নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রওনুক হাসান

আমি শূন্য অনুভূতির শূন্য লতা ।

রওনুক হাসান › বিস্তারিত পোস্টঃ

গুরুত্বপূর্ণ পোষ্ট -সৌদি আরব এ ট্রাফিক আইন লঙ্ঘন এবং তার শাস্তি সমূহ।

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৬


১. "নো পার্কিং জোনে" গাড়ি পার্ক করলে - ৯০০ রিয়াল জরিমানা।
২. সেফটি বেল্ট না পড়লে (যাত্রী বা ড্রাইভার উভয়ের জন্য প্রযোজ্য - ৫০০ রিয়াল জরিমানা।
৩. গাড়ি চালানো অবস্থায় মোবাইল ব্যবহার করলে - ৫০০ রিয়াল জরিমানা।
৪. গাড়ি চালানো অবস্থায় কোন কিছু খেলে অথবা পান করলে - ৫০০ রিয়াল জরিমানা।
৫. বাচ্চাদের সামনের সিটে বসালে - ৫০০ রিয়াল জরিমানা।
৬. সিগন্যালে সাদা লাইন অতিক্রম করলে - ৫০০ রিয়াল জরিমানা।
৭. ওভার স্পীড (১ থেকে ১০ কিলোমিটার) - ৫০০ রিয়াল জরিমানা।
৮. ওভার স্পীড (১০ থেকে ২০ কিলোমিটার) - ১০০০ রিয়াল জরিমানা।
৯. ওভার স্পীড (২০ থেকে ৩০ কিলোমিটার) - ১৫০০ রিয়াল জরিমানা এবং ১ থেকে ৩ মাসের জেল।
১০. ওভার স্পীড (৩০ থেকে ৪০ কিলোমিটার) - ২০০০ রিয়াল জরিমানাএবং ১ থেকে ৩ মাসের জেল।
১১. ওভার স্পীড (৪০ কিলোমিটারের বেশি হলে) - ২৫০০ রিয়াল জরিমানাএবং ৩ থেকে ৬ মাসের জেল।
১২. অ্যাকসিডেন্ট করে পালিয়ে গেলে - ২৫০ রিয়াল এবং ১ থেকে ৩ মাসের জেল।
১৩. সিগন্যাল ক্রস করলে - ২৫০ রিয়াল এবং ১ থেকে ৩ মাসের জেল।
১৪. রাস্তার উল্টা দিকে গাড়ি চালালে - ২৫০ রিয়াল এবং ১ থেকে ৩ মাসের জেল।
১৫. মাতাল অবস্থায় গাড়ি চালালে - ৫০০ রিয়াল এবং ১ থেকে ৩ মাসের জেল।
১৬. লাইসেন্স ছাড়া গাড়ি চালালে - ৫০০ রিয়াল এবং ১ থেকে ৩ মাসের জেল।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪১

রানার ব্লগ বলেছেন: সৌদি আরব এঁর ট্রাফিক আইন দিয়া কি করবো, বাংলাদেশের ট্রাফিক আইন নিয়া কিছু লেখেন। তাদের আইন নিয়া তারা ভালো থাকুক।

২| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৬

আহলান বলেছেন: যদি সরকারী কর্মকর্তার গাড়ি রঙ রুটে চলে তাহলে কি রকম শাস্তি হয় ?

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

রওনুক হাসান বলেছেন: কারণ আমরা সেখানে বসবাসরত..

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

রওনুক হাসান বলেছেন: আইন সবার জন্য'ই সমান.. বিশেষ করে ট্রাফিক আইন।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কঠিন অবস্থা !! B:-)

৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৩

এম. এ. কালাম বলেছেন: ভাই, আইনটা তো খুবই সুন্দর। তো বাস্তবায়নের কি অবস্থা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.