নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রওনুক হাসান

আমি শূন্য অনুভূতির শূন্য লতা ।

রওনুক হাসান › বিস্তারিত পোস্টঃ

শুভ কামনা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য

১০ ই মার্চ, ২০১৫ ভোর ৪:০৭

দিন শেষে আমার ভাবনায় বার বার কিছু কথা কড়া নেড়ে যায় ...
আমাদের রাজনীতির মাঠ যদি খেলার মত হতো ,
খেলার মাঠের মত দেশ প্রেম টা রাজনীতির মাঠে ছড়িয়ে যেত !
মাশরাফির মত কেউ যদি নিজের সন্তানের মায়া ছেড়ে দেশের জন্য
খুড়ে খুড়ে হেটে, দেশের মান রক্ষায় জীবন মরণ বাজি রাখতো !
হয়তো বিশ্ব জয় করা আমাদের জন্য অসম্ভব কিছু ছিল না ।

কই আজকের দিন তো কেউ কাউকে কটাক্ষ করে কথা বলেনি ?
কেউ তো আজ বলেনিঃ
ঐ তুই সরকারী দল ! তুই আমার সাথে খেলা দেখতে পারবি না !
ঐ তুই বিরোধী দল তোর সাথে খেলা দেখবো না !
ঐ তুই হিন্দু তুই আমার সাথে খেলা দেখিস কেম ?
ঐ তুই মুসলিম তুই খেলা দেখিস কেন ?

বিজয়ের আনন্দে অভিমান করা মানুষটার কাদে হাত রেখে বিজয় উল্লাস করেছে !
সবার অনুভূতি এক ছিল ! সবার চাওয়া এক ছিল । সবার হাসি এক ছিল ।
বিজয় উল্লাসে একটাই স্লোগান ছিল । "চলো বাংলাদেশ"

খুব অদ্ভুত লাগে । মাত্র ১১ জন মানুষ একসাথে ১৬ কোটি মানুষ কে হাসাতে পারে ।
জয়ের আনন্দনে মন খারাপ থাকা মানুষ টার মনে হাসি ফুটিয়ে দিতে পারে ।

কিন্তু আমাদের শত শত রাজনীতি বিদ মিলিয়েও
দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারেন না ।
একটু সুখ সান্তি এনে দিতে পারে নাহ !

আসলে তাদের মধ্যে দেশ প্রেম নাই ।
সত্যি কারের দেশ প্রেমিকের কাছে সবার আগে দেশ।
তার জলন্ত প্রমাণ " ওরা ১১ জন "

শুভ কামনা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য ।
তোমরা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছ"
সৃষ্টিকর্তা যেন আমাদের সেই শিক্ষা গ্রহণ করার সেই বিবেক দেন ।
দেশ প্রেমে উধবুদ্ধ হয়ে যেন আমারা একসাথে গাইতে পারি"

চলো এক হয়ে পড়ি ঝাপিয়ে
দেবো বিশ্ব এবার কাপিয়ে

মানবোনা আর মানবোনা হার
যাবো এগিয়ে যা আছে তা নিয়ে

চলো বাংলাদেশ
চলো বিশ্ব উঠানে
চলো বাংলাদেশ
চলো বিজয়ের টানে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৫৬

সরদার হারুন বলেছেন: আপনার সাথে সহমত তবে আমার মনে হয় ক্রিকেট হলো মানুষের খেলা । তাই খেলেও মানুষে দেশের জন্য । আর রাজনীতি হলো শয়তানের দাবা খেলা যা খেলে কতিপয় লোকে নিজেদের জন্য যদিয় মুখে বলে দেশের কথা । কাজেই তাদের শ্রেনী ভিন্ন । এটা সারা বিশ্বময় প্রচলিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.