নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"খুব সম্ববত আমি তখন দশম শ্রেণীর ছাত্র... কোন এক বিশেষ দিনে ইরাকে কেমন করে যেন ভালো লেগে যায়... সেই প্রথম ভালোলাগার প্রতিটি অনুভূতি আজও আমার চোখে ঝল ঝল করে ভেসে উঠে ,খুব মনে আছে, সে দিন ইরা কালো জামা পরেছিল... আজও কথাও কেউ ইরার মত কালো জামা পরলে আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকি... কিছু সময়ের জন্য আমি সেই কৈশোরের ইরার কাছে ছুটে যাই... ইরার সেই নাদুস নুদুস মুখ...মিষ্টি সেই হাসি... চঞ্চলা মন... সব ... আমার অক্ষরে অক্ষরে মনে পড়ে যায়.. কি অদ্ভুত কৌশলে সবার চোখ এড়িয়ে আমি বার বার ইরা র দিকে তাকিয়ে থাকতাম । কাউকে বুঝতে দেই না ... এক দম না... কেউ বুঝে ফেললেই বিপদ... লজ্জা... । ইরাকে বুঝতে দেই না...
কোন কোন দিন ইরা কথাও বেড়াতে গেলে... খুব খারাপ লাকতো... মন চট পট করে শুধু ইরাকে খুজত /... রোদেলা বিকেলে... গ্রামের মেঠো পথে একা একা কত অভিমানী গান যে গেয়েছি আমি... সে গল্প গ্রামের ধুলোমাখা পথই জানে ...
ইরা কখন আসবে এ পথে ... এই যে একটা রিকসা আসছে ! এই রিকসায় আমার ইরা আছে ! এ ভাবে পথ চেয়ে চেয়ে কত বিকেল যে সন্ধ্যা করেছি আমি...সে গল্প কেউ জানে না... হয়তো কোন দিন ইরাও জানবে না ।
সে কৈশোরের ভালোবাসায় এক বিন্ধু মিথ্যে ছিল না... একটুও পিঠোয়চারির লোভ ছিল না... ভালোবাসার অর্থ তখন দূর থেকে দেখা... প্রিয় মানুষটার সাথে একটু গল্প করা... প্রতি রাতে ঘুমের সময়... কত রকম শপথ করি"
কালকে ই ইরা কে ভালোবাসার কথা বলবো" কিন্তু ইরার সামনে গেলে হাত পা শীতল হয়ে আসে... মনের ধুপ ধুপ বেড়ে যায় ... অদ্ভুত কিছু ভাবনা এসে মন কে প্রশ্ন করে যায় ...
যদি ফিরিয়ে দেয় ?
যদি ভুল বুঝে ?
যদি সবাইকে বলে দেয় ?
সে দিনের সেই "যদি" নামের নিষ্ঠুর একটা শব্দের কাছে প্রথম ভালোলাগার অনুভূতি
পরাজিত হয়...
"কোন কোন রাত কালো জামার সেই মেয়েটি আমার সামনে এসে হেসে উঠে !
আমার পাশে এসে বসে.।।আমি চুপ করে দেখি...
নির্ভয়ে মেয়েটির হাত আলতো করে ছুঁয়ে দেই...
বির বির করে বলে যাই " ইরা তোমাকে বিষণ ভালোবাসি"
ইরা আমাকে ছেড়ে যাবে না... ইরা...
ইরা চলে যাচ্ছে... আমি ইরার পিচনে পিচনে ছুটছি ...
স্বপ্নের রাজ পথে হেটে হেটে এক সময় পথ শেষ হয়ে যায়...
আমি চোখ মেলে দেখি... ইরা নেই...
কম্বল সরিয়ে বিছানা এপাশ ওপাশ করে... ইরা কে খুঁজি...
কোন এক অদ্ভুত কারণে আমি বিশ্বাস করি সেই রাতে ইরা এসেছিল...
আমি নিশ্চিত ।
"কোন কোন ইরা জীবন থেকে হারিয়ে গেলেও মন থেকে হারায় না,
কোন এক নির্জন রাতে ইরারা ফিরে আসে... বার বার ফিরে আসে"
©somewhere in net ltd.