নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউজীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে,পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়।

ইয়াসিন খান

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউ জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে, পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়, যাব এক অচিন গাঁয়ে, বিলিয়ে দেব ভালবাসা অকাতরে , যাবে আমার সাথে? তিমির এখন কাটেনি , তবুও ধরেছি বৈঠা, আজ খেলবো নদীর ঢেউয়ের সাথে, থাকবে আমার পাশে? ঝড় এলে করনা ভয় , আমার কাছে বেঁচে থাকার মন্ত্র আছে। এই দেখ, কত সব কচুরিপানা এসেছে, আমাদের সঙ্গ দেবে বলে। তুমি ভয় করনা , আমার কাছে মন্ত্র আছে...

ইয়াসিন খান › বিস্তারিত পোস্টঃ

ব্যাংকের চাকরির আবেদন করতে আর পে-অড্যার লাগবে না

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

এখন থেকে আর চাকরির আবেদনের সঙ্গে টাকা নিতে পারবে না ব্যাংকগুলো। মঙ্গলবার এ বিষয়ে নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী বরাবর একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।


২০১০ সালে এক সার্কুলারে চাকরির আবেদনে ফি না নিতে অনুরোধ জানানো হলেও অনেক ব্যাংক তাতে সাড়া দেয়নি। ফলে নতুন করে এ বিষয়ে নির্দেশনা জারি করল কেন্দ্রীয় ব্যাংক। সাধরাণত চাকরির আবেদনের সঙ্গে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে ৩শ' থেকে ৫শ' টাকা ফি নেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকের চাকুরির জন্য আবেদনরে সময় পে-অর্ডার বা ড্রাফট আকারে ফি দেওয়া একজন বেকার যুবকের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। এ কারণে ২০১০ সালে এক সার্কুলার লেটারের মাধ্যমে ফি না নেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ করা হয়। এরপর কিছু ব্যাংকে চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের থেকে পে-অর্ডার বা ড্রাফট্ আকারে ফি নেওয়া হচ্ছে। এখন থেকে আর কোনো ধরনের ফি না নেওয়ার নির্দেশনা দেওয়া হলো।

এর আগে মঙ্গলবার সকালে মিরপুরে বিআইবিএম মিলনায়তনে এক অনুষ্ঠানে গভর্নর ড. আতিউর রহমান চাকরির আবেদনে কোনো ফি নেওয়া যাবে না মর্মে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।


courtesy by সমকাল

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

ডিজ৪০৩ বলেছেন: ভাল উদ্যোগ ।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

তদন্তকারী বলেছেন: বেকার থেকে কেন যে টাকা নেয়।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০

ইকরাম বাপ্পী বলেছেন: কিন্তু এখন কি বিষয়টা আরো খারাপ হয়ে গেল নাহ? আগে তাও টাকা নিলে শান্ত্বনা ছিল যে অন্তত একটা পরীক্ষার জন্য ডাকা হবে... আর এখন ব্যাংকগুলা লিখে দেবে শর্ট লিস্টেডদের কেবল ডাকা হবে। তার মানে যাদের সিজিপিএ খুব ভালো কেবল তারাই ডাক পাবে আর যাদের মামা চাচার, তদবির থাকবে তারা ডাক পাবে... ... আর বাকিরা বসে বসে আঙ্গুল... ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.