নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রওনুক হাসান

আমি শূন্য অনুভূতির শূন্য লতা ।

রওনুক হাসান › বিস্তারিত পোস্টঃ

কিছু অপ্রিয় সত্য

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২২

বন্ধুদের মধ্যে যে বন্ধুটা সব চেয়ে ভাল অবস্থায় আছে, তার সাথে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করি। আর সব চেয়ে খারাপ অবস্থায় যে আছে তার দিকে সহানুভূতির দৃষ্টি তে তাকাই।

আত্মীয় স্বজনের মধ্যে সব চেয়ে ভাল অবস্থায় যারা আছেন , তারা বেড়াতে আসলে বলি "গরীবের বাড়িতে হাতির পা" আর খারাপ অবস্থায় আছেন এমন কেউ আসলে ঠিক মত কথাও বলি না।

সংসারে যে ছেলে টা সব চেয়ে বেশী ইনকাম করে , তার প্রতি সবার কদর একটু বেশী থাকে। খুব গর্ব করে সবার কাছে তার কথাই বলা হয়। কিন্তু বেকার ছেলেটার কথা মুখে আনতেও কষ্ট হয়।

যে মেয়েটার বড়লোক জামাইয়ের কাছে বিয়ে হয়েছে , তার সুনামে সবাই পঞ্চমুখ। কিন্তু গরীব মেয়েটার দিকে কেউ ফিরেও তাকায় না।

আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি শিল্পপতি থাকে , তার পরিচয় দিয়েই আমরা নিজেদের পরিচয় দেই।

সুনাম , সম্মান আমরা যতই বলি "টাকায় আসেনা", কিন্তু টাকা ছাড়া আপনি সুনাম , সম্মানের অস্তিত্বও খুঁজে পাবেন না।

একটা মানুষ অনেক খারাপ, মিথ্যে কথা বলে, বাটপার টাইপের , সেও যদি সফল হয়ে জীবনে। সবাই তার সমফলতার গানই গাইবে। সফলতার কাছে ম্লান হয়ে যাবে তার খারাপ দিক গুলো।
পকেটে টাকা থাকলে দেখেবন , বন্ধু বলুন, গার্লফ্রেন্ড বলুন, পরিবার বলুন আত্মীয়স্বজন বলুন সবাই আপনার প্রতি অনেক খুশী।

জীবনে কিছু করতে না পারলে দেখবেন, আপন মানুষ গুলোও অন্যের সাথে আপনার তুলনা দিয়ে বলবেঃ
কি দিছিস তুই আমারে ? অমুকের ছেলেতো তার মায়ের জন্য দশ ভরি গহনা আনছে( এটাই হচ্ছে অপ্রিয় সত্য)
এককথায় খারাপ পথে হোক আর সৎ পথের হোক সমস্যা নাই তবুও জীবনে সাকসেস হওয়া চাই ।
তিতা সত্য হচ্ছে এই সমাজে টাকাই সম্মান আনে,
সততা আর আদর্শ নিয়া বসে বসে মুড়ি চাবাইলে দেখবেন, পাশে বসা গার্লফ্রেন্ড হুট করে হাওয়া। এটাই বাস্তবতা।

কাজে নেমে পড়ুন সময় নষ্ট না করে , টাকার পিছনে দৌড়ান। দেখবেন একদিন টাকা ঠিকই ধরা দেবে। সাহস পরিশ্রম আর ধৈর্য কে কাজে লাগিয়ে এগিয়ে যান। সফলতা আসবেই।

রওনক হাসান নূর

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৯

uzzalhosain বলেছেন: ঠিক কথা বলছেন ভাই ।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: একদম ১০০% বাস্তব বলেছেন।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১১

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন। ১০০% ঠিক।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৩

মুক্তা নীল বলেছেন: হুম, কথাগুলো বাস্তব জীবনের এপিঠ /ওপিঠ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.