নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল থেকে মন একদম শূন্যের খাতায়.. তোমার .। যখন তখন হুট করে মন খারাপ হয়ে যাচ্ছে । তবে মন খারাপের কিছু বিশেষ কারণও রয়েছে...। বিশেষ কোন দিন আসলে মন অতীতে ফিরে যায় ! স্মৃতি হাতড়িয়ে বেড়ায় পুরনো কোন বিশেষ দিনে । সেই দিনের সময় সাথে মন পার্থক্য খুঁজে আজকের দিনের ।
অতীতে এই বিশেষ দিন টি তুমি কি ভাবে কাটিয়েছি ?
গত বছরের বসন্ত কেমন ছিল ?
অতীতের বসন্তে কারা কারা ছিল তোমার সাথে ?
গতবছর ভালবাসার লাল গোলাপ কার হাতে দিয়েছিলে ?
কোন এক বসন্তে কার হাত ধরে হেঁটেছি অনেক টা পথ ?
এক এক করে অতীতের বিশেষ দিনের বিশেষ সময় , বিশেষ মানুষ গুলোর কথা ,
বার বার মনে পড়ে যায়... মনে পড়ে যায় তার সাথে কাটানো সুন্দর সময়ের কথা !
একটা সময় , যে মানুষ তোমায় আনন্দ দিয়েছে , বুক ভরা ভালোবাসা দিয়েছে ,
আজ সে মানুষটার কথা মনে করলেই তোমার কষ্ট হয় । বিষণ মন খারাপ হয় !
তুমি বার বার এড়িয়ে যেতে চাও... মন থেকে মুচে ফেলতে চাও সেদিনের বিশেষ অতীত ।
কি অদ্ভুত তাই না ?
এক দিন যার কথা না শুনলে তোমার "বুক ব্যেথা" করত ।
এক দিন যে মানুষ কে না দেখলে মন "চটপট" করতো ।
এক দিন যার হাত না ধরলে হাত টা "বিষণ শূন্য" লাগতো ।
এক দিন যার কথা ভেবে অন্য রকম ভালো লাগা কাজ করত ।
এক দিন যার কথা ভাবলে তোমার খারাপ মন ভালো হয়ে যেত ।
এক দিন যাকে পেয়ে নিজেকে পৃথিবীর সব চেয়ে সুখী মানুষ মনে করতে ।
এক দিন যার কথা ভেবে তোমার সকাল আসতো ।
এক দিন যে ছিল তোমার সব চেয়ে কাছের সব চেয়ে আপন মানুষ ।
হুম দিন শেষে ...
সেই "মানুষ" হুম সেই "মানুষ" টাই আজকের তোমার কষ্টের কারণ !
সেই মানুষ কে তুমি এড়িয়ে যেতে চাও । হাজার চলনায় সেই মানুষকে ভুলতে চাও ।
তোমার কাছে "বর্তমান" টাই আসল । অতীত দুঃসহ যন্ত্রণার ।
কোন কোন অতীত কে ভুলতে হলে " ভালোবাসা নামের নতুন ঢেউ তুলতে হয় ,
এক মাত্র নতুন কোন ঢেউ'ই পারে তোমার মন থেকে কষ্টের অতীত মুচে দিতে ।
তীব্র যন্ত্রণা , মন খারাপ করা , ব্যেথা নামে সব ধূলিকণা মুচে নিয়ে যেতে ।
একটা কালের ঢেউ... একটা ভালোবাসার ঢেউ আজ খুব খুব প্রয়োজন তোমার ।
©somewhere in net ltd.