নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রওনুক হাসান

আমি শূন্য অনুভূতির শূন্য লতা ।

রওনুক হাসান › বিস্তারিত পোস্টঃ

আমাদের মা এবং আজকালকার সন্তান

০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৮



আপনারা চার ভাই । কেউ শহরে থাকেন , কেউ পরিবার নিয়ে বিদেশে থাকেন ,
কিন্তু আপনার আম্মা দেখি একা গ্রামের বাড়িতে থাকেন ?

আসলে আম্মা কে তো বলি চলে আসতে কিন্তু উনি থাকতে রাজি না অনার শহর ভালো লাগে না । অনেক চেষ্টা করছি নিয়ে আসতে । আমার বউ তো শাশুড়ির জন্য পাগল ।
বার বার বলে আম্মা কে নিয়ে আসতে কিন্তু আম্মা আসতে রাজি না ।

মায়ের জন্য টাকা পয়সা ঠিক মত পাঠান তো ?
জি প্রতি মাসে ই টাকা পাঠিয়ে দেই...মাস শেষ হওয়ার আগে আগে ।

মায়ের দেখা শুনা করে কে ?
৩০০০ টাকা দিয়ে একটা কাজের মেয়ে রেখেছি মায়ের দেখবাল করার জন্য ।মায়ের কোন কষ্ট হয়না ,মেয়েটা ভালো ই টেক কেয়ার করে ।

"ভাই অনেক হইছে এইবার একটু থামেন !

"ছোট বেলায় তো এই এক জন মা ই আপনাদের চার ছেলে কে একা একাই দেখা শুনা করেছে ! কই মায়ের তো কোন কষ্ট হয়নি । মা তো সেদিন কোন কাজের মেয়ে রাখেনি? আর আজ চার ছেলে বড় হয় একজন মায়ের দেখা শুনা করতে পারেন না ?

আপনি বলেন মা আপনার কাছে থাকতে চায় না ? ভালো লাগে না অনার !
পৃথিবীর এমন কোন মা আছে যে সন্তানের কাছে থাকতে ভালো লাগে না ??
কেন মায়ের ভালো লাগে না সেটা জানতে চেয়েছেন ?
কেন মা আপনার বাড়িতে এসে অল্প কিছু দিন থেকে চলে যায় ?
জানেন মায়ের সেই না বলা গল্প ?
জানেন মায়ের সেই ভালো না লাগার মাঝে কত বেদনা লুকীয়ে আছে ?

মায়ের মনের সেই না বলা বেদনার গল্প বুঝার মত ,শক্তি আল্লাহ্‌ আপনাকে দেয়নি । কিন্তু ছোট বেলায় আপনি যখন কথা বলতে পারতেন না ?

একটু কান্না করলে;ই মা বুঝতে পারতেন । কি কারণে আপনি কান্না করেছেন । কিন্তু আজ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মায়ের মন বুঝার মত শিক্ষা আপনার ভেতর নাই ।

ভাই থামেন আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না আপনার স্ত্রী আপনার খেয়ালই রাখে না আবার আপনার মায়ের খেয়াল রাখবে ! আপনার বাড়িতে মা আসলে "কথায় , "আচরণে" আপনার বউ" হু আপনার বউ বুঝিয়ে দেয়" পারলে আপদ টাকে আজকেই বাড়ি থেকে বিদায় করি ! কত দিন হয়ে গেল যাওয়ার কোন নাম নাই ! প্রতি রাতে হয়তো এই সব বলে বলে আপনার ঘুমও হারাম করে । অস্বীকার করতে পারবেন ?

প্রতি মাসে মা কল করে টাকা চাইলে একটা ঝাড়ি দিয়ে বলেন,
মানুষ এক জন এতো টাকা কি করেন ?
পাই পাই করে হিসেব চান ?
এক মাসের টাকা অন্য মাসে পাঠান !
অথচ ফোন কেটেই আপনি যান বাচ্চার পাম্পার্স কিনতে, স্ত্রী বগুড়ার দই খেতে চেয়েছে এসব না নিয়ে গেলে বাসায় ঢোকা যাবে না আজ !!! মুহূর্তের মধ্যে পাগলের মত হয়ে জান । বউ , সন্তানের ইচ্ছা পূরণ করতে । কই তাদের কাছে কখনো খরচের হিসেব চেয়েছেন ? শুধু মায়ের বেলায় আসলে'ই হিসেব ??

মায়ের জন্য ৩০০০ হাজার টাকায় কাজের মেয়ে রাখছেন"
খুব বড় গলায় বলেন" না ?

আপনার ছেলে মেয়ের দুধ কিন্তুও কিন্তু ৪-৫ হাজার লাগে ! আপনাদের এক দিনের ডিনার পার্টিতেও ১০-২০ হাজার খরচ হয়ে যায় !

আজকে হয়তো আপনার মা " আপনার শহুরে পরিবেশে বেমানান , গ্রাম্য , শক্তি সামর্থ্য হীন। কালকে হয়তো আপনার ছেলে আরও হাই পরবেশে বসবাস করবে, সে দিন আজকের আপনিও কালকে আপনার ছেলের চোখে বেমানান হয়ে যাবেন ।

সে দিন হয়তো দেওয়ালে মাথা ঠুকিয়ে হাও মাও করে কান্না করবেন , মায়ের জন্য অনুতপ্ত হবেন । কিন্তু মা তখন না ফেরার দেশে থাকবে, আপনার অশ্রু মুচে দেওয়ার মতও সে দিন কেউ থাকবে না । কেউ না ... ট্রাস্ট মি ! সে দিন আপনি'ই হবেন পৃথিবীর সব চেয়ে নিঃসঙ্গ মানুষের একজন ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের একধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম
পাপোষ বানাইলে ঋনের শোধ হবেনা।
এমন দরদী ভবে কেউ হবেনা আমার মাগো...

পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া
সেই যে চলে গেল ফিরা আইল না
মায়ে- ঠেকিয়া সন্তানের দায়
অকালেতে প্রাণ হারায়
এমন মায়েরে কেন ভক্তি করনা???

মায়ের জন্য জীবন হোক উৎসর্গীত।

++++++++++++++


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.