নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শূন্য...
আমি জীবনের শূন্য...
আমি বেদনার শূন্য...
আমি দুঃখ শূন্য....
আমি পৃথিবীর বুকে ভাসমান অদ্ভুত শূন্য ।
আমি শূন্য
আমি হৃদয় শূন্য
আমি মায়া শূন্য
আমি আবেগ শূন্য
আমি অভিমান শূন্য
আমি নির্ঘুম রাতের হাজার বেদনারা অনুভূতি শূন্য ।
আমি শূন্য...
আমি বৃষ্টি শূন্য...
আমি ঝরা পাতা শূন্য...
আমি নিরবতার শূন্য...
আমি কাল বৈশাখীর হাওায় উড়া পলিথিন শূন্য ।
আমি শূন্য
আমি নিঃশেষ হয়ে যাওয়া শূন্য
আমি বিষণ খরায় বিলীন হয়ে যাওয়া পানি শূন্য
আমি ঐ শূন্য আকাশের ঘুড়ি "শূন্য..
আমি শূন্য
আমি ঝি ঝি পোকার ডাক শূন্য
আমি নির্ঘুম রাতের ঘুম শূন্য
আমি নির্জন রাতে একা চাঁদ , তারা শূন্য
হু !
আমি'ই শূন্য অনুভূতির শূন্য লতা ।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৭
রওনুক হাসান বলেছেন: অনেক ধন্যবাদ অামার শুন্য কবিতায় "comment" ককরে পরিপূর্ণ করার জন্য
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: আমার মন্তব্যের আগ পর্যন্ত পোস্টটাও কিন্তু মন্তব্য শূন্য ছিল।
ঘটনা সত্য। তবে আমি মজা করলাম।
এতো শূন্যের কথা যখন বলেছেন, তখন স্বাভাবিকভাবেই বুঝা যায় সব শূন্যের মাঝেও আপনি এখনো অস্তিত্ব শূন্য হন নাই। তবে এই অস্তিত্ব হয়তো বিষাদের আর দুঃখের, যা কবিতার প্রতিটা শূন্যতেই উচ্চারিত হয়েছে।