নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্পর্কে মামা , মানে আমার মামার শালা ,আমার সমবয়সী, আমাদের বয়স তখন ১৫-১৬ হবে । মোটা মুটি আমি এবং মামুন বন্ধুর মত" যদিও সম্পর্কে মামা হয় ।
একটু স্কুল বন্ধ হলেই ওদের বাড়িতে বেড়াতে যেতাম । ওদের বাড়ীর সামনে কবরস্থান আছে । রাতের বেলায় চলা ফেরা করতে খুব ভয় লাগে । মামুনের আম্মা এবং ওদের বাড়ীর অনেকের মুখ থেকে শুনেছি ওদের বাড়ীর সামনে কবরস্থানে নাকি ফির আছে ! রাতের বেলায় নাকি রাস্তায় হাটা হাটি করে । আমি মামুন ,রাতে কেরাম খেলতে ওদের ক্লাবে আসতাম , রাতে বাড়ি ফেরার সময় কি যে ভয় লাগতো আমার , মনে হত আমার পিচন দিয়ে কে যেন হাটে কিন্তু পিচনে তাকালে কিছু ই দেখি না । ভয়ে ভয়ে ওদের বাসায় আসি । আমি মামুন এক ই খাটে ঘুমাই ।যথা রিতি আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই । হঠাৎ মাঝ রাতে দেখি মুখের মধ্যে পানি পড়ছে উপর থেকে ছিটকা পানি ... এক বার না কয়েক বার । আমি ভয়ে ভয়ে কম্বল মুড়ি দিয়ে চুপ চাপ শুয়ে থাকি । উফফ কি যে শ্বাসরুদ্ধ কর অবস্থা । মনে পরলেও এখনো গায়ে কাঁটা ধরে যায় । আমি ঘুমের ভান করে শুয়ে থাকি , দেখি মামুন উঠে বসছে । টের পাচ্ছি এখনো পানি ছিটাচ্ছে ! মামুন এই কে কে বলে ডাকছে । ছেলেটার অনেক সাহসও ছিল রাত বিরাতে যেখানে সেখানে বের হয়ে যেত । মামুন ঘর থেকে বের হয় উঠানে এসে দাঁড়ায় । আমি তো ভয়ে কাঁপতে কাঁপতে শেষ । হঠাৎ দেখি মামুন জোরে চিৎকার করে ঘরে এসে মাটিতে লুটে পড়ে । আর ওর মুখ দিয়ে অনবরত ফেনা বের হতে থাকে । বাড়িতে হই চৈ পড়ে যায় । পায়ে তেল মালিস করা হয় । হুজুর এসে যাহ্ ফু করে অনেক খন পর জ্ঞেয়ান ফিরে । সেই রাত যে কি ভয় পাইছি । এর পর থেকে মামুনের সাথে চলা ফেরা করতেও ভয় লাগতো squint emoticon পরের দিন সকালে মামুন কে জিগ্যেস করা হলে ও কিছু ই মনে করতে পারে না ... রাতের ঘটনা । কি অদ্ভুত !!
২| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ৭:১১
টেকি সুফিয়ান বলেছেন: ভূতে যেমন বিশ্বাস নেই, তেমনি কখনো দেখাও হয়নি।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৫ ভোর ৫:১১
চাঁদগাজী বলেছেন:
মামুন হয়তো Sleep Walk সমস্যায় ভুগতো; আপনি ভয় পেতেন, এর বাহিরে কিছু নয়!