নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইতো কিছু দিন আগে আমি , মামা , মামী কাজিন রা মিলে এক বিয়ে অনুষ্ঠানে যাই... সৌদি রিতি অনুযায়ী , বিয়ের অনুষ্ঠানে মেয়েদের জন্য আলাদা জায়গায় সেখানে ছেলেদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ ! তো মামী কাজিন দের বিয়ে বাড়ীর সামনে নামিয়ে আমি মামা চলে আসবো , মামা কে বললাম গাড়ীতে উঠেন ... কিন্তু মামা গাড়ীতে উঠে না ... আমাকে বলে একটু অপেক্ষা কর । এই বলে মামা দাঁড়িয়ে আছে যতক্ষণ পর্যন্ত না মামী , কাজিন রা ,বাসায় গিয়ে পোঁচায় নি ! তার পর গাড়ী তে বসে নিশ্চিত হওয়ার জন্য আবার কল দিয়ে মামী কে জিগ্যেস করে !
ঠিক মত এসেছ বাসায় ? সাবধানে থেকো... !
আসলে একটা সময় সত্যি "ভালোবাসি" কথাটা বলা হয় না ! ভালোবাসার বহিঃপ্রকাশ একেক বয়সে একেক রকম হয়ে যায়...
মামা যদি মুখে মামী কে ভালোবাসি বলত মামী হি হি করে হেসে দিয়ে উড়িয়ে দিত"
কিন্তু মামার এক মিনিটের একটি ফোন কলের কাছে লক্ষ কোটি বার ভালবাসি বললেও" এক মিনিটের ফোন কলের সমতুল্য হবে না !
"অতি প্রিয় মানুষ গুলোর জন্য ভালোবাসা খুব গভীরে লুকীয়ে থাকে, হুট হাট করে
কখনো বলা হয় না ... কিন্তু একটু কেয়ার একটু যত্নে... "ভালোবাসা" ঠিক'ই
দেখিয়ে দেয় ... !
২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩০
ধূসরছায়া বলেছেন: চমৎকার লিখেছেন
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৭
টকদঐ পার্ট ২ বলেছেন: ভালো বলেছেন