নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রওনুক হাসান

আমি শূন্য অনুভূতির শূন্য লতা ।

রওনুক হাসান › বিস্তারিত পোস্টঃ

কোন এক বিশেষ রাতের গল্প

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬

ইরা
তোমার সব চেয়ে সুন্দর কি জান ?
-কি ?
তোমার চুল ।
তোমার খোলা চুল , অনেক টা ছবির ফ্রেমের মত !
তোমাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে ... ।
-তার পর
তার পর তোমার চোখ ,
তুমি যখন আমার দিকে এক রোখা হয়ে তাকিয়ে থাকো ,
আমার ভেতর টগবগ করে উঠে,
মুহূর্তের মধ্যে আমার ঘুমন্ত চোখ জীবন্ত হয়ে উঠে,
কিছুতেই আমার দৃষ্টি সরাতে পারি না... !
মনে হয় একটি যাদুর চোখ আমার দৃষ্টিকে গিলে খাচ্ছে।
অদ্ভুত ভাবে আমি তাকিয়ে থাকি, সেই কাজল কালো হরিণ চোখে ।
তুমি যখন আড় চোখা হয়ে আমার দি'কে একটু অভিমানে তাকাও ,
হুট করে মনের DSLR দিয়ে কয়েকটা ছবি তুলে ,
মনের দেয়ালে ঝুলিয়ে দেই ,
তুমি যখন চোখের আড়ালে থাকো
সেই ছবি গুলো দেখেই আমার রাত কাটে।
-তাই বুঝি আমার কল্পকবি ?
হুম ঠিক তাই
-তার পর
তার পর তোমার হাসি ।
অন্যরকম এক মায়া আছে... ঐ হাসিতে ।
তোমার সুন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে দেয়... তোমার হাসি।
তোমার এক ঝিলিক হাসি হাজার বছরের নীরবতাকে থামিয়ে দেয় ।
তোমার হাসি দেখে গম্ভীর মানুষ টার মনও হেসে দেয় ।
কোন এক চাঁদনী রাতে , চাঁদও তোমার হাসিকে ঈর্ষা করে,
তোমার হাসি দেখে প্রকৃতির কোলাহল যায় বেড়ে ,
পাখির কিচির মিচির শব্দে হেসে উঠে... চার পাশ ।
-আমার পাগলু কবি কত রোম্যান্টিক করে বলে ,
-পাগল হয়ে যাবো তো ! এই কবি...
আমি তো তোমার পাগল
আমার চলন বলন জুড়ে থাকবে শুধুই তোমাকে ভালোবাসার পাগলামি ।
-তার পর বল পাগলু... নিঃশ্বাস ভারী হয়ে আসছে...
-খুব শুনতে মন চায় ... খুব...
-তার পর ...
তার পর তোমার গোলগাল মুখের মধ্যমণি নাক টা ,
ছোট নাকফুলটার সুন্দর্য ফুটিয়ে তুলেছে ,
"যেন কোন শিল্পি খুব যত্ন করে তোমার জন্য,
বিশেষ ভাবে তৈরি করেছে নাক ফুল টা।
খুব অদ্ভুত ভাবে তাকিয়ে থাকি আমি । বিষণ ভালো লাগে ।
-হু রাগ ... একদম রাগ করেছি !
-আমার টিপ নিয়ে কিছু বললে না যে ? হু !!
ভালো করে না দেখে, নজরে না পড়া কপালে টিপ টা !
কিছু সময়ের জন্য আমার দৃষ্টি কেড়ে নিয়েছে...
আমি চুপটি করে সে এলো চুলের মাঝে
লুকীয়ে থাকা টিপ দেখে বিষণ মুগ্ধ হয়েছি ।
-হইছে আর বলা লাগবে না ,
-এক দিনে সব বলে ফেললে পরে কি শুনবো ?
তোমার রুপের বর্ণনা আমি প্রতিদিন নতুন করে দেব ইরা !
প্রতিদিব নতুন ভাবে নতুন দৃষ্টিতে রুপের বর্ণনা দেবো তোমার ।
আমার মনের আকাশে প্রতিদিন নতুন করে সাজাবো তোমায় ।
-দেইখ বুড় হয়ে গেলে যেন ভালোবাসা হারিয়ে না যায় ...
আরে পাগলি বুড় হলে ভালোবাসা হারায় না ,
ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে থাকে...
-হাহা কি যে বলে আমার কবি ! ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে থাকে কেমন করে ?
এই ধরো আমাদের ভালোবাসা এখন শুধু একটা রুমের মধ্যে ,
কিন্তু বড় হলে আমাদের ভালোবাসা পুর বাড়ী জুড়ে থাকবে ,
আমাদের পুরো বাড়ীটাই হবে ভালোবাসা মোড়ানো একটি সংসার ।
ভালোবাসা খুব উচ্ছ্বাসে ঘুরে বেড়াবে আমাদের বাড়ীর আগিনায়...
সারা বাড়ী ঝুরে ভালোবাসার মৌ মৌ সুগন্ধে চেয়ে যাবে।
অপরিচিত কেউ আসলেই বুঝতে পারবে এটা ভালোবাসা বাড়ী
-পাগলু আমি মুগ্ধ... মাঝে মাঝে খুব ভয় হয়...
-কোন এক ঝড় এসে যদি আমাদের সব সুখ কেড়ে নেয়...
সেই দিন তুমি খব শক্ত করে ধরে রেখ আমায়..
তুমিও আমাকে শক্ত করে আগলে রেখো...
আমাদের ভালোবাসার শক্তি আমাদের এক করে রাখবে ।
কখনো কোন অশুভ শক্তি আলাদা করতে পারবে না...
ভালোবাসি... পাগলু তোমায়... ভালোবাসি ইরা তোমায়

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯

কায়সার ইয়াসিন বলেছেন: হুট করে মনের DSLR দিয়ে কয়েকটা ছবি তুলে ,
মনের দেয়ালে ঝুলিয়ে দেই ,
তুমি যখন চোখের আড়ালে থাকো
সেই ছবি গুলো দেখেই আমার রাত কাটে।


ভাল বললে ভুল হবে
সুপার ভাই সুপার

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

রওনুক হাসান বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪৫

নূসরাত তানজীন লুবনা বলেছেন: খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কেউ লিখলে বেশ হিংসা লাগে
হিংসিত
X(

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭

রওনুক হাসান বলেছেন: আমি তো এতো গুছিয়ে লেখে পারি না :( আমার মত নিম্ন মানের সাধারণ লেখক কে কেউ হিংসা করলে , সেটাও আমার জন্য অনেক বড় পাওয়া । ধন্যবাদ আপু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.