|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

দেশের বাইরে যারা থাকেন তাদের কাছে বাংলাদেশীয় মিষ্টি অনেক স্পেশাল। রসগোল্লার ছবি দেখলে অথবা মনে পড়লে রসগোল্লাপ্রেমীদের  অসহায় লাগে যেমনটা আমারও লাগে। তাই অনেকবারের চেষ্টায় এবং অনলাইন থেকে অনেকগুলো রেসিপি কম্বাইন করে শেষ পর্যন্ত আমি কিছুটা হলেও পেরেছি রসগোল্লা বানাতে। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। 
উপকরণঃ 
হোল মিল্ক/গরুর দুধ - ১ লিটার 
হেভি ক্রিম - ১ কাপ (বাজারজাত করা ছাড়া গরুর দুধ হলে ক্রিমের দরকার নাও হতে পারে।)
ভিনেগার/লেবুর রস- ৩ টে চা
কর্নফ্লাওয়ার-২ টে চা (কর্ণ ফ্লাওয়ার অদ্ভুত শুনালেও বিশ্বাস করুন এইটাই রসগোল্লাকে নরম করবে।) 
চিনি- ২ টে চা
সিরার জন্য চিনি - ৩ কাপ
এলাচ - ২ টি
পানি - পরিমাণমতো
প্রস্তুত প্রণালীঃ 
প্রথমে দুধটাকে জ্বাল দিয়ে প্রথম দুইবার বলগ আসলে ভিনেগার দিয়ে নেড়ে ১ মিনিটের মধ্যেই নামিয়ে ফেলতে হবে। ভিনেগার দেওয়ার পর বেশী জ্বাল দিলে মিষ্টি শক্ত হয়ে যাবে। ছানা হয়ে গেলে ছাকনি অথবা নরম পরিষ্কার কাপড়ে ঢেলে পানি দিয়ে ধুয়ে যতটা সম্ভব পানি নিংড়ে নিতে হবে। তারপর ফ্যানের নীচে দিয়ে পুরোপুরি পানি শুকিয়ে নিতে হবে। তাড়াতাড়ি করার আমি ফ্যানের বাতাসের সাথে আবার কিচেন পেপার টাওয়েল দিয়ে পানি শুষে নিয়েছি। এতে অনেকগুলো পেপার টাওয়েল লেগেছে। ছানা থেকে পুরোপুরি শুষে নেয়ার পর ছানাটাকে ভালভাবে মথে নিতে হবে। ছানায় পানি থাকলে হাতে ছানা লেগে যাবে কিন্তু কোনভাবেই পানি থাকতে পারবে না ছানায়। ভালোভাবে মথার পর কর্নফ্লাওয়ার দিয়ে আবারো ভালোভাবে মথে নিতে হবে। তারপর ২ টে চা চিনি দিয়ে একটু মথে নিতে হবে। এই ক্ষেত্রে চিনি দানা গুলো হাঁট লাগলেও সমস্যা নেই। এটাই হেল্প করবে মিষ্টির ভিতরে স্পঞ্জি ভাব আনতে এবং ফুলতে। এখন নিজের মনের মত সাইজের গোল অথবা চ্যাপ্টা চমচমের মত কতগুলো মিষ্টি বানিয়ে নিন এই মথা ছানা দিয়ে। সাইজের ক্ষেত্রে মনে রাখতে হবে মিষ্টিগুলো ফুলবে। 
ছানাটা মথার আগেই সিরার জন্য ৩ কাপ চিনিতে ৪ কাপ পানি দিয়ে একটি পাত্রে চুলায় বসিয়ে দিন। এবং এর মধ্যেই এলাচ দিয়ে দিন মিষ্টিগুলো বানাতে বানাতে সিরা হয়ে যাবে। তবুও ঠিক রাখার জন্য বলছি সিরা একেবারে পানির মত হবে না আবার বেশী ঘনও হবে। বেশী ঘনও হলে মিষ্টিগুলো সুন্দর হবে না। যদি সিরা বেশী ঘন হয়ে যায় কিছু পানি এড করে নিবেন। তারপর মিষ্টিগুলো দিয়ে  ৩০-৫০ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে নিবেন। যেহেতু সিরা পানি শুকিয়ে ঘনও হয়ে যাবে তাই কিছুক্ষণ পর পর পানি এড করতে হবে। মাঝে মাঝে পানি না দিলে সিরার পানি  শুকিয়ে যাবে এবং  মিষ্টি পুড়ে যাবে। তাই সবসময় খেয়াল রাখতে হবে। 
*** রান্নার করার সময় অবশ্যই মনোযোগ দিয়ে রান্না করতে হবে। 
*** শুধু আমার রেসিপির উপরই নির্ভর করবেন না। আপনি নিজেও এক্সপেরিমেন্ট করতে পারেন এবং অন্য যেসব রেসিপি আছে সেগুলোর সাথে কম্পেয়ার করতে পারেন।
 ২০ টি
    	২০ টি    	 +২/-০
    	+২/-০  ১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৮:৪৯
১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৮:৪৯
রোনালি বলেছেন: আপনি এই রেসিপিটা একটু পড়ে দেখুন। আমিও কিন্তু অনেকবার চেষ্টা করেছি। ফেসবুকের একটা রান্নার গ্রুপ "গৃহিণীদের রান্নাঘর (টোকিওতে)" থেকে Kakoli Newaz Talukder আপুর রেসিপিতে দেখেছিলাম উনি কর্নফ্লাওয়ার দিয়েছেন ময়দা অথবা সুজির বদলে। এবং এটাই কাজ করেছে। আরেকবার চেষ্টা করে দেখুন না!
২|  ১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৮:৪৫
১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৮:৪৫
প্রামানিক বলেছেন: রসগোল্লার চেহারা দেখেই মুখে জল এসে গেল। ধন্যবাদ।
  ১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৮:৫১
১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৮:৫১
রোনালি বলেছেন:  জল এসে যাওয়ার মত একটা খাবার এইটা।
 জল এসে যাওয়ার মত একটা খাবার এইটা।
৩|  ১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৮:৫৭
১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৮:৫৭
মায়াবী রূপকথা বলেছেন: টেক্সট সেভ করে ফেলেছি ইতিমধ্যে। কালই চেস্টা করে দেখবো ইচ্ছে আছে 
৪|  ১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:০২
১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:০২
কবীর বলেছেন: আমাদের দাওয়াত করে একদিন খাওয়ায়েন। 
  ১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:৩৭
১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:৩৭
রোনালি বলেছেন: দাওয়াত দিলাম। এখন আসুন প্লেন ভাড়া দিয়ে যদি লাগে। 
৫|  ১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:০৫
১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: রসগোল্লা দেখাবেন, অথচ খাওয়াবেন না; এ হতে পারেনা । তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই ।
  ১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:৩৬
১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:৩৬
রোনালি বলেছেন: ক্ষোভ জানানোর কোন প্রয়োজন নেই। দাওয়াত রইল। তবে প্লেন ভাড়া যদি লাগে আমেরিকায় আসতে তাহলে সেটা আপনার যোগাড় করতে হবে। :p
৬|  ১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:২৬
১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:২৬
এলা বলেছেন: রসগোল্লা দেখতে সুন্দর হয়েছে। 
আর ফেসবুকের ঐ গ্রুপে 'আবু রুবেল' নামের এক ভাইয়ার রেসিপি দেখে আমার মা বানিয়েছিলেন। স্বাদ ভুলবার নয়।
  ১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:৩৪
১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:৩৪
রোনালি বলেছেন: আবু রুবেল ভাই, কাকলি আপু উনারা দুইজনেই ওই গ্রুপের এডমিন।
৭|  ১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:২৭
১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:২৭
এলা বলেছেন: রসগোল্লা দেখতে সুন্দর হয়েছে। 
আর ফেসবুকের ঐ গ্রুপে 'আবু রুবেল' নামের এক ভাইয়ার রেসিপি দেখে আমার মা বানিয়েছিলেন। স্বাদ ভুলবার নয়।
৮|  ১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:৪০
১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:৪০
কবীর বলেছেন: প্লেনে ওঠতে ডর লাগে !!   
  
