নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রওনুক হাসান

আমি শূন্য অনুভূতির শূন্য লতা ।

রওনুক হাসান › বিস্তারিত পোস্টঃ

কিছু অতীত কোন কোন সময় হাসির কারণ হয়

২৩ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:২৩

কি পাগলের মত হাসছি আমি ! নিজের পাগলামির কথা মনে করে নিজে ই হাসি ।
এই হাসি কোন সুখের হাসি নয় ... দুঃখের হাসি :P ফেলে আসা কিছু অতীতের কথা মনে করলে , কেন যেন খুব হাসি পায় ! কোন কোন অতীতের কান্নার কথা মনে করলে আমার আর কান্না আসে না -_- খুব হাসি পায় :P

:3 কতটা বোকাই না ছিলাম এই আমি :3

বন্ধু মনে রেখ আজকে যে ঘটনা নিয়ে তুমি মুখ লুকিয়ে কাঁদছ ?
কিছু মাস , বছর পর এই এক ই ঘটনা মনে করে তোমার আর কান্না আসবে না , কোন কোন সময় এই কান্নার কথা মনে করলে তুমি হাসবে । যেমন টা আজ আমি হাসছি ! (y)

হয়তো বিশ্বাস হবে না তোমার ! মনে রেখ "সময়" সব কিছু বদলে দেয় !
চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট, ভালোবাসা সব বদলে দেয় । তোমার ভেতরটাকে সে নতুন করে সাজায়... অনেক টা সুন্দর বনের মত ... ^_^

যে বিষয় আজকে তুমি খুব "মূল্যবান" কালকে সে এক ই বিষয় তোমার কাছে "মূল্যহীন" হয়ে যেতে পারে :( মাঝে মাঝে কিছু ভাইয়া আপু আমাকে প্রশ্ন করে !
"ভাইয়া এক জন আমাকে খুব কষ্ট দিয়েছে ... কিছুতেই ভুলতে পারছি না ! আমি এখন কি করবো ??

আমি বলি ! মানুষের মন হচ্ছে সমুদ্রের বালুচরের মত" কালের ঢেউ এসে সব ধুয়ে মুছে নিয়ে যাবে । সময়ের জন্য অপেক্ষা করো "সময়" আসবে তোমার সব ক্ষত মুছে দিতে ।

"ছোট বেলায় সামান্য একটা খেলনা ভেঙ্গে গেছে ভেবে কত ই না কেঁদেছ...
এখন কি সেই খেলনার কোন মূল্য আছে ?

"ধাক্কা খেয়ে পড়ে গিয়ে কতবার কেঁদেছো ?? এখন রাস্তায় ধাক্কা খেয়ে পড়ে গেলে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করো, তাই না ?
কাঁদো তুমি আগের মত ??

মনে রেখ "মনের" সব রগের ওষুধ হচ্ছে সময় !! তোমাকে কেউ কষ্ট দিয়েছে ?? একটু সময় নিয়ে কষ্ট সহ্য করো ... এক সময় হয় কষ্টটা ভুলে যাবা অথবা কষ্টটা আর গায়ে লাগবে না কিংবা তুমি এই কষ্টটার কথা মনে করে হাসবা :P

কষ্টে বুক টা ফেটে যেতে চাইলে বুক চেপে ধরো ! শরীর ক্ষত করো না -_-
চোখ দিয়ে না হয় দু'ফোটা অশ্রু গড়িয়ে পড়লোই, হাত দিয়ে ঘুমের ওষুধটা কিংবা ফ্যানের সাথের দড়িটা স্পর্শ করো না ! বরং হাত দিয়ে অশ্রু টা মুছে ফেল :)

বিশ্বাস করো আমায় ? কিছুক্ষণ আগে আমি এক জনের সাথে চ্যাট করে হাসছি , সেও হাসছে , দুজন দু জন কে বোকা বলছি :D দু জনে ই আজ নতুন স্বপ্নে বিভোর ! এটা বাস্তবতা ! অপেক্ষা করো , অন্তত একটি বছর ! মরে গেলে তো সব শেষ ! একটু অপেক্ষা করে দেখ'ই না

"সময় কেমন করে তোমার কান্না কে হাসিতে রূপান্তরিত করে" (y) (y)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:০৫

নিলু বলেছেন: লিখে যান

২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৮

আশিকুর রহমান রিয়াদ বলেছেন: হুম, সময়েরর পরিবর্তনে কান্নাটাই হাসির খোরাক হয়ে যায় :-) ভাল বলেছেন

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

টয়ম্যান বলেছেন: +++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.