নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রওনুক হাসান

আমি শূন্য অনুভূতির শূন্য লতা ।

রওনুক হাসান › বিস্তারিত পোস্টঃ

শূন্য অনুভূতি

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫০

এক সময় সাত রঙা সেই রংধনু দেখার আগ্রহে যে ছেলে মাঠে দৌড়ে যেত ,
আজ সাত রঙ দেখলে ছেলেটা দৌড়ে ঘরে ফিরে আসে ।
মেঘের গর্জন , বিজলী চমকানো , রিমঝিম বৃষ্টির শব্দে যে মেয়ে ঘর থেকে বেরিয়ে আসতো
মেঘ , বিজলী , বৃষ্টি দেখে মেয়ে টা এখন বারান্দায় এসে আনমনা হয়ে দাঁড়িয়ে থাকে ।
অগোছালো জীবন কে গোছানোর আপ্রাণ চেষ্টায় হেরে যাওয়া মানুষ টা এক সময় নিজেকে হারিয়ে ফেলে ।
হুট করে সাত রঙা অনুভূতি গুলো শূন্য হয়ে যায়
পৃথিবীর লাল, নীল, হলুদ সব রং সাদাকালো হয়ে যায়
নিজের প্রতি বিশ্বাস টা হারিয়ে যায়
এক সময় ধরে নাও ... তোমাকে দিয়ে আর কিছু ই হবে না !
তীব্র কষ্ট , বিষণ মন খারাপ , রাগ যন্ত্রণায় চিৎকার করে রাগ প্রকাশ করতে চাও তুমি ,
খুব কাঁদতে চাও তুমি ... কিন্তু কান্না আসে না... কষ্ট রা গলা পর্যন্ত এসে থেমে যায়।
বিচ্ছিরী একটা শুন্যতা , বিচ্ছিরী এক অনুভূতি !
খুব একা হয়ে যাও তুমি... সব কিছু ছেড়ে দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে তোমার ।
কিন্তু ইচ্ছে করলেই তুমি হারাতে পারো না , প্রকৃতির নিষ্ঠুর বন্ধন তোমার মন কে আঁকড়ে ধরে ।
অসহায় হয়ে মন বলেঃ
"মাথার উপর একটা হাতের খুব দরকার তোমার , মন খারাপের কষ্ট গুলো বুঝার মত একটা মানুষ দরকার , মনের অশ্রু মুছে দেওয়ার মত একটা হাত দরকার , বুকে জড়িয়ে নিয়ে সান্তনা দেওয়ার মত একটা মন দরকার , শুন্যতা অনুভব করার মত একটা মানুষ সত্যি খুব দরকার তোমার... সত্যি...... দরকার ...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

অনুভূতিগুলো ভালো লাগলো।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫০

রওনুক হাসান বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.