নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় বাবা
তোমাকে প্রিয় বলতে ইচ্ছে করে না... তবুও বলি ...কারণ তুমি ই আমার জন্মদাতা পিতা ।
তুমি শুধু আমাকে জন্ম দিয়ে ই তোমার কর্তব্য শেষ করেছ । যখন একটু একটু কথা বলতে শিখি ... মন খুলে যখন বাবা বাবা বলে ডাকবো ! তোমার চৌরা কাধে যখন নিশ্চিন্তে আরাম করে ঘুমাব , তখন ই আমাদের ছেড়ে চলে গিয়েছ । কত সুখে ই না ছিলাম আমরা , কত সুন্দর ছিল আমাদের সাজানো বাগান ... কেন আমাদের অথৈ সাগরে ফেলে চলে গেলে দূরে বাবা ?
বাবা তুমি কি জানো ?
যে সন্তানের বাবা নেই পৃথিবীতে তার কোন মূল্য নেই ?
বাবা তুমি কি জানো ?
নিজের পরিচয় টা তুলে ধরতে গেলে এক কথায় বলে দিতে হয় আমায় "বাবা নেই"
কি করবো বাবা , যদি বলি বাবা আছে ? তাহলে আরও প্রশ্ন আসবে... নিজের পরিচয় তুলে ধরতে আরও একটা গল্প বলতে হবে ... তাই এক কথায় মিথ্যে বলে দেই " বাবা নেই" ! মিথ্যে শান্তনা দিয়ে হয়তো কিছু গল্প এড়িয়ে যাওয়ায় যায় ! কিন্তু মন কে বুঝানো যায় না !
"বাবা" সবাই কত অধিকার খাটিয়ে বলে ... আমার বাবা ! ঝাপটে পরে বাবার বুকে ।
কেউ ঝাপটে যখন বাবার বুকে পরে ... দেখলেই বুক টা কেমন করে উঠে... একটু ব্যেথা অনুভব করি । সেই কৈশোর থেকে দেখে আসছি... সবার বাবা ঘরে ফিরে... আসার সময় কত কিছু নিয়ে আসে... দেখলে'ই মন টা কেমন করে উঠত । মন বাবা বাবা করে চিৎকার করত ... কিন্তু আমার অবুঝ মনের চিৎকার তোমার কান পর্যন্ত কখনো যায়নি বাবা ।
আমার আদরের ছোট বোন মাঝে মাঝে কাঁদত বাবা বাবা বলে । তখন খুব কষ্ট হত । আমার অবুঝ মন টা তোমার উপর অভিমান করত , আর মনে মনে বলতাম বাবা আসলে আমি কক্ষনো কথা বলবা না । জানো বাবা ? তখন আমার অবুঝ মন বলে উঠত বাবা মানে ই খারাপ কেউ ! কষ্ট দেয় এমন কোন শব্দের নাম হয়তো "বাবা"
বাবা তোমার থেকেও বেশী আদরে যতনে মা , মামারা আমায় বড় করেছেন ! কখনো বুঝতে দেয়নি তোমার অভাব... ? কিন্তু বাবা শব্দ টা যখন অনেকের কাছে অনেক প্রিয় ... তখন আমার অবুঝ মন কে কি করে বুঝাই ? যে আমি বাবা হারা ... আমার বাবা থেকেও নেই । প্রিয় সেই বাবা নামের স্বাদ টা আমার পাওয়া হয়নি ।
বাবা জানো আজ আমি অনেক বড় হয়েছি... বুঝতে শিখেছি... মানুষ কে বুঝাতে শিখেছি...ভালো মন্দের পার্থক্য বুঝি ... কিন্তু শুধু বুঝি না
"বাবার আদর কেমন" বাবার কোলে ঘুমানোর সুখ কেমন ?
বাবা তুমি হয়তো আমাদের ছেড়ে চলে গিয়েছ ... কিন্তু তোমাকে কখনো ই ছাড়তে পারিনি । অনেক বার চেয়েছিলাম তোমাকে দূরে ঠেলে দেব, কিন্তু পারিনি । আমার বাহিরের জগত এবং ভেতরে ২ জায়গা ই তোমার সমান অবস্থান ! আমার নামের সাথে ছোট করে তোমার নাম টাও মিশে দিয়েছে । ওরা বলে অস্বীকার করা যাবে না এটাই তোমার আসল পরিচয় !
বাবা তোমার আদর অনেকের মাঝে খুঁজি ... অনেক সময় অধিকার খাটাই ...!
কিন্তু পারি না ! কেউ এসে মুখের উপর বলে দেয় !
এটা আমার বাবা !
তুই কে ?
আমার বাবা আমাদের আদর করবে !
আমাদের ভালবাসবে !
বাবা আপন আপন বলে যাদের বাবা মনে করি ! তারাও আজ নিজের সন্তান , সংসার নিয়ে খুব ব্যেস্ত সময় কাটায় ।। আমাদের দিকে তাকানোর কারো সময় নেই । আমাদের কথা ভাবার মত কারো সময় নেই ! সবাই সবার ভালোবাসা গুলো ভাগ করে তাদের ছেলে সন্তান কে দিয়ে দিয়েছে ! আমাদের জন্য কোন ভালোবাসা নেই কারো । আছে শুধু সহানভুতি এবং করুণা ? বল বাবা করুণা নিয়ে বেঁচে থাকা যায় ?
"বাবা" আমি বুঝতে শিখেছি ,
তোমাকে ছাড়াই আমি এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি ! এখন কি কারো করুণা ভালো লাগে বাবা ?
বাবা জানো ? যার বাবা নেই সে শূন্যে বাস করে ?
তার পায়ের নিচে এক টুকরো মাটি নেই !
আমিও তেমন এক শূন্য ,
"সারা পৃথিবী যখন বাবা বাবা করে চিৎকার করে ডাকে !
আমি বুকে যন্ত্রণা চেপে রাখা শূন্য
আমি বাবা ছাড়া শূন্য ...
বাবার আদর ছাড়া শূন্য...
হাসি মুখে বাবার ঘরে না ফেরা শূন্য
নির্ঘুম রাতে মায়ের শুকিয়ে যাওয়া অশ্রু শূন্য !
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২২
নিলু বলেছেন: ভালো , লিখতে থাকুন