![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।
সৃষ্টি শুরু থেকেই বিবর্তন হয়ে আসতাছে প্রায় সব ক্ষেত্রে । মানুষের সামাজ ব্যবস্থায় এখন যেমন পরিবর্তন এসেছে ঠিক তেমনি এসেছে প্রত্যেকটা মানুষ জীবন চলাতেও । সেই ক্ষেত্রে রোগ-শোক এর পরিমানও দিন দিন যেন বেড়েই চলতাছে । আজ এই ভাইরাস এর আগম তো কাল ঐ ভাইরাস এর আগম । রোগ গুলোর সাথে পাল্লাদিয়ে উন্নত হচ্ছে চিকিৎসা পদ্ধতির ক্ষেত্র ।
সেই লক্ষ্য কে সামনে রেখে ডাক্তার হওয়ার প্রবণতা বেড়ে গেছে প্রায় সব দেশেই । রোগী থেকে রোগ দূর করার জন্য মহান ব্রত নিয়ে এই পেশায় জড়িত হওয়ার জন্য অনেকেই আগ্রহী হয়ে থাকে । আমাদের দেশেও ইদানিং ডাক্তারি পড়ালেখা জন্য অনেক ছেলেমেয়ে ইন্টার পরীক্ষার পর অনেক আশা নিয়েই থাকে । প্রত্যেকের লক্ষ্যই কিন্তু তখন থাকে মানুষের সেবা করা ।
যাকে বলে মহৎ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে প্রতিক্ষায় থাকা । জিনিসটা ভাবতেই ভালো লাগে যে , আমাদের দেশের তরুনেরা সেবার ইচ্ছা নিয়েই ডাক্তারী পড়ার স্বপ্ন দেখে । কিন্তু বাস্তব জিনিসটা বড়ই ভিন্ন । একজন ছেলে বা মেয়ে যখন ডাক্তারি নিয়ে লেখাপড়া করে তখন তার পরিবারের অনেক অর্থই শুধু ব্যয় হয় এই ক্ষেত্রে । যেন ডাক্তারি শেষ হলেই তা শুদে আসুলে উসুল করা হইবে এমন কিছু এবং সত্যিটাও এমনি হয়ে থাকে ।
যে একটা ছেলে বা মেয়ে জীবনের প্রথম দিকে ইচ্ছা প্রকাশ করতো শুধু মানুষের সেবা করা জন্য ডাক্তারী পড়া কিন্তু সেই তারাই ডাক্তারী পড়াকালীনই স্বপ্ন দেখতে থাকে কত বেশিটা টাকা উপার্জন করা যাবে । অবশ্য কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে তবে অধিকাংশই তখন এই ধরেন ম্যনন্টালির ধারক হয়ে যায় ।
এই ক্ষেত্রে দোষ কিন্তু তাদের না শুধু বরং দোষ আমাদের এই ডাক্তারী শিক্ষা ব্যবস্থার । । কারন এটা করতে অনেক খরচ হয়ে যায় । খরচটাও কিন্তু মোটেও কম কিছু না । প্রায় ১২-১৫ লাখ টাকা তো লাগেই । সরকারী কলেজের ক্ষেত্রে হয়তো কিছুটা কম কিন্তু তাও অনেক বেশি আমাদের দেশের জীবন ব্যবস্থায় ।
আমাদের দেশের চিকিৎসকেরা মফস্বলের দিকে যাইতে চায় না । কারন ঐদিকে গেলে তাদের কম টাকা উপার্জন হবে । সব ডাক্তারদের আগ্রহের কেন্দ্রেই শহর থাকে । অনেক ডাক্তার সরকারী হাসপাতালে জব করা সত্তেও বেশির ভাগ সময় কিন্তু দেয় বেসরকারী হাসপাতালে । এটা খুব সোজা ব্যাপার যে , তখন বেশি অর্থ পাওয়া যায় বেসকারী হাসপাতাল থেকে । যে স্বপ্ন নিয়ে একজন মানুষ ডাক্তার হয়ছিলো তার কিন্তু সেই প্রথমেই মৃত্যু ঘটে গিয়েছিলো । এছাড়া একজন ডাক্তারের ভিজিটও এখন অনেক বেশি । বলতে কষ্ট হয় কিন্তু বাস্তব হইলো কিছু ডাক্তার তো প্রায় জল্লাদের মত আচরন করে রোগিদের সাথে । তবে এর ব্যতিক্রমও আছে ।
সেবার মনোভাব নিয়ে করা কাজ এখন অর্থের দিকে চলে গেছে । তবে একজন মানুষকে অর্থের পিছনে চলতে হবে কিন্তু তাই বলে এমন কসাইয়ের মত করে নয় । যেন ছুরি চালিয়ে দিবো অবস্থা ।
বিঃদ্রঃ কারো ব্যক্তিগত অনুভূতি তে আঘাত দেওয়ার জন্য লেখাটা হয়নি । আমার নিজস্ব কিছু চিন্তা ধারাই প্রকাশ করা হয়ছে । যার সাথে কেউ হয়তো দ্বিমত বা সহমত পোষণ করতেই পারে ।
ফেসবুক এ যেকেউ আমার সাথে যুক্ত হতে পারেন Ronykhan Ron
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৬
রনিখান রন বলেছেন: আপনি হয়তো আমার লেখাটা ভাল করে পড়েন নাই ।
যাই হোক আমি কিন্তু লেখার মাঝে বলেছি যে , অবশ্য ব্যতিক্রম আছে ।
আর আমি ভাই আমজনতার একজন । সামনে যা দেখি তাই বলি ।। ভিতরের খবর ভাই আপনাদের মত লোকদের থাকতে পারে ।।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪
নাছির ভাই বলেছেন: আপনি যে সম্পর্কে লিখেছেন সেইটাই ব্যতিক্রম। আর যেটাকে ব্যতিক্রম বলেছেন সেটাই আসল
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২৭
রনিখান রন বলেছেন: আপনের কথা সত্যি হলেই ভালো লাগতো কিন্তু বাস্তবতা সম্পকে আপনের বিন্দু মাত্র ধারনা নাই ।
আপনাকে আমি হাজার হাজার প্রমান দেখাতে পারবো এই ব্যাপারে ।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৯
নাছির ভাই বলেছেন: আমার মনে হয় আপনার ধারনা ভুল। আপনি মুদ্রার এক পিঠ দেখেই বিবেচনা করেছেন।অন্যপিঠও দেখা উচিৎ বলে আমার মনে হয়