নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমিকার জন্মদিন নাহিদ মনে মনে ভাবছে এবার লিজা কে জন্মদিনে সেরা গিফট দেবে ... ঠিক যেমন ভাবনা তেমন কাজ ! নাহিদ লিজা কে ফোন দেয়ঃ
-হ্যালো
-হায়
-কেমন আছো !
-এই তো ভালো ।
-তুমি ?
-আছি তোমাকে সাথে নিয়ে বেশ ভালো আছি ।
-কই আমি তো তোমার সাথে নাই !
-তুমি নাই কিন্তু ... আমার অস্তিত্ব জুড়ে তুমি মিশে আছো !
আচ্ছা বল তো এখন আমি কি ভাবছি !
-জানি না...
-তুমি তো কম ভালো বাস তাই বলতে পারো না...
তোমার জন্মদিনে বিশেষ গিফট দেব... ঠিক তোমার যত তম জন্মদিন ততো গুলো লাল গোলাপ গিফট করবো তোমায় ।
-হাহা সত্যি খুব ভালো লাকছে... তুমি আমাকে নিয়ে এতো এতো ভাব ।
-হু একটু আগে ই তো বলেছি... আমার ভাবনায় শুধু তুমি ই থাকো...
-আচ্ছা শুন আম্মু আসছে এখন রাখি ...
-এই আর একটু...
-নাহ নাহ আম্মু আসছে... রাখি রাখি... বায় লাভ ইয়উ
লিজা ফোন রেখে দেয় , পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে
নাহিদ ফুল দোকানে ফুল কিনতে যায় ... লিজার এবার ১৮ বছর পূর্ণ হবে ,
নাহিদ দোকানি কে বলল আমাকে ১৮ টা লাল গোলাপ দিন , এই বলে নাহিদ ৫০০ টাকা বের করে দোকানি কে দেয় ... এবং বলে পুরো টা রাখেন , দোকানি খুশী হয়ে ১৮ টি গোলাপের সাথে আরও ৪ টি গোলাপ বেশী দিয়ে দেয় , নাহিদ না দেখে ই ঝট পট ব্যেগ নিয়ে চলে যায় ।
তার পর নাহিদ না দেখে ই ২২ টি গোলাপ লিজা কে গিফট করে ।
২ জন খাওয়া দাওয়া করে , একটু ঘুরা ঘুরি করে ২ জন ২ জনার বাসায় চলে যায় লিজা হাসি মাখা মুখ নিয়ে খুব আগ্রহের সাথে ব্যেগ খোলে ...
এক এক করে নাহিদ এর দেওয়া গোলাপ গুলো গুনতে থাকে... গুণে দেখে ৪ টি গোলাপ বেশী ... লিজা খুব রাগ করে এবং মনে মনে ধরে নেয় নাহিদ ইচ্ছে করে ওর বয়স বাড়ানোর জন্য এ কাজ করেছে ।
সেই থেকে লিজা" নামের মেয়েটি আর কখনো নাহিদের সাথে যোগা যোগ রাখেনি ।
নাহিদ কখনো বুঝতে পারেনি লিজা কেন ব্রেক আপ করলো ?
হুট করে কিছু না বলে লিজা কেন তার জীবন থেকে হারিয়ে গেল ?
এই একটি প্রশ্নের উত্তর এর জন্য এখনো নাহিদ লিজা কে খুজে বেড়ায়...
যদি কোন পথের বাঁকে দেখা হয়... ।
দিনের পর দিন মাসের পর মাস সময় নিয়ে... কত যত্ন করে'ই না ছেলেটি স্বপ্নের বাড়ী বানিয়েছে ? কে জানতো মাত্র ৪ টি গোলাপ তিল তিল করে গড়া সুন্দর একটা সম্পর্ক উলট-পালট করে দেবে ?
" হুট করে কোন কারণ ছাড়া যখন পূর্ণ হাত টা শূন্য হয়ে যায়...
একটা প্রশ্ন এসে বার বার চাকুর মত আঘাত করে !
কি কারণে এমন হল ? আমার ভুল কোথায়... ?
হয়তো শুন্যতা নিয়ে বেঁচে থাকা যায়... অপূর্ণতা নিয়ে বাকি জীবন টাও কাটিয়ে দেওয়া যায়,।।কিন্তু মনের ভেতর যে প্রশ্ন বার বার " আঘাত করে যায় ... তখন তীব্র কষ্ট হয়... বিষণ ব্যেথা হয়...
©somewhere in net ltd.