নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রওনুক হাসান

আমি শূন্য অনুভূতির শূন্য লতা ।

রওনুক হাসান › বিস্তারিত পোস্টঃ

ঘুমন্ত জনতা জেগে উঠো....

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২২

ঘুমন্ত জনতা জেগে উঠো....
আমার দেশ ভাগ করে খায় শিয়াল কুকুরে...


আমাদের দেশ টা আসলে ঠিক হবে না..
যত দিন না আমরা নিজেরা পরিবর্তন হচ্ছি ,
যত দিন না আমাদের ভেতর মুক্তি যুদ্ধের চেতনায়
উজ্জীবিত হতে না পারি , মুষ্টি ময় কিছু রাজনীতিক দল আমাদের সাধারণের কাতারে দাড় করিয়েছে !

সত্যি কি আমরা সাধারণ ?
সত্যি কি আমরা মুখ বুঝে সব সহ্য করবো ?
জীবন্ত মানুষ কে পুড়িয়ে হত্যা করা! সহ্য করবো ?
ক্যাডার , পুলিশ আইন নিজের হাতে তুলে নিয়ে নির্বিচারে
মানুষ খুন করবে! সেটা সহ্য করবো ?
১০ বছর ধরে সাধনা করে আসা ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে !সেটাও সহ্য করবো ?
আমরা সহ্য করবো এদের প্রতি হিংসার রাজনীতি ?
আমরা সহ্য করবো পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়ে যাওয়া ?
আমরা সহ্য করবো দেশের অর্থনীতি কে ধূলিসাৎ করে দেওয়া ?
অবরোধের মত কর্মসুচি দিয়ে মানুষের জীবন কে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া? আমরা সহ্য করবো ওদের ক্ষমতায় থাকার লোভ ?
আমরা সহ্য করবো এদের ক্ষমতা দখলের লোভ ?

নাহ আর নাহ !!

আমরা সাধারণের কাতারে দাঁড়াবো না আর
আমরা রুখে দাঁড়াবো তোদের বিরুদ্ধে...
তোরা সবাই ক্ষমতা লুভি ,
তোরা গণতন্ত্রের নামে আমাদের মাথা বেঁচে খাস !
তোরা মানুষ রূপি পশু ! তোরা পাষণ্ড ! তোরা শয়তান !
থুঃ থুঃ মারি তোদের মুখে...
মুখে মারা থুঃ থুঃ চুষে খাবি
আমাদের থুঃ থুঃ খেয়ে ই যে তোদের জীবন বাঁচে ,
আমাদের খেয়ে আবার আমাদের মারিস রাস্তা ঘাটে !
থুঃ থুঃ ... অকৃতজ্ঞ রাজনীতি বিদ থুঃ তোদের মুখে ।

মনে রাখিস আমাদের কলম শুধু কালি ঝরায় না ,
আমাদের কলম রক্তও ঝরাতে জানে...
রক্তে আবার লাল হবে কলম ,
নিঃশেষ করে দেবো সব অত্যাচার ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৪

মহান অতন্দ্র বলেছেন: বেশ লাগলো। ভাল লিখেছেন।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৪

ড. মোস্তাফিজুর রহমান বলেছেন: মনে রাখিস আমাদের কলম শুধু কালি ঝরায় না ,
আমাদের কলম রক্তও ঝরাতে জানে...
রক্তে আবার লাল হবে কলম ,
নিঃশেষ করে দেবো সব অত্যাচার

ভালো লাগল

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১০

নিলু বলেছেন: চালিয়ে যান

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮

আলী আহামমদ (সুমন) বলেছেন: তোরা সবাই ক্ষমতা লুভি ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.