নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি ।\nচলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । \nদেখি দারুন একটা সময়ের ।\nআমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।\n

রনিখান রন

প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি । চলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । দেখি দারুন একটা সময়ের । আমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।

রনিখান রন › বিস্তারিত পোস্টঃ

মহাবিশ্ব ও কিছু সম্ভবনা পর্ব ২ :| :|

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

এতো এতো নক্ষত্র ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো ছায়াপথ ঝুড়ে তা কল্পনাও করা যায় না । এই সব নক্ষত্রেও হয়তো অনেক গুলো গ্রহ রয়েছে । সেই সব গ্রহের সংখ্যাটা কেমন হয়তে পারে একবার চিন্তু করে দেখি । গ্রহ থাকলেই তো আর হবে না । এমন কিছু গ্রহ থাকতে হবে যেই খানে প্রানের বিকাশ হতে পারে বা ঐ রকম পরিবেশ থাকে ।:-/



আমাদের সুবিধার জন্য ধরে নেই আমাদেই এই মহাবিশ্বে আমাদের সূর্যের ন্যায় নক্ষত্রের সংখ্যা ৫০০ বিলিয়ন ( বাস্তবে যা প্রায় কয়েকশ বিলিয়ন গুন বেশি হবে ) এবং এদের প্রত্যেকটিতে প্রায় আমাদের সূর্যের গ্রহের ন্যায় বেশ কিছু গ্রহও আছে । ধরি প্রতি নক্ষত্রে গ্রহের সংখ্যা ১৫ (বাস্তবে যা আরো অনেক বেশিই হবে ) করে । তাহলে ৫০০ বিলিয়ন নক্ষত্রে গ্রহের সংখ্যা হবে ৫০০ বিলিয়ন গুনন ১৪= ...... সংখ্যা ( যা কল্পনা করতে কষ্ট হবে ) :((



তাহলে ঐ নক্ষত্রের চারপাশে আমাদের গ্রহের মত অনেক গ্রহই কিন্তু থাকার সম্ভবনা আছে । সেই সংখ্যাটা ধরি কম করে হলেও ১ লাখ তো হবে । সেই সব গ্রহ শুধু মাত্র আমাদের পৃথিবী নামক গ্রহের মতই হবে প্রায় । যেখানে প্রানের বিকাশ হবার অনেক সম্ভবনাই কিন্তু থাকতে পারে । এমন গ্রহকেই কিন্তু বলে গল্ডিলগ গ্রহ । ইতিমধ্যেই অনেক গ্রহকেই চিহিত করা গেছে সেই সব গ্রহ আমাদের পৃথিবী সাদৃশ্য বা অনেকটা ঐরকমের হবার সম্ভবনা রয়েছে ।

আসলেই কি আমরা এই মহাবিশ্বে শুধুই একা নাকি আরো কোন এক প্রান্তের আমাদের মতই কেউ আছে । যাদের সভ্যতা হয়তো আমাদের থেকেও অনেক উন্নত । এই রকম হবার সম্ভবনা কিন্তু অনেক । আমাদের বিকাশ শুধুই একাই হবে সেটা কল্পনা করতে বাধা দেই এই বিশাল মহাবিশ্ব ।



যদিও মহাবিশ্বে অন্য কোথাও প্রানের বিকাশ হয়েই থাকে তাহলে তাদের সাথে কি আমাদের কোন সময় দেখা করা সম্ভব হবে কি ? সেটাই সব থেকে বড় একটা প্রশ্ন । বা দেখা হলেই বা কি হবে ।







পরবর্তী অংশ ৩য় পর্বে ;;;; সাথে থাকুন :) :)





ফেসবুক এ যেকেউ আমার সাথে যুক্ত হতে পারেন

Ronykharon Ron

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.