নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার ভেতরের মানুষ টা যখন প্রতিটি মুহূর্তে.. অন্য এক জন মানুষকে খোজে
বুঝতে হবে , তোমার অনুভূতি গুলো এখন আর তোমার নয়,
অন্য কারো..! অন্য কেউ এক জন বসে আছে চুপটি করে তোমার ভেতরে ।
তুমি খুব বিশ্বাস করে, কারো হাতে তোমার সময় , স্বপ্ন , সুখ , টুকু তুলে দিয়েছ,
কারো মাঝে হারাতে এখন তোমার বিষণ ভালো লাগে ।
খুব অনুভূতি দিয়ে কাউকে ভালবাসতে বড্ড বেশী ভালো লাগে,
তোমার সাদাকালো জীবন টায় কেউ এসে রাঙিয়ে দেয়।
এভাবে সময় গড়াতে থাকে... দিন যায় বছর যায়...
একদিন হুট করে মানুষ টা নিয়ম করে কল করে না,
কথা বলতে গেলে চুপ করে থাকে...
ভালো কিছু বললে রাগ করে !
খারাপ কিছু বললে তো কথা'ই নেই !
বিশাল একটা পরিবর্তন লক্ষ করো তুমি ।
মানুষ টা আগের মত নাই, আগের সেই অনুভূতি নাই!
গল্প করতে করতে কত রাত কাটিয়ে দিয়েছ,
তবুও কথা শেষ হয় না... একটু কথা বলার জন্য কত চট পট করত !
সেই মানুষ টা কি ভাবে এতো বদলে গেল ! কিছু বললেই রাগ করে ,
রাগের মাথায় হয়তো বলেও দেয়ঃ
"তোমাকে এখন আর আমার ভালো লাগে না !
মুহূর্তে তোমার মন থমকে যায়... ভেতর টা দুমড়ে মুচড়ে যায় !
বির বির করে তুমি বলতে থাকোঃ
তোমাকে কল না করে যে আমি থাকতে পারি না ?
রাতে তোমার সাথে কথা না বললে যে ঘুম আসে না ?
মনের কথা গুলো শেয়ার না করলে যে পেটের ভাত হজম হয় না ?
মাঝে মাঝে দেখা না করলে বিষণ অস্থির লাগে ?
তোমাকে ছাড়া একটি মুহূর্ত চলতে আমার বিষণ কষ্ট হবে?
কত আবেগ দিয়ে'ই না কথা গুলো বলছ তুমি ...
মায়াভরা চোখে বেদনার শেষ অশ্রুটুকুও গড়িয়ে পড়ে হয়তো ,
কিন্তু ওপাশের মানুষ টার কাছে সব অর্থহীন লাগে ।
তার অসুন্দর মনের কাছে বিন্দু বিন্দু অশ্রুও মূল্যহীন লাগে ।
তীব্র কষ্টে বুক ফেটে যে কথা গুলো বলেছ তুমি !
হয়তো মন দিয়ে শুনেও নাই মানুষ টা !
" অসুন্দর মনের মানুষ গুলোর ভেতরে "সুন্দর" টা বেশী দিন থাকে না,
একটা সময় ঠিক'ই " তার অসুন্দর মন " ভেতর থেকে বেরিয়ে আসে,
কোন একদিন মানুষ টা তার কাপুরুষত্ব দেখিয়ে দেয়,
নির্লজ্জের মত ফুটিয়ে তুলে তার কুৎসিত মনভাব ।
সে দিন বড্ড দেরি হয়ে যায়... কিচ্ছু করার থাকে না ...কিচ্ছু নাহ !!!
"শুদু মধ্য রাতে ফোন হাতে কারো অপেক্ষায় থেকে চট পট করে মরতে হয় ।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৬
বিজন রয় বলেছেন: অনেক ভাল লিখেছেন।
++++