নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রওনুক হাসান

আমি শূন্য অনুভূতির শূন্য লতা ।

রওনুক হাসান › বিস্তারিত পোস্টঃ

গল্পটা বন্ধুত্বের ভালোবাসা"

০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:১৮

"গল্পটা বন্ধুত্বের ভালোবাসা"
বাস্তব জীবন থেকে নেয়া

প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা কথা হয়। কখনো স্কাইপে কখনো ইয়াহু মেসেঞ্জারে। তখনকার সময় ইমো অথবা ফেসবুক এতোটা জনপ্রিয় ছিলনা। যারা অনলাইনে আসতো স্কাইপ অথবা ইয়াহু তে কথা
বলতো। দু টি মানুষ পৃথিবীর দুই প্রান্তে থাকে। সরাসরি দেখা হয়নি এখনো। আদর করে কখনো ময়না কখনো কুটু কুটু বলে ডাকে । ভার্চুলা জগতে তাদের আরো কিছু বন্ধু বান্ধুবী ছিলো।একটি প্রাইভেট গ্রুপ চ্যাট রুমে তারা সবাই নিয়মিত আড্ডা দেয়। তাদের মধ্যে অনেকেই সম্পর্কটাকে সহজ ভাবে নিতে পারেনি। আবার অনেক বন্ধু ওদের পিছনে সমালোচনা করেছে । কেউ কেউ বলেও দিয়েছে তোরা কি দুজন দু জন কে ভালবাসিস ?
ছেলেটা এক কথায় বলে দেয় আরে নাহ। আমরা খুব ভালো বন্ধু । ভাই বোনের মত বন্ধু । মেয়েটাকে জিগ্যেস করলেও ঠিক একই ভাবে উত্তর দেয় । কিন্তু ওরা দু জন দু জনের সাথে প্রতিদিন কথা না বললে থাকতে পারে না । বিষণ মিসস করে । এভাবেই দুই প্রান্তের দু জন মানুষ বন্ধুত্ব নামের কঠিন কোন বাঁধনে আটকা পড়ে যায়।

এক দিন হঠাৎ মেয়েটাকে অনলাইনে খুঁজে পায় না ছেলেটা । স্কাইপে নক করে ইয়াহু তে নক করে। চ্যাট রুমে গিয়ে খোঁজে। আড্ডা দেওয়া প্রত্যেক টা জায়গায় খোঁজে ! কিন্তু মেয়ে টা কোথাও নেই। হুট করে ছেলেটা তার সুখ দুঃখের সাথী কে খুঁজে পাচ্ছে না । মোবাইল নাম্বারে কল করেও পাওয়া যাচ্ছে না। প্রত্যেক চ্যাট গ্রুপ গুলোতে তন্ন তন্ন করে খুঁজেও তবুও কাছের মানুষ টা নেই। কুয়েকজন বন্ধু কে জিগ্যেস করে।
তোরা কেউ ময়না কে অনলাইনে দেখেছিস?
কেউ কি ময়নার কোন খবর জানিস ?
কেউ কেউ সত্য বলে ! কেউ কেউ হেসে উড়িয়ে দেয় ...
কেউ কেউ উপহাস করে বলে " তোর ময়না উড়াল দিয়েছে "
মানুষ গুলো বড় অদ্ভুত হয়, খারাপ সময় সান্তনা দিতে জানে না।
খারাপ সময় পাশে থাকতে জানে না। শুধু উপহাস করতে জানে, মজা নিতে জানে । হুট করে প্রিয় বান্ধুবীর হারিয়ে যাওয়া। কথা না বলা, কারণ ছাড়া দূরে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারে না ছেলেটা ।

প্রতিদিন আড্ডায় গানে মাতিয়ে থাকা ছেলেটা হুট করে নীরব নিস্তব্দ হয়ে যায়। অদ্ভুত এক ভাবনা ছেলেটার মনকে বিষণ্ণ করে তুলে ।ছেলেটা কিছুতেই মন কে বুঝাতে পারে না ! সব সময় ময়নার সাথে কাটানো সময় গুলো মনের কোনে এসে টুপ করে, জানিয়ে দিয়ে যায় " তুই ময়না শূন্য " তুই কাছের কোন বন্ধু শূন্য" তীব্র যন্ত্রণা নিয়ে চট-পট করতে করতে এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় ।

