নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রওনুক হাসান

আমি শূন্য অনুভূতির শূন্য লতা ।

রওনুক হাসান › বিস্তারিত পোস্টঃ

#কেউ_কথা_রাখেনি ফেসবুক ভার্সন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৭



কেউ কথা রাখেনি, দশটি বছর কাটলো ফেসবুকে,
কেউ কথা রাখেনি!
ফেসবুকে সেলফি আপলোড করার পর এক সুন্দরী রমণী লাভ রিয়াক্ট দিয়ে কমেন্ট করেছিল !
ইনবক্সে এসো তোমার সাথে গল্প করবো !!
তার পর কত দিন ইনবক্সে নক করা হলো,
কিন্তু সেই রমণী সিন করে আর রিপ্লাই দিলো না!
দশটা বছর হলো ফেসবুকে আসি।

ফেসবুক সিলেব্রেটি আক্কাস আলি বলেছিল !
স্মার্ট হও বেটা!
তোকে আমি সুন্দর সুন্দর রমণী দের আই ডি সাজেস্ট করবো।
যাদের প্রোফাইল ছবি দেখলে'ই তুই সেকেন্ডে সেকেন্ডে ক্রাশ খাবি।
আক্কাস আলি! আমি আর কত স্মার্ট হবো? জিনস প্যান্ট ছেড়ে, থ্রি কোয়াটার প্যান্ট পরে ছবি আপলোড দিয়েছি !
তারপর কি জাইংগা পরে ছবি আপলোড দিলে!
আমি সুন্দরী রমণীদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাবো ?

একটা মেয়েকেও পটাতে পারিনি কখনো !
আমাকে ট্যাগ মেরে মেরে রমণীদের সাথে ছবি আপ দেয় ফেসবুকের বখাটে ছেলেরা!!

বিখারির মত বন্ধুদের প্রোফাইল ঘুরে ঘুরে দেখছি, বন্ধুদের বিয়ের ফটোগ্রাফী। DSLR দিয়ে কত অঙ্গভঙ্গি করে'ই না ছবি তুলেছে তারা! আমার একটা ছবিও তুলে দেয়নি !!

ব্যাচেলর বন্ধু মফিজ কাঁধ ছুঁয়ে বলেছিল !
দেখিস একদিন আমাদেরও অনেক মেয়ে ফ্রেন্ড হবে!
সেই মফিজের রিলেশনশিপ স্ট্যাটাস এখন এংগেজ দেয়া!
কিন্তু সেই ম্যারিড! সেই এংগেজ! সেই ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস আমার আর দেওয়া হলো না ।

একদিন জরিনা আমার ওয়ালে পোষ্ট করে বলেছিল ,
যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে
সেদিন তোমার রিলেশনশিপ স্ট্যাটাসও পরিবর্তন হবে।
জরিনার মন পাবার জন্য তার প্রতিটি পোষ্টে লাইক দিয়েছি,
প্রতিটি ছবিতে কমেন্ট করেছি, রাতের পর রাত জরিনার সাথে চ্যাট করেছি । তবুও কথা রাখেনি জরিনা ।
এখন তার প্রোফাইলে সাদা ফ্রেমের সেই দূসর ছবি।
এখনোও জরিনার ব্লক লিস্টেই আছি।
দশটা বছর হলো.. জরিনা ব্লক খুলে না...

কেউ কথা রাখেনা...

মূল কবিতা- সুনীল গঙ্গোপাধ্যায়

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩

পবিত্র হোসাইন বলেছেন: হা হা হা ... B-)

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: হায় কপাল!!!!

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: দুঃখজনক! আমাকে অবশ্য দুয়েকজন বিভিন্ন সময় নক দিয়েছে, আগ্রহও দেখিয়েছে কিন্তু একসময় দমেও গেছে। কেন দমে গেছে বুঝি না। হতাশ হয়ে মনে হয়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১

রওনুক হাসান বলেছেন: সবই কপাল

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৯

সাকিব শাহরিয়ার বলেছেন: াহা!!

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১২

রওনুক হাসান বলেছেন: B-)

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: B:-/B:-/B:-/B:-/B:-/

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

জাহিদ অনিক বলেছেন:

হা হা হা হা হা হা হাআহ

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই কবিতাখানি ফেসবুকে পোস্ট করে বুস্ট করেন, ব্লগে লিখে ফল পাবেন না ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.