![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।
সুখি মানুষের খোজে একটা গল্প পড়েছিলাম ছোট বেলায় কোন এক ক্লাসে । এখনো কিছুটা মনে আছে ।
গল্পে এক রাজার অসুখ সারাবার জন্য কেউ এসে বলে সুখী কোন মানুষের বিছনার চাদর এবং সে মানুষের পরিধেয় বস্ত্র লাগবে । অনেক দিন পর হলেও সেই গল্পটার কথা মনে পড়ে গেলো । আমার মত হয়তো অনেকেরই সেই গল্পটা টার কথা মনে আছে ।
কথা হইলো গিয়া সেই সুখী মানুষটার খোঁজ কিন্তু আমরা এখনো করেই যাইতাছি । হয়তো তা নিজের মাঝে বা নিজেকে সুখি করার মাঝে । কত কত জিনিসই না আমরা করে থাকি একটু সুখ পাবার জন্য । কিন্তু সেই সুখ নামক বস্তুর দেখা কিন্তু এখনো পাওয়া যায় নাই । গল্পে বলা হয়ছিলো পাগলেরা নাকি সুখি হয়ে থাকে । কারনটা হতে পারে যে , তাদের কোন জিনিস নিয়ে বিস্তারিত চিন্তা করত হয় না বা জগতের মোহ তাদের কাজ করে না
আসল ব্যাপারটাও কিন্তু তেমনি । এই জগতের মোহ যার মাঝে বেশি সেই সুখি সব থেকে কম । সেটা হতে পারে যেমন টাকা-পয়সা , ক্ষমতা , প্রেম , আবেগ ইত্যাদির ক্ষেত্রেই । আবার এটাও বলা যায় যে , সুখ জিনিসটাই অনেকটা আপেক্ষিক একটা ব্যাপার । সেটা হয়তো আছে কড়া রোদের মাঝে , কিছু কান্নার মাঝে , রাস্তার পাশে ঘুমিয়ে থাকা কিছু শিশুর মাঝে বা ইত্যাদ ইত্যাদি ।
সুখের ডেফিনেশন অনেক ভাবেই দেওয়া যায় কিন্তু তা পাওয়া যায় না তেমন । কারন ডেফিনেশন খুজতে গেলেই সুখও পালিয়ে যায় ।
©somewhere in net ltd.