পরের দিন ময়না অনলাইন হয়
ছেলেটাকে নক করেঃ
কিরে ময়না কেমন আছিস ?
-ভালো ! তুই ?
ভালো আছি । ময়না আমি অনেক হ্যাপি আজকে
-কেন ?
আই এম ইন লাভ ময়না ...
-বাহ খুশির খবর তো! কাকে ?
পিক দিচ্ছি দেখ ! পচন্দ হইছে ময়না ?
-হুম ।
ছেলেটার নাম অভিক।
-হুম।
হুম হুম করতেছিস কেন? ময়না তোর কি মন খারাপ ?
-কই না তো !
এক দিন কথা বলিনি দেখে রাগ করেছিস ?
-নাহ
ময়না ওর কথা সবার আগে তোকে বলতে আসছি ।
তুই তো আমার সব চেয়ে কাছের মানুষ ।
সুখ দুঃখ সব তো" মন খুলে তোকে ই বলি।
-হুম ভালো
তুই এমন চুপ করে থাকলে মন খারাপ হয়ে যায় । কি হইছে তোর ?
-কিছু হয়নি । আমি ভালো আছি । এই বলে ছেলেটা চুপ করে আছে।

কিরে চুপ করে আছিস যে ?অ্যান্টির কিছু হয়েছে বাড়িতে ?
অ্যান্টি ভালো আছে তো ?
-হুম সবাই ভালো আছে ।
মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে কান্না করে দেয় ।
ময়না তোর মন খারাপ দেখলে, চুপচাপ থাকলে আমার কষ্ট হয় ।
বল কি হইছে ? কেন রাগ করে আছিস ?
মেয়েটার কান্না দেখে ছেলেটা আর চুপ থাকতে পারেনি।

ছেলেটা এক এক করে বলতে থাকে
"তোরে কত কত মিস করেছি ।
ঠিক মত ঘুমতে পারিনি। কত জায়গায় খুঁজ করেছি তোকে। তুই কোথাও নেই । মোবাইল টাও রিসিভ করলি না। তুই আমাকে বলে গেলে পারতিস। আমার আর এতো টেনশান করা লাগতো না। আমি ভাবলাম কোন সমস্যা হয়েছে কিনা।

ময়না সরি আর এমন ভুল হবে না । আমি খুব সরি।

ছেলেটার মন কিছুটা হালকা হয়, দুই দিন জমিয়ে রাখা কষ্টের কথা ,
প্রিয় মানুষের কাছে বলে অনেক টাই হালকা লাকছে ছেলেটার।
আচ্ছা সরি বললে হবে না... কই ছিলি কি হইছে সব বল !
ময়না সত্যি প্রেমে পড়ছি , একটা ছেলের সাথে রিলেশান হইছে ।
-আমাকে আগে বললি না কেন ?
অনলাইনে সম্পর্কের কথা শুনলে তুই রাগ করবি তাই ।
-হু এখন তো আর আমার জন্য তোর সময় হবে না , BF নিয়ে ব্যাস্ত থাকবি । এই কথা বলেই ছেলেটা হেসে দেয় ।
ময়না ছেলেটা আমাকে একটা শর্ত দিয়েছে
-কি শর্ত ?
অনলাইনে কোন ছেলের সাথে কথা বলতে পারবো না ।
তোর সাথেও কথা বলতে না করছে ।
-তুই কি বলছিস ?
বলছি তোর সাথে কথা না বলে থাকতে পারবো না ।
যদি আমার সাথে সম্পর্ক করতে হয় " ময়না" কে মেনে নিয়েই করতে হবে...
কারণ তুই আমার জীবনের প্রথম এবং এক মাত্র বন্ধু। আমার সুখে দুঃখে তোকে আমি সব সময় পাশে পেয়েছি।

ছেলেটার মন মুহূর্তের মধ্যে হেসে উঠে ।
মেয়েটা বলে... কক্ষনো আমাকে ছেড়ে যাবি না। আমরা বন্ধু হয়ে আজীবন থাকবো
-আচ্ছা ঠিক আছে ময়না । আমাদের বন্ধুত্ব জনম জনমের।

লাভ ইয়উ ময়না ..

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা।আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়, বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায় না।

২| ০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

রাজীব নুর বলেছেন: আধুনিক গল্প।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.