নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভারসাম্য মাত্রই কৃতিত্ব নয় ।

আল - বিরুনী প্রমিথ

আল - বিরুনী প্রমিথ › বিস্তারিত পোস্টঃ

' ফাঁসী চাই ' নয় প্রশ্ন উঠা দরকার ' ফাঁসী কেন দেওয়া হয়নি ? '

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪

ঘৃণা-বিবমিষা কিছুই বোধ করছিনা । এক বরাহশাবকের কাছে আমি আরেক বরাহশাবকের বিচার প্রত্যাশা করিনি কখনো । কারন আমি রাজনীতি বলতে বুঝি শাসক - শাসিতের চিরন্তন দ্বন্দ্ব যা বৈরী । বরাবরই মনে হয়েছে সেটা পেলে বোনাস , না পেলেও অবাক হবার কিছু নেই । তবে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে এসব ঘটনায় কোটি-কোটি সহজ , সরল , রাজনীতির মারপ্যাচ বোঝেনা এমন মানুষ বিমূড় হয়ে যায় , আগের থেকেও অনেক বেশী অসহায় বোধ করে । প্রবল ক্লীবত্বে তারা বাস্তবতা থেকে নিজেদের মুখ ফিরিয়ে নিয়ে মনোবৈকল্যে নিয়ে বসবাস করে । নিজের পরিবার থেকে শুরু করে চারপাশের সমাজ সবকিছু থেকে ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হতে শুরু করে । যাদের সংবেদনশীলতা অত্যন্ত বেশী তারা দিনের শেষে আত্মাহুতি দেয় কোন না কোন ভাবে । সর্বোপরি ঘর ভাঙ্গে , পরিবার দুমড়ে-মুচড়ে যায় , সমাজের খোলনলচে বদলে দেওয়ার অবশ্য কর্তব্য থেকে সে বিমুখ হয়ে পড়ে । জীবিত থাকতে থাকতে মানুষ তার সমাধী সৃষ্টি করে যায় । নিজের মধ্যে প্রবল ভাঙ্গনের অস্তিত্ব খুঁজে পায় , এ এক দুঃসহ ক্রান্তিকাল । আমি নিজের মধ্যে প্রবল ভাঙ্গন দেখতে পাচ্ছি , আপনারা ?



নিজেদের তীব্র আবেগ-অনুভূতির কাছে এই মুহূর্তে আমরা প্রত্যেকেই কম-বেশী পরাজিত তাতে সন্দেহ সামান্যই । কিন্তু রুঢ় বাস্তব হচ্ছে আজকের এই পরাজয়ের মুখোমুখির হবার ক্ষেত্র আমরা নিজেরাই প্রস্তুত করে এসেছি ধারাবাহিকভাবে । কোন না কোন ভাবে আমরাই বিষধর সাপদের পুষেছি , তাদের বড় হয়ে উঠতে দিয়েছি , তাদের পক্ষে থেকেছি । আমাদের ব্যক্তিক এই ক্লেদ-গ্লানির প্রধান কারন স্বার্থান্বেষী মানসিকতার কাছে বারবার পরাজিত হয়ে সামষ্টিক স্বার্থকে বিসর্জন দেওয়া । তাই নিজের দুঃখ নিজের কাছেই সীমাবদ্ধ থাকে , তাকে দূর করার জন্য সামষ্টিক কোন স্ফূলিঙ্গের দেখা পাওয়া যায়না , দাবানলের আঁচে খোলনলচে বদলে দেওয়ার তাড়না দাবড়ে বেড়ায়না মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে । এর জন্য আমরাও দায়ী , অনেকাংশেই দায়ী ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক চুপ করে থাকা হয়েছে আর না । মনে রাখবেন গুটিকয়েক রাজনীতিবিদদের চেয়ে জনগনের সংখ্যা অনেক বেশি । প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার । ওইসব নোংরা কীটদের কলজে কাপিয়ে দিতে হবে । প্রতিবাদ চলুক রাজপথে ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২০

খুব সাধারন একজন বলেছেন: এমন রায় দিল কে?
কসাইটারে ঝুলায় দে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.