নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মক্কায় বিন লাদেন কন্সট্রাকশনের শ্রমিকরা বেতন বকেয়া পরিশোধ না হওয়ায় বিপুল সংখ্যক বাসে আগুন দিয়েছে।
এতে প্রায় পঁচিশটি বাস পুড়ে ভস্ম হয়ে গেছে।
জানা যায় যে বিগত ৪ মাস কেম্পানীর প্রায় ৫০ হাজার কর্মীর বেতন না দিয়ে কোম্পানী বরং তাদেরকে দেশে পাঠানোর জন্য ফাইনাল এক্সিট দিয়ে দেয়,এতে ক্ষুব্ধ হয়ে
গত ১ সপ্তাহ যাবৎ শ্রমিকরা ধর্মঘট,অনশন সহ ব্যাপক আন্দোলন করে যাচ্ছিল।আজ ১লা মে বিশ্ব শ্রমিক দিবসে মনে হয় অধিকার আদায়ের ক্ষোবেই সবাই ফেটে পড়ল।
বিন লাদেন কন্সট্রাকশন বিশ্বের সর্ববৃহৎ একটি ডেভেলপমেন্ট কোম্পানী।মিডলইস্টের বিভিন্ন বড় বড় কাজ বাদেও সৌদি আরবের জাতীয় এয়ারপোর্ট,ক্লক টাওয়ার মার্কেট এবং হোটেলগুলো,রেললাইন তথা যাবতীয় বৃহৎ কাজের জন্য এই কোম্পানীর খুব নামডাক ছিল,কিন্তু গত হজ্বের আগে কাবা শরীফের ক্রেন দুর্ঘটনার দায় এর ওপরে পড়ায় সরকার এই কোম্পানীকে কালো তালিকাভুক্ত করে এবং এর যাবতীয় কার্যক্রম বন্ধ করে (প্রধান দুই মসজিদের)।পরবর্তীতে বিন লাদেন কন্সট্রাকশন বড় ধরনের লোকশানে পড়ে এবং এর সুনাম ক্ষুন্ন হতে থাকে।
সূত্র : আরব নিউজ।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৬ রাত ১২:২২
আরণ্যক রাখাল বলেছেন: বিনোদন