নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রওনুক হাসান

আমি শূন্য অনুভূতির শূন্য লতা ।

রওনুক হাসান › বিস্তারিত পোস্টঃ

দিন শেষে সবাই কে শূন্য হাতে ফিরে যেতে হবে আপন ঘরে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:০৪

অনেক দিন পর পুরনো কোন বন্ধুর সাথে দেখা
বন্ধুর অনেক নাম ডাক ভালো গান করে দু -একটা এ্যালবামও বের করেছে,
কোন এক ঈদে দেখা হয়ঃ
কিরে দোস্ত ...কেমন আছিস ?
ভালো আছি ...
তোর নাকি এ্যালবাম বের হইছে ?
জি কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না !
কিরে ভুলে গেলি... দু বছর আগেও দুজন একসাথে সাইকেল ছড়েছি ।
ঠিক মনে আসছে না
আরে আমি তোর বন্ধু ।
সরি ভাই আপনাকে চিনতে পারলাম না ।
বেটা ভাব নেস চশমা খুলে দেখ !
মানে কি বলছেন !
দু একটা এ্যালবাম বের করে বন্ধু কে ভুলে গেছিস ?
ভাব নাও আমাকে চিন না ?
খুব অহংকার দেখাও ?
একটু টাকা পয়সা হইছে তাই ছোট বেলার বন্ধু কে ভুল গেছ ?
ছিনেও না চেনার ভান করো ?
তোর চেহারার ঘটন সুন্দর হইছে , সুন্দর করে কথাও বলিস ,
কিন্তু ভেতর টা মিথ্যে অহংকার দিয়ে ভরে গেছে ,
যাহ্‌ তোর মত মানুষ কখনো ই আমার বন্ধু ছিল না
যাহ আমাকে চেনা লাগবে না তোর !
এভাবেই একটু টাকা পয়সা হয়ে গেলে'ই আমরা অহংকারি হয়ে যাই ।
পোশাকের সাথে সাথে... গাড়ী, বাড়ী যোগ হলেই নিজেকে খুব বড় মনে করি ।
মানুষে মানুষে পার্থক্য তৈরি করি । আমার ছোট বেলার বন্ধুত্ব এমন ছিল না ।
পাশের বাড়ীর করিম কাকা ছেলের সাথে খেলেছি , রহিম মাঝির বাসায় ভাত খেয়েছি ,
কোন সমস্যা হয়নাই ।বাসায় কাজের বুয়ার ছেলের সাথে খেলছি , একটুও সংকোচ হয় নাই । সে দিন আমার অবুঝ মন কোন পার্থক্য তৈরি করে নাই , মন এক বারের জন্যও বলে নাই ।
ও তোর সমতুল্য না ... ওরা গরীব ... ওর সাথে তোর যায়না ... !
মিথ্যে অহংকার দিয়ে কখনো বড় হওয়া যায়না...
টাকার অহংকার বেশী দিন থাকে... না ,
যে অহংকার নিয়ে আজকে মাটিতে পা পরে না
একদিন সেই মাটির সাথে'ই মিশে যেতে হবে...
চোখের সামনে অনেক কে দেখেছি আঙ্গুল ফুলে কলা গাছ হতে ,
আবার দেখেছি কোন এক ঝরে সেই কলা গাছ ভেঙ্গে মাটিতে মিশে যেতে ।
যে সৌদি লোক জন বাংলাদেশে গিয়ে জুতা বিক্রি করত ,
আজকে তাঁদের দেশে এসে আমাদের কাজ করতে হচ্ছে... ।
এটাই নিয়ম দিন বদলের সাথে হাত বদল হবে ,
কেউ কষ্ট করে সম্পদ অর্জন করবে...
কেউ মিথ্যে অহংকার নিয়ে সম্পদ অপচয় করবে ।
দিন শেষে সবাই কে শূন্য হাতে ফিরে যেতে হবে আপন ঘরে ।
মূহুর্তেের মধ্যে মাটি চাপা পড়বে সব মিথ্যে অহংকার ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.