নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রওনুক হাসান

আমি শূন্য অনুভূতির শূন্য লতা ।

রওনুক হাসান › বিস্তারিত পোস্টঃ

এই শহরে আমি

২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:২৫

এই শহরে আমি
---- রওনক হাসান নূর

এই শহরে আমি কারো প্রেমিক হতে আসিনি
আমি এসেছি রক্ষক হতে
রাতবিরাতে কারো নিরাপত্তার আশ্রয় হতে।

এই শহরে আমি সুখী হতে আসিনি
আমি এসেছি সুখে রাখার প্রত্যয় নিয়ে
যখন তখন কারো সুখের কারণ হতে।

এই শহরে আমি রাজা হতে আসিনি
আমি এসেছি রাজকন্যার বাবা হতে
রাজকণ্যাকে কাঁদে শুইয়ে সারা বাড়িতে সুখ খুঁজতে।

এই শহরে আমি স্বপ্ন দেখতে আসিনি
আমি এসেছি স্বপ্ন বিলাতে,
কারো স্বপ্নের বাস্তবিক রূপ দিতে
রাত-দুপুরে ঘুম ভাঙ্গা দুঃস্বপ্নের সান্ত্বনা হতে।

এই শহরে আমি ভালবাসতে আসিনি
আমি এসেছি ভালবাসায় আগলে রাখতে
ঢেউ তোলা বুকে ধড়ফড় করা ভালোবাসি হতে।

এই শহরে আমি কাঁদতে আসিনি
আমি এসেছি কারো গগনে জমাট বাঁধা মেঘ হতে
শূন্যতার গড়িয়ে পড়া অশ্রু হতে।

এই শহরে আমি গোধূলি বিকেল হতে আসিনি
আমি এসেছি বেলকনিতে দাঁড়িয়ে থাকা সুখ হতে,
খোলা কেশে মৃদু হাওয়া হতে
মেঘলা গগনে একলা কোন বিকেল হতে।

এই শহরে আমি ভরা জ্যোৎস্না হতে আসিনি
আমি এসেছি কারো অশ্রু ভেজা উপাধান হতে
আমি এসেছি কারো ছটফট করা শূন্যতার সাক্ষী হতে।

এই শহরের বুকে আমার নিজের কোন অস্তিত্য নেই,
আমি প্রকৃতির এক অদ্ভুত শূন্য,
ধরা যায়না-ছোঁয়া যায়না শুধুই অনুভব করা যায়,
এমন এক নিদারুণ অনুভূতি এই শহরে আমি।

২১/০৩/২০১৯

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

আকিব হাসান জাভেদ বলেছেন: এই শহরের প্রতিটি জিনিসই ব্যাতিক্রম । আমি ভাবি একভাবে এই শহরটা আমাকে ভাবায় আরেক ভাবে । শুধু শহরের বালুকণা গুলো আমার সবচেয়ে আপন ।

সকলের শহরটা টিকে থাকুক তার মতো আপন করে ।
সুন্দর কবিতায় +++++

২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:০৬

রওনুক হাসান বলেছেন: শুকরিয়া

২| ২১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

মাহমুদুর রহমান বলেছেন: অত্যান্ত মনোমুগ্ধকর কবিতা!

২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:০৬

রওনুক হাসান বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৩| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:০৭

রওনুক হাসান বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৪| ২২ শে মার্চ, ২০১৯ রাত ২:০২

আকতার আর হোসাইন বলেছেন: এই শহর! এই শহর!! এই শহর!!!
এই নেক্রোপলিসের শহর? এই স্বর্গীয় শহর? এই বিষাদের শহর?


যাকগে আপনি লিখেছেন

এই শহরে আমি রাজা হতে আসিনি
আমি এসেছি রাজকন্যার বাবা হতে

তো রাজকুমার কি দোষ করল।


আজ্ঞে, আপনি পুরুষ বিদ্বেষী নয়ত আবার, হাহাহা?

২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:০৫

রওনুক হাসান বলেছেন: ক্রিটিক্যাল কমেন্ট ! ভাবনা আমার অনেক সহজ ছিলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.