![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।
আকাশের দিকে তাকালেই কেমন জানি একটা শূন্যতা লক্ষ্য করা যায় । কি আছে ঐ অসীম শূন্যতায় তা জানতে খুব ইচ্ছা যেমন আমার আছে ঠিক আমার ইচ্ছার মত অনেকর-ই তেমন ইচ্ছা আছ । যুগ যুগ ধরেই কৌতুহলি মানুষের কাছে এক বিরাট শূন্যতায় বরা ঐ আকাশ এবং তার অসীমতা ।
কল্পবিজ্ঞানী বা কল্প লেখকেরা অনেক জিনিস বলে থাকে এই আমাদের মহাবিশ্ব সম্পকে । এই মহাবিশ্বে আছে অসংখ্য নক্ষত্র । খালি চোখে ২৫০০ বেশি তারা আমরা দেখতে পাই না । তার মানে বলা যায় যে , এই মহাবিশ্বের ০.০০০০১ % আমরা খালি চোখে দেখতে পারি না । তাই বলে তো আর আমাদের জানা থেমে যাবে না । এই মহাবিশ্বে আছে অসংখ্য ছায়াপথ আর এই ছায়াপথেই আছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র । এই সব নক্ষত্রের প্রায় প্রতিটিই যদি গ্রহ থাকে তাহলে ঐ সংখ্যাটা কত হবে সেটা কল্পনা করতে গেলেও সম্ভব হবে না । সাধারনত এক একটি ছায়াপথেই রয়েছে প্রায় ১০০ থেকে ৪০০ বিলিয়ন এর মত নক্ষত্র । অপর দিকে আমাদের এই মহাবিশ্বে প্রায় ঐ একই সংখ্যায় ছায়াপথও রয়েছে ।
এই বিশাল পরিমন্ডলে কি আমরাই এক মাত্র বাসিন্দা । গানিতিক হিসাব কিন্তু তা বলে না । আমাদের পৃথিবী ছাড়া কি আর কোথাও প্রানের বিকাশ হয়নি সেটা ভাবতে গানিতিক সমাধান বাধা দেয় না । বরং হিসাব করলে দেখা যায় আমাদের মত প্রানের বিকাশ হয়তো অন্য কোয়াও হয়েছে । হতে পারে আমাদের থেকে সেই সভ্যতা অনেক উন্নত বা অনেক অন্নত ।
মহাবিশ্বে যদি ১০০ থেকে ৪০০ বিলিয়ন ছায়াপথ থাকে এবং ঐ সব ছায়াপথের প্রত্যেকটি তে যদি আরো ১০০ থেকে ৪০০ বিলিয়ন নক্ষত্র থাকে তাহলে সংখ্যাটা কেমন হয় সেটা কি আমাদের কল্পনা তে ভাবা সম্ভব ! তাহলে আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বেই মোট তারার সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ১০^২২ – ১০^২৪ ।
পরবর্তী অংশ ২য় পর্বে ;;;; সাথে থাকুন
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৩
রনিখান রন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৭
রনিখান রন বলেছেন: Click This Link
২য় পর্ব
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৭
ধলা বিলাই বলেছেন: আমিও আছি
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৪
রনিখান রন বলেছেন: ধন্যবাদ থাকার জন্য
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২০
রনিখান রন বলেছেন: ধন্যবাদ থাকার জন্য
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৮
রনিখান রন বলেছেন: Click This Link
২য় পর্ব
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৩৮
এ কে এম রেজাউল করিম বলেছেন: আমিও আছি আপনাদের সাথে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৫
রনিখান রন বলেছেন:
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৮
রনিখান রন বলেছেন: Click This Link
২য় পর্ব
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৬
চা-ওয়ালা বলেছেন: অপেক্ষায় রইলাম , নতুন কিছু জানার জন্য ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৮
রনিখান রন বলেছেন: Click This Link
২য় পর্ব
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৮
হরিণা-১৯৭১ বলেছেন:
আছি সাথে, দেখা যাক, কি বলেন!