নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রওনুক হাসান

আমি শূন্য অনুভূতির শূন্য লতা ।

রওনুক হাসান › বিস্তারিত পোস্টঃ

"একটি উড়ো চিঠি"

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬



প্রজত্নে নিজস্ব আকাশঃ

কিরে কেমন আছিস ?

হয়তো ভালো ই আছিস ! তোর সাথে শেষ দেখা এমন হবে বুঝতে পারিনি...

এমন একটা পরিস্থিতির জন্য আমি মোটেও তৈরি ছিলাম না !

হুট করে কোথা হতে কাল বৈশাখীর ঝড় এসে ২ জন কে দু পথে নিয়ে গেল ,

কি অদ্ভুত তাই না ? তুই আমি আমরা কেউ কি এমনটা হবে ভেবে ছিলাম ?

এমন কোন ভয় কি আমাদের মনে ছিল ?

একটি সেকেন্ড এর মধ্যেও জীবনে বড় একটা পরিবর্তন আসতে পারে,

ঐ দিনের ঘটনা শিখিয়ে দেয় আমাদের দু জন কে ।

তোর ছোট ছোট চোখ গুলো এখনো আমার চোখে ভেসে উঠে !

হুট করে কানে বেজে উঠে তোর শেষ কথা !

"কিরে মোটা তো ভালো ই হইছিস !

পুলিশ যখন আমাদের দু জন কে নিয়ে যায়,

তুই তখন তোর ভাইয়ার পাশে বসেছিল,

সবার অগোচরে আমি বার বার তোর দিকে তাকিয়েছিলাম ।

হুট করে তোর হাত ২টি আমার নজরে পড়ে... অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল ।

এক পাশে পুলিশ, এক পাশে তুই তোর ভাইয়া ...

তবুও আমি নির্লজ্জের মত বার বার তোর হাতের দিকে তাকাচ্ছি ।

মনে আছে ? আমি প্রথম তোর এই "হাতের" প্রেমে পড়েছিলাম ।

তোর হাত দেখে যে কেউ বলবে ... কোন মডেল এর হাতের ছবি ।

কিন্তু আমি জানি তোর হাত ফটোশপ ছাড়া ই সুন্দর !

তোর হাতের ছবি আমার দেওয়া সেই সস্তা মোবাইল ক্যামেরায়,

অসাধারণ উঠে ! আমি হলপ করে বলতে পারি !

যে কেউ দেখলে বলবে দামী কোন ফটোগ্রাফার খুব যত্ন করে ছবি টা তুলেছে!

যাই হোক তোর হাতের বর্ণনা দিলে এমন হাজার পাতা লেখেও শেষ করা যাবে না।

তার পর তুই চলে গেলি তোর ভাইয়ার সাথে ।

এক বারের জন্যও আড় চোখেও আমাকে দেখার চেষ্টা করিস নি তুই!

চোখের সামনে তোর চলে যাওয়া দেখেছি।

কি অদ্ভুত ভাবে আমাকে নিঃস্ব রেখে চলে গেলি ... জেল খানায় চার দেয়ালে !

একটি বারের জন্যও কি তোর মত আমার জন্য কেঁদে উঠে নি !

সেই দিনের অনেক ঘটনা ই আমার জন্য প্রশ্ন হয়ে আছে ... !

তুই তো জানিস... কোন ঘটনা, কথা আমার বেশিদিন মনে থাকে না...

এবং কি কারো সাথে ঝগড়া হলে ! সে আমাকে কি বলেছে পরের দিন,

কেউ জিগ্যেস করলে আমি বলতে পারি না...

তাই ডায়রির মাঝে কোন এক পাতায় প্রশ্ন গুলো তুলে রেখেছি !

কখনো যদি কোন পথের বাঁকে আবার দেখা হয় প্রশ্ন গুলোর উত্তর জানতে চাইব!

সেই দিনের ঘটনার বর্ণনা চাইব তোর কাছে ।

আমি জানি তুই ভালো আছিস । তোর জীবনে নতুন যে মানুষ এসেছে তোকে

ভালো রেখেছে, কিন্তু তোর ভেতরে একটা শূন্যতা আজীবন থেকে যাবে...

তোর মনের গহীনে একটা জায়গা শূন্য রয়ে যাবে ...

সেই শূন্য জায়গায় কোন এক দিন আমি ছিলাম...

কিন্তু আমি চলে যাওয়ার পর তুই অনেক মানুষ কে ডেকে এনেছিস,

তোর মনের সেই "শূন্যস্থান" পূর্ণ করে দিতে... ভরিয়ে দিতে !

তোর মনে অনেকে'ই জায়গা করে নিয়েছে ঠিক 'ই কিন্তু সেই "শূন্য স্থান,

সেই "খালি জায়গা" কেউ ভরাট করতে পারেনি ।

শুন মানুষের মনে বিশেষ কিছু জায়গা থাকে ,

সেই বিশেষ জায়গায় বিশেষ কেউ থাকে,

বিশেষ কেউ হারিয়ে গেলে বিশেষ জায়গা শূন্য থাকে,

পৃথিবীর কোন শক্তি সেই জায়গায় পোঁছাতে পারে না,কোন দিন না।

কখনো নিজেকে একা লাগলে বারান্দায় আসবি !

আমি কোকিল হয়ে গান শুনিয়ে যাবো ।

কখন খুব বিষণ্ণ হলে

চোখ বন্ধ করে একটি বার আমার নাম উচ্চারণ করিস

সব বিষণ্ণতা মুচে দিয়ে যাবো ।

কখনো খুব বেশী কষ্ট হলে ,

আমাকে মনে করিস,

বেদনার অশ্রু হয়ে ঝরে পড়বো তোর চোখে।

কোন নির্জন রাতে গান শুনতে মন চাইলে ,

প্রিয় সেই গান মনে করিস ,

গান শুনিয়ে যাবো ।

তুই মনে করিস নে তুই হারিয়ে গেছিস বলে আমিও হারিয়ে যাবো...

আমি কখনো ই হারাবো না ...

আমি তোর চার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছি ...

একটু মনে করলে'ই দেখবি তোর পাশে ...

অদৃশ্য এক মানব দাঁড়িয়ে!

ভালো থাকিস... ইচ্ছা অনিচ্ছায় ভালো থাকিস !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: আমি তোর চার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছি ...
একটু মনে করলে'ই দেখবি তোর পাশে ...
অদৃশ্য এক মানব দাঁড়িয়ে!
ভালো থাকিস... ইচ্ছা অনিচ্ছায় ভালো থাকিস !

সুন্দর কথামালা। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.