নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি ।\nচলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । \nদেখি দারুন একটা সময়ের ।\nআমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।\n

রনিখান রন

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।

রনিখান রন › বিস্তারিত পোস্টঃ

পুলিশ এবং তার ভুড়ির কেচ্ছা ! :D :((

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

এই একটা জিনিস মাঝে মাঝেই আমাকে ভাবায় । ইশ অনেকটা ইচ্ছাই ছিলো যে একরাত জেলখানায় থাকার । অনেক বইয়ে জেলখানার কথা অনেক পড়েছি তো তাই এই রকম আজব এক ইচ্ছা মনের মধ্যে বাস করতাছে ।

একদিন বা দুইদিনের জন্য কারাবাস আসলে মন্দ হয় না । অনেক অভিজ্ঞতাও কিন্তু অর্জন করা যাবে সেই মুহূর্তে । হয়তো আমার এই লেখার কারনেও আমাকে জেলে যাইতে হলেও হতে পারে । কারন আমি এখন এমন কিছু লেখতে যাইতাছি যাতে ঐ রকম কিছু একটা হয়ে গেলেও হতে পারে ।



পুলিশ নিয়ে অনেক লেখালেখি হয়ে গেছে । এই ক্ষেত্রে বেশিরভাগই তাদের মন্দ কাজের জন্য লেখালেখি করছে অনেকেই । আমি হয়তো সেই পথে পা বাড়াতে চাইছিলাম কিন্তু পরে ভাবলাম অন্য রকম কিছু লেখার চেষ্টা করে দেখি আমাদের দেশের পুলিশদের নিয়ে । সেই ভাবনা থেকে লেখতে বসে গেলাম । কিন্তু কিছুতে কিছু হচ্ছে না । মনের মাঝে শুধু ঘুষ নেওয়া ছবি ভেসে উঠে ।



পুলিশের স্বাস্থ্য নিয়েই বরাবরই আমার বেশ কৌতুহল কাজ করে থাকে । আমি বুঝি না কেন চাকরী নেওয়া কিছু দিন পরই তাদের ভুড়ি বেড়ে যায় । অনেকটা বিয়ে করার পর মেয়েদের স্বাস্থ্য বেড়ে যাওয়ার মত । আমাদের দেশের বেশিভাগ পুলিশ অফিসারদেরই শারিরীক অবস্থা ঠিক থাকে না তাদের কর্মজীবনে । কেমন জানি একটা বেঢপ আকার হয়ে যায় তাদের । আমি যে এলাকাতে থাকে সেই এলাকায় প্রায়ই একজন পুলিশ সদস্যকে দেখতে পাই । কিন্তু আমার খুব অবাক লাগে যখন তার সাইজখান দেখি । আর ভাবতে থাকি যদি এই ব্যক্তি চোর, ছিনতাই কারী দের ধাওয়া দেয় তখন অবস্থাটা কেমন হবে ।অনেকটা পিপড়ার পিছে হাতি দৌড়ানোর মত অবস্থা হতে পারে ।



কারো শারিরীক অবস্থা নিয়ে বাজে মন্তব্য করার কোন ইচ্ছাই আমার নেই কিন্তু একটা দেশের আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রন করবে শারিরীক ফিটনেস ধরে রাখতেই হবে তাদের । এবং তাদের নিয়োগের সময়ও এই ফিটনেস জিনিসটার উপর ভালো করে লক্ষ্য রাখতে হবে কতৃপক্ষের । কিছু কিছু পুলিশ সদস্যদের হাতে অস্ত্র দেখে নিজেই ভয় পেয়ে যাই । কারন ঐ অস্ত্রে ভারে সে প্রায় পড়ে পড়ে যায় অবস্থা । তাহলে এদের দিয়ে কেমন করে আইন শৃঙ্খলা ঠিক করা যাবে ।



একজন সামরিক বাহিনীর সদস্যের চলাফেরার সাথে আকাশ পাতাল পার্থক্য লক্ষ্য করা যায় একজন্য পুলিশ সদস্যের । একজন পুলিশ সদস্য যখন ট্রেনিং শেষে কর্মক্ষেত্রে যোগ দেওয়ার পর তার ফিটনেচ ধরে রাখার কোন চেষ্টাই থাকে না । র‍্যাব বা আর্মিদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় না । যেমনটা দেখা যায় পুলিশদের ক্ষেত্রে । আর আমার কল্পনায় শুধু ভুড়িয়ালা পুলিশদের দেখি । আর আমাদের দেশিও চলচ্চিত্রেও তাদের এই একই মহিমায় দেখানো হয়ে থাকে ।



কোন মানুষের শারিরীক কোন অবস্থাকে হেয় করার জন্য লেখাটা হয় নাই ।লেখাটা শুধু কিছু না পাওয়া প্রশ্নের উত্তর জন্য লেখা হয়ছে ।



ফেসবুক এ যেকেউ আমার সাথে যুক্ত হতে পারেন

Ronykhan Ron

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮

মি: জন বলেছেন: সহমত ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

রনিখান রন বলেছেন: সহমত হইবার জন্য অনেক ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.