নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় হটাৎ করেই ৮ বৎসরের ছোট্ট ছেলেটির মা মারা গেল।
পিতা আবার নতুন করে বিয়ে করলেন,
একদিন ছোট্ট ছেলেটির বাবা তাকে জিজ্ঞেস করলেন,
বলতো তোমার নতুন মা এবং পুরাতন মায়ের মধ্যে পার্থক্য কি ?
বাচ্চাটি বলল আমার নতুন মা সত্যবাদী, আর পুরাতন মা মিথ্যাবাদী ছিল।
বাবা তার ছেলের কথা শুনে চমকে উঠলেন এবং বললেন কেন বাবা ?
তোমার যে মা তোমাকে জন্ম দিল। সে মিথ্যা বাদী। আর যে কয়েক দিন হল আসলো। সে সত্য বাদী হয়ে গেল ?
বাচ্চাটি বলল....
আমি যখন সারাদিন খুব দুষ্টামি করতাম, তখন আমার মা আমাকে বলত তুই যদি এমন দুষ্টামি করতে থাকিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধকরে দিব।
এবং সারাদিন যখন আমাকে খুঁজে না পেত, তখন সারা গ্রাম খুজে. আমাকে ধরে এনে নিজের পাশে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিত।
আর আমার নতুন মা বলে, তুই যদি এমন দুষ্টামি করিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব!!
সত্যি সত্যি আজ তিন দিন যাবত আমাকে কোন খাবার দেয়া হয় নি!!
নিজের মায়ের মত মা,
কেউই পৃথিবী হতে পারে না।
সারা দুনিয়া ৭০বার বিক্রি করলে ও জান্নাতের একটা ইটের মূল্য হবে না,
আর সেই জান্নাত. যদি মায়ের পায়ের নিচে হয়,,,
তবে এই মায়ের মুল্য কত ?
আমরা কি দিতে পারি এই মায়ের যথাযথ মূল্য ?
©somewhere in net ltd.