  ১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:৪১
১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:৪১
রোনালি বলেছেন: তাইলে জাহাজে :b
৯|  ১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:৪৯
১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:৪৯
কবীর বলেছেন: রওনা দিলাম।  
  
  ১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:৫৪
১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৯:৫৪
রোনালি বলেছেন: পৌঁছাইয়া একটা নক কইরেন এখানে! 
১০|  ২০ শে আগস্ট, ২০১৫  রাত ২:৩১
২০ শে আগস্ট, ২০১৫  রাত ২:৩১
নতুন বলেছেন: গতকাল রসগোল্লার রেসেপি দেখলাম... এতো সহজ আগে জানতাম না, আগামী সপ্তায় বানাবো। 
১১|  ২০ শে আগস্ট, ২০১৫  রাত ১১:৩১
২০ শে আগস্ট, ২০১৫  রাত ১১:৩১
কামরুন নাহার বীথি বলেছেন: ইয়াম্মি --------------
১২|  ২০ শে আগস্ট, ২০১৫  রাত ১১:৩৮
২০ শে আগস্ট, ২০১৫  রাত ১১:৩৮
নৈশ শিকারী বলেছেন: রেসিপিটা ভালো লেগেছে ধন্যবাদ, যদি বিয়ে করতে প্যারি তাহলে বৌকে দিয়ে করাবো।
  ২১ শে আগস্ট, ২০১৫  ভোর ৫:০৫
২১ শে আগস্ট, ২০১৫  ভোর ৫:০৫
রোনালি বলেছেন: এইডা কোনও কথা হইল! :O 
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৮:৪৫
১৯ শে আগস্ট, ২০১৫  রাত ৮:৪৫
মায়াবী রূপকথা বলেছেন: আল্লা আপু দেখেই তো খেতে ইচ্ছে করছে। রসগোল্লা আমার খুব প্রিয়। আমি চেস্টা করেছি তবে আমার হয়না কিসের জন্য জানিনা