নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে মানুষ টা তোমার সাথে পরিচিত হওয়ার জন্য বার বার ম্যাসেজ করে যাচ্ছে !
তোমার একটু রিপ্লাইের জন্য অপেক্ষা করে যাচ্ছে...!
তোমার নজরে পড়ার জন্য এক ই পথে হাটার চেষ্টা করছে !
তোমার বন্ধু হবার জন্য বার বার তোমার প্রশংসা করে যাচ্ছে !
একটা সময় তুমি ম্যাসেজ এর রিপ্লাই দাও ,
চ্যাট করতে করতে এক সময় ভালো একটা সম্পর্ক তৈরি হয় ,
পাশা পাশি হাঁটতে হাঁটতে এক সময় নিজের সম্পর্কে অনেক কথা ই বল ।
এক দিন তোমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয় ।
সেই সম্পর্কে সুন্দর একটা নামও আছে " বন্ধু "
চলতি পথে এমন অনেক "বন্ধু" তোমার জীবনে আসে ।
আড্ডা , গান , সুখ দুঃখ , সব কিছু'ই শেয়ার করো প্রিয় বন্ধুর সাথে ।
হঠাৎ এক দিন
তোমার পাশে থাকা বন্ধু টা আর নেই ।
কোন এক সাধারণ কারণে 'ই হোক , অথবা কোন বিশেষ কারণে'ই হোক ,
প্রিয় বন্ধু এবং তোমার মাঝে একটা দূরত্ব তৈরি হয় ।
কখন ইচ্ছায় হয় কখনো বা অন-ইচ্ছায় হয় ।
একটা সময় পাশে থাকা মানুষটাকে যেতে দিতে হয় ,
একটা সময় প্রিয় কোন মানুষ থেকে দূরে চলে যেতে হয় ।
জীবনে কয়েক টি ধাপ রয়েছে , এই ধাপ গুলো তোমার কাছ থেকে,
কিছু প্রিয় মানুষ কে নিয়ে যাবে , নতুন করে কেউ এক জন তোমার প্রিয় হবে ।
একদিন নতুন প্রিয় মানুষ টাও পর হবে , নতুন করে কেউ এক জন তোমার প্রিয় হবার অপেক্ষায় রবে । প্রকৃতির এ নিষ্ঠুর এ নিয়ম আমরা কিছুতেই এড়াতে পারি না।
এভাবেই হয়তো প্রিয় মানুষ গুলোকে এক সময় দূরে ঠেলে দিতে হয় , এক সময় দূরে চলে যেতে হয় । একদম কিচ্ছু করার থাকে না... শুধু নির্বাক হয়ে তাকিয়ে থাকা ।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০
নবাব চৌধুরী বলেছেন: প্রকৃতির অনেক নিয়মই নিষ্টুর,অনেক নিয়মই কঠিন।আমরা আজও পারিনি এগুলোকে জয় করে নিতে,তবে অবিরাম চালাচ্ছি চেষ্টা,সফল হচ্ছিনা কিছুতেই।
তাই এগুলো মেনে নিতে খুব কষ্ট হয়।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৪
সেলিম আনোয়ার বলেছেন: পৃথিবীটা এমনই ।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১০
নূসরাত তানজীন লুবনা বলেছেন: চরম বাস্তবতা
তবে মানতে বেশ কষ্ট হয়