নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#স্কুলে যাওয়ার সময় সূর্য টা আমার সাথে হাঁটতো !
#পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে থাকতাম চাঁদের বুড়ীটাকে খোঁজার জন্য। চাঁদের মধ্যে দেখতে পাওয়া ছায়ার মত বসে থাকা জিনিষ টাকে মাঝে মাঝে গাছ মনে হতো, মাঝে মাঝে ভাবতাম, চাঁদের বুড়ী কুঁজো হয়ে বসে আছে।
#স্কুলে যাওয়ার সময় হাতে একটা বেত রাখতাম, রাস্তার পাশের গাছ গুলারে সে কি মাইর " পড়া শিখিস নাই কেন ?
#রাতে কান্না করা যাবে না বাঘ মামা আসবে !
#কথা বলার সময় টিকটিকি "টিকটিক" করা মানে আমার কথা সত্য।
#যে কোন ফলের বিচি খেয়ে ফেললে , সহপাঠী রা বলতো পেটে গাছ হবে , ভয়ে রাতে ঘুম নাই !
#তেঁতুল গাছের নীচ দিয়ে হাঁটতে নেই , তেঁতুল গাছে ভূত থাকে।
#যখন বউ জামাই খেলতাম , তিন বার কবুল বলা যাবে না বললেই সত্যি সত্যি বিয়ে হয়ে যায় , কেউ যদি বলে অরে সে কি লজ্জা।
#যজ্ঞডুমুর ফল দুই রকমের এর হয় একটা খাওয়া যায় , আরেক টা আছে ওটা খেলে মানুষ পাগল হয়ে যায়।
#রাতে বাসার পাশের হাসনাহেনা ফুলগাছটার কাছে যাওয়া যাবে না ,ফুল গাছে সাপ থাকে।
#দাঁত পড়লে ইঁদুরের গর্তে গিয়ে ফেলতে হবে তাহলে ইঁদুরের মত চিকন দাঁত উঠবে।
#ডাক্তারের নাম শুনলেই ভয় লাগতো ডাক্তার শুধু ইনজেকশন দেয়।
#লেখা পড়া করলে মানুষ বড় বড় গাড়ীতে ছড়তে পারে।
# কবরস্থানের সামনে দিয়ে হাঁটতে ভয় লাগতো, কবরস্থানে জীন থাকে।
#আকাশের উপরে আরো সাতটা আসমান আছে আল্লাহ্ ওখানে থাকেন আল্লাহ্ অনেক বড় হয়।
আরো অনেক আছে মনে পড়তেছে না
২| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা !
কত সহজ সরল থাকে বিশ্বাস গুলো
অল্পতেই সূখও যেমন কষ্টও তেমন অল্পতেই!
ট্রেনে যাবার সময় - আহা গাছগুলো কি ভীষম জোরে উল্টো দিকে দৌড়ায়
পুকুরের জলে চাড়া দিয়ে ব্যাঙ খেলা
চুমু খেলে পেটে বাচ্চা হয়ে যায়
জানালার ঘুলঘুলি দিয়ে ঘরে ঢোকা জোছনার নক্সায় কি বিস্ময়!
কুপির শিখায় আঙুল দিয়ে কাটাকাটি!
আহা! কই গেল সোনালী সে দিন!!!!!!!
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১০
ফয়সাল রকি বলেছেন: আরো যে কতকিছু ভাবতাম...
+++
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৮
রাজীব নুর বলেছেন: এগুলো ফেসবুকে বিভিন্ন পেজে দেখেছি।
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
মাহমুদুর রহমান বলেছেন: পোষ্টে ভালো লাগার স্মারক লিপি রেখে গেলাম।