![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।
ঢাকা শহরের মাঝে হাতিরঝিল ছিলো বড় একটা প্রকল্পের অংশ । যা করার ফলে আসলেই ঐ জায়গার সৌন্দর্য অনেক গুন বেড়ে গেছে । সাথে সাথে পরিবেশ এর জন্যও এটি অনেক ভালো দিক হয়েছে ।হাতিরঝিল এর ভিতরে যে কাজ হয়েছে বা হচ্ছে তা আসলেই অনেক ভালো হয়ছে ।
কিন্তু সমস্যা হচ্ছে কোন যানবাহন হাতিরঝিল এ ঢোকা বা বেরিয়ে যাবার ব্যাপারে । রামপুরার দিকে হাতিরঝিল এর যে দুইটা সংযোগ সড়ক আছে , যাতে হাতিরঝিল থেকে বেড়িয়ে যাওয়া বা হাতিরঝিল এ ঢোকার ব্যাপারটা থাকে । কিন্তু এই অংশে যে অপরিকল্পনা বা অব্যবস্থা লক্ষ্য করা যায় , তাতে পুরা হাতিরঝিল এর তৈরীর উদ্যোগই অনেক বড় একটা প্রশ্নের মূখে পড়ে । যাদের রামপুরা , বাড্ডা দিকে যাতায়াত করার অভ্যাস আছে তাদের হয়তো এই ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা আছে ।
এতো বড় একটা প্রকল্প করা হলো অথচ রামপুরা-বাড্ডা দিকে এই সংযোগ সড়কটা হয়েছে খুব নিম্নশ্রেনীর পরিকল্পনার অংশ । এইদিকে পুরাই একটা হ-জ-ব-র-ল অবস্থা যানজট এর । যা শুধু মাত্র এই হাতিরঝিল এর কারনেই হয়ছে ।
অপর দিকে হাতিরঝিল এর পানি নিষ্কাশন ব্যবস্থা এর পরিকল্পনা করা হয়ছিলো তার এখনো সুফল তো দেখলামই না বরং সেই পরিকল্পনায় বিশাল গলদ ছিলো তা একবার কেউ এখন হাতিরঝিলে আসলেই বুঝতে পারবে । রামপুরা ব্রিজ এর কাছে যে সুইচ গেট করা হয়ছে তা এখন পুরাই অসফল পর্যায়ে । তবে এই দিকের কাজের এখনো সমাপ্তি হয়ে উঠে নাই । কিছু কাজ আছে যা করলে হয়তো পানি নিষ্কাশন কিছুটা ভালো হয়ে উঠলেও হইতে পারে ।
হাতিরঝিলের রাতের সৌন্দর্য দেখতে অনেকেই আসে কিন্তু ইদানিং অনেক ক্ষেত্রেই সেই সৌন্দর্য এর কিছুটা কমতি লক্ষ্য করা যাচ্ছে । অনেক ক্ষেত্রেই আলোক ব্যবস্থা নষ্ট হয়ে গেলেও তা ঠিক করার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে না ।
তবে ইদানিং পুরা হাতিরঝিল এর চারপাশে যে ওয়াল বানানো হইলো তা একটি ভাল উদ্যোগ ছিলো ।
যাই হোক পরিশেষে বলতে চাই যে, এই প্রকল্প যাতে আমাদের ঢাকা বাসির জন্য আরো সুফল বয়ে আনুক ।
ফেসবুক এ যে কেউ আমাকে ফলো করতে পারেন
©somewhere in net ltd.