হয় না।
ভালবাসা একটা পবিত্র শব্দ, যার সাথে জড়িত আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক নামক শিকড় ।
পৃথিবীর সৃষ্টি ভালবাসা দিয়ে আর ধ্বংস হবে ভালবাসা বিহীন এক বিভীষিকার মাধ্যমে।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: কথায় যুক্তি আছে । তবে কৈশোর, যৌবনের সাথে বৃদ্ধকালের তুলনা না করাই ভালো । কৈশোর, যৌবনে শারিরীক চাহিদাটাই বেশি থাকে